গোল,গোল,গোল দুর্দান্ত খেলছে বাংলাদেশ,সর্বশেষ ফলাফল

নতুন খবর হচ্ছে, সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মালে জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি লাল-সবুজ দল। তবে বিরতির পরই পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জামাল ভূঁইয়ারা। এই মুহূর্তে ১-০ গোলে এগিয়ে আছে তারা।
বাংলাদেশ পেনাল্টি পায় ৫৪ মিনিটে। পেনাল্টি এরিয়ায় বিপলু আহমেদের শট ডিফেন্ডার ডাকলাস পুসলাস হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। পাশাপাশি ডাবল হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পুসলাসকে।
স্পট কিক থেকে তপু বর্মণ গোলকিপারের বিপরীত দিক দিয়ে লক্ষ্যভেদে হাজারো প্রবাসীদের আনন্দে ভাসিয়েছেন । বিরতির পর জুয়েল রানার জায়গায় আসেন সাদ উদ্দিন। ৫০ মিনিটে শ্রীলঙ্কাও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাভিন্দুর জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে যায়।
প্রথমার্থের প্রথম ৫ মিনিট-ই দাপট দেখানোর চেষ্টা করেছে শ্রীলঙ্কা। কিন্তু গোলকিপার আনিসুর রহমান জিকোর পরীক্ষা নিতে পারেনি। বাংলাদেশ কিছুটা গুছিয়ে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয়। আক্রমণও হয়েছে অনেক। তবে অন টার্গেটে শট নিতে ব্যর্থ ছিল।
ম্যাচ ঘড়ির ৮ মিনিটে ইয়াসিন আরাফাতের লম্বা থ্রো-ইন থেকে তপু বর্মণের প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয় লঙ্কান রক্ষণে। পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সায় দেননি। বাংলাদেশের আক্রমণের জবাবে লঙ্কানরা মাঝে-মধ্যেই চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। ২০ মিনিটে লঙ্কানদেনর হারাশা ফার্নান্দোর জোরালো শট ক্রস বারের অনেক ওপর দিয়ে গেছে।
দুই মিনিট পর জামাল ভূঁইয়ার শটও ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়।২৯ মিনিটে রাকিবের জোরালো শট হয় লক্ষ্যভ্রষ্ট। যোগ করা সময়ে সবচেয়ে ভালো সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ইয়াসিন আরাফাতের ক্রসে তপু বর্মণের হেড গোলকিপার সুজন পেরারা কোনও মতে প্রতিহত করলে কাঙ্ক্ষিত গোল পাওয়া হয়নি।
এই ম্যাচ দিয়েই বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হয়েছে অস্কার ব্রুজনের। স্প্যানিশ কোচ দলকে ৪-১-৪-১ ছকে খেলাচ্ছেন। সেই অনুযায়ী ‘নম্বর নাইন’ হচ্ছেন উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। সদ্য শেষ হওয়া লিগে তার গোলসংখ্যা ৮টি। দুই উইংয়ে রয়েছেন রাকিব হোসেন ও জুয়েল রানা।
উইংয়ের পেছনে মাঝমাঠে থাকছেন মেহাম্মদ ইব্রাহিম ও বিপলু আহমেদ। ডিফেন্সিভ মিডফিল্ডার অধিনায়ক জামাল ভূঁইয়া। রক্ষণে লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, মাঝে কাজী তারিক রায়হান ও তপু বর্মণ। আর রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। গোলবার সামলাচ্ছেন আনিসুর রহমান জিকো।
- এইমাত্র নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক : জানালেন নতুন সিদ্ধান্ত
- ৬ সেপ্টেম্বর সরকারি ছুটি: কারা ছুটি পাবেন ও কারা পাবেন না
- অবশেষে মুখ খুললেন নুরুল হক নুরের স্ত্রী, মনের কষ্টে যা বললেন তিনি
- দুবাই রাজকুমারীর নতুন বাগদান,আংটির দাম জানলে চমকে যাবেন
- চিকিৎসককে যে সমস্যার কথা জানিয়েছেন নুর
- উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত
- সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সেরা একাদশ
- অন্তর্বর্তী সরকার কার নির্দেশে চলছে? সেনাবাহিনীর অবস্থান নিয়ে ক্ষোভ নাহিদ ইসলামের
- ধূমপান: নীরব ঘাতক, সচেতন হোন এখনই
- আজকের সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম (১ সেপ্টেম্বর ২০২৫)
- মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো
- নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা, যা বললেন চিকিৎসকরা
- হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচন নিয়ে এইমাত্র আসলো নতুন সিদ্ধান্ত
- ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য কঠোর বার্তা