বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া : মারা গেলো ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো সাবেক ক্রিকেটার

শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদয়ানউল একই উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার জন্য বের হন রেদয়ানউল। বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি। এছাড়া গমবোঝাই ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
পরে ট্রাকচালক নিজেই অন্যদের সহযোগিতায় রেদয়ানউলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বুকে ও মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানান চিকিৎসক।
সাবেক এ ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সতীর্থরা। রেদয়ানউল ইসলাম রিদুর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানসহ অনেকে।
হাসপাতালে রেদয়ানুল ইসলাম রিদুর লাশ দেখতে গিয়ে জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল বলেন, আমার হাতে গড়া সব ক্রিকেটারের মধ্যে রেদয়ানউল অন্যতম ছিলেন। বাগেরহাট ক্রিকেটার্স ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি পান তিনি। পরে উন্মোচন ক্লাবে এবং সবশেষ ঢাকার পারটেক্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় ছিলেন রেদয়ানউল।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রেদয়ানউল অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড় ছিলেন। তার মুত্যৃতে বাগেরহাট জেলায় ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। জেলা ক্রীড়া সংস্থা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
রেদয়নুল ইসলাম রিদু জেলা ক্রিকেট দলে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন। কয়েক বছর আগে ক্রিকেটার রেদয়ানউল নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছেই দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনার দায়িত্ব নেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
- ক্রিকেটারদের জন্য শাস্তির ঘোষণা দিলেন বিসিবি বস বুলবুল
- মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার
- কাঠগড়ায় দাড়িয়ে যে কান্ড করলেন পলক
- সিরিজ হারলো বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে যা বললেন কুশল মেন্ডিস
- ম্যাচ হেরে সব দোষ যার গায় চাপালেন অধিনায়ক মিরাজ
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- ভয়াবহ বন্যার আশঙ্কায় দেশের যে দুই জেলা
- প্রতিদিন ৭টি কিশমিশ খান, আর ম্যাজিক দেখুন
- আজকের ওমানি রিয়ালের রেট জানলে চমকে উঠবেন, টাকার বিপরীতে রেকর্ড দর
- বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা
- ৯ জুলাই সারাদেশে ‘বাংলা ব্লকেড’: সকাল-সন্ধ্যা অচল থাকবে সড়ক-রেলপথ
- টিভিতে আজকের খেলা : মাঠ কাঁপাবে ইংল্যান্ড-ভারত, পিএসজি-রিয়াল ও উইম্বলডনের তারকারা
- তিন নদীর বাঁধ ভাঙন, যোগাযোগ নেই কোথাও
- ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সালমান, কাকে জানালেন মনের কথা