| ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

রিয়াল মাদ্রিদে বাবা-ছেলের লড়াই

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ২৭ ১১:৪৯:২৫
রিয়াল মাদ্রিদে বাবা-ছেলের লড়াই

এবার সেই আলোচনার উপযুক্ত সময় এসেছে। বাবার পদাঙ্ক অনুকরণ করে যাচ্ছেন ডেভিড আনচেলত্তি। নিয়মিত যারা ফুটবলের খোঁজ খবর যারা রাখেন দ্বিতীয় নামটা তাদের কাছে খুবই পরিচিত। হ্যাঁ ঠিকই ধরেছেন, কার্লো আনচেলত্তির কথাই বলা হচ্ছে। এই মৌসুমে রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে তার দ্বিতীয় অধ্যায়। সঙ্গে তার পুত্রেরও!

এখানেও ইতালিয়ান কোচ সঙ্গে নিয়ে এসেছেন ছেলে ডেভিড আনচেলত্তিকে। বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের পর রিয়াল মাদ্রিদে হলো পিতা-পুত্রের জুটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির সহকারী কোচ হিসেবে কাজ করছেন তারই ছেলে ডেভিড। যার খেলোয়াড়ি জীবনের চেয়ে কোচিংটাই বেশি ভালো লাগে। এ কারণে মাত্র কুড়ি বছর বয়সেই খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে বাবার পথ ধরেছেন ডেভিড।

'লা ডেসিমা' (চ্যাম্পিয়নস লিগ দশম শিরোপা) স্বপ্নপূরণ করতে গিয়ে অনেক ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ২০১৪ সালে মাদ্রিদ জায়ান্টদের স্বপ্নপূরণ করেন আনচেলত্তি। তার দুর্দান্ত রণ কৌশলের ওপর দাঁড়িয়ে এক যুগ পর রিয়াল জেতে ইউরোপ সেরার তকমা রুপালি ট্রফি। রাহুর দশা ইতালিয়ান কোচ দূর করে দিয়েছেন।

চলে যান রিয়াল মাদ্রিদ ছেড়ে। এরপর আনচেলত্তির এনে দেওয়া সাফল্যের ভিতের ওপর দাঁড়িয়ে জিনেদিন জিদান ক্লাবকে জিতিয়েছেন হ্যাটট্রিক ট্রফি। গুরুর মান রেখেছেন শিষ্য। কিন্তু সেই জিজুও রিয়াল ছেড়ে চলে গেছেন সাময়িক নির্বাসনে। অর্ধ যুগ পর শিষ্যের শূন্যস্থানে ফিরে এসেছেন গুরু আনচেলত্তি।

এবার জিজুর বদলে তার সহকারী পুত্র ডেভিড। রিয়াল মাদ্রিদে দুই ইতালিয়ান তথা পিতা-পুত্রের রসায়ন ভালোই জমে উঠেছে। স্প্যানিশ লা লিগায় অপরাজিত আছে শীর্ষে থাকা রিয়াল। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে তারা হারিয়েছে ইন্টার মিলানকে। সবমিলিয়ে এখন পর্যন্ত এই মৌসুমে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ।

বিস্ময়কর হচ্ছে, ডেভিড এবং আনচেলত্তির সম্পর্কটা যে পিতা-পুত্রের তা অনেকেই বুঝতে পারেন না। সম্প্রতি দুজনই আলাদা সাক্ষাৎকারে এমনটা জানান। তারা বলেছেন, ‌'যারা 'ভালদেবেবাসে (রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্র) আমাদের একসঙ্গে কাজ করতে দেখেন তারা বুঝতেই পারেন না আমরা বাবা-ছেলে। এমনকি মাঠেও আমরা পেশাদারিত্বটাই দেখাই।'

পুরোদস্তুর পেশাদার হলে এই একটা সমস্যা। লোকে বুঝবে কীভাবে কার সঙ্গে কার পরম আত্মার বন্ধন আছে! কারই বা রক্ত বইছে কার শরীরে। ডেভিড এবং আনচেলত্তির বেলায় যেন ঠিক তাই। দুজন নিজ থেকে নিজেদের পারিবারিক পরিচয় না দিলে হয়তো সিংহভাগ ফুটবলপ্রেমীই জানতেন না রিয়াল মাদ্রিদে পিতা-পুত্রের যুগ শুরু হয়েছে।

২০০৯ সালে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন ডেভিড। এরপর কোচিংয়ে হাতেখড়ি শুরু হয় তার। তবে পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে তিন বছর পর। ডেভিডের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফিটনেস কোচ হিসেবে। পরের বছর রিয়াল মাদ্রিদে একই ভূমিকায় কাজ করেন ডেভিড। এরপর আনচেলত্তি যেখানেই গেছেন (বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটন) ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। এই ধারাবাহিতায় দুজনই ফিরেছেন রিয়াল মাদ্রিদে।

তামাম দুনিয়ায় প্রায়সব খেলোয়াড় যখন মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন সেখানে ডেভিড কেন ডাগ আউট বেছে নিলেন? উত্তরে রিয়ালের সহকারী কোচ বললেন, 'আমার মনে হতো আমি প্রতিভাবান ফুটবলার নই। কিন্তু খেলাটিকে খুব পছন্দ করি। তাই সবসময় এর সঙ্গে থাকতে চেয়েছি। এ কারণে কোচিং প্রশিক্ষণ নিতে শুরু করি।'

কয়েক বছর ধরেই বাবার ছাত্র হয়ে আছেন ডেভিড। আনচেলত্তির অধীনে কেমন করছেন ডেভিড? উত্তরে ৬২ বছর বয়সী কোচ বলেছেন, 'ও সব বিষয়েই জানতে চায়। ওর কৌতুহল আমাকে মুগ্ধ করে। কোচিংয়ের বিষয়ে ওর আগ্রহ আমার ভালো লাগে। আমার বিশ্বাস ও অনেক দূর যাবে।' ডেভিড কত দূর যেতে পারেন সেটা বলে দেবে সময়ই।

তবে বাবা আনচেলত্তিকে ছাড়িয়ে যাওয়া ডেভিডের জন্য যে প্রায় অসম্ভব এটা বলাই যায়। কারণ আনচেলত্তির এমনকিছু অর্জন আছে যা বিশ্বের আর কোনো কোচেরই নেই। দুটি ভিন্ন ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপ, ভিন্ন দুই ক্লাবের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ আর চারটি ভিন্ন দেশের ঘরোয়া ডাবলস জয়ের কীর্তি আছে তার। তবে গত নয় বছরে আনচেলত্তির সাফল্যের অংশীদার তার ছেলেও। কারণ এই সময়টাতে যে বাবার ডেপুটি হিসেবেই কাজ করেছেন তিনি!

ক্রিকেট

বিসিবি নির্বাচন: আলোচনায় এখনো মাহবুব আনাম, ঢাকার ক্লাব থেকে কারা হবেন পরিচালক

বিসিবি নির্বাচন: আলোচনায় এখনো মাহবুব আনাম, ঢাকার ক্লাব থেকে কারা হবেন পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের উত্তাপ দিন দিন বাড়ছে। সভাপতি পদে সবচেয়ে আলোচিত নাম ...

মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো

মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার আবারও চোটের কবলে ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button