
MD: Maruf Hosen
Senior Reporter
নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলা, সূচি নিয়ে লা লিগাকে রিয়ালের চিঠি

নিজস্ব প্রতিবেদক : নতুন ফুটবল মৌসুম মাঠে গড়ানোর আগেই স্প্যানিশ ফুটবলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে না ফিরতেই লা লিগার প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। আর এ নিয়েই চরম অসন্তোষ প্রকাশ করেছে ক্লাবটি।
লা লিগার চলতি মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচ নির্ধারিত রয়েছে ১৯ আগস্ট, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ ওসাসুনা। কিন্তু এই ম্যাচের সময় পুনর্নির্ধারণ চেয়ে লা লিগাকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ইউরোপিয়ান জায়ান্টরা। তাদের দাবি, ম্যাচটি ২৯ অক্টোবর আয়োজন করা হোক—যাতে খেলোয়াড়রা নিয়ম অনুযায়ী বিশ্রাম ও প্রস্তুতির সময় পান।
স্প্যানিশ মিডিয়া কাদেনা সের জানায়, রিয়ালের এই দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) এবং প্রতিপক্ষ ক্লাব ওসাসুনাও। ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন AFE মনে করে, নিয়ম অনুযায়ী কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রাম ও তিন সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতি আবশ্যক। কিন্তু ক্লাব বিশ্বকাপের ধকল শেষে রিয়ালের সেই সময় পাওয়া সম্ভব হয়নি।
যদিও এখন পর্যন্ত লা লিগা কর্তৃপক্ষ রিয়ালের চিঠি হাতে পায়নি বলে জানানো হয়েছে। তবে তারা বলেছে, চিঠি পাওয়ার পর নিয়ম-নীতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন লা লিগাসহ সংশ্লিষ্ট পক্ষকে একটি চিঠি দিয়ে খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও বিশ্রামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছে।
ফলে এখন প্রশ্ন উঠছে—বিশ্বজয় করে ফেরা দল রিয়ালের অনুরোধ আদৌ মানবে কিনা লা লিগা কর্তৃপক্ষ? সিদ্ধান্ত যা-ই হোক, মৌসুম শুরুর আগেই উত্তাপ ছড়ানো সূচি-দ্বন্দ্বে উত্তেজনা বাড়ছে লা লিগার ভক্ত-সমর্থকদের মাঝে।
Sportshour24-এর পাঠক যেন প্রতিবারই বলেন—
“এই লেখাটা তো কোথাও পাইনি!”
থাকুন পাশে, জমুক কন্টেন্টের ঝড়!
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই বলতে পারেন না, না জানলে জেনেনিন আপনিও
- অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
- সকালে প্রথমে পানি না ব্রাশ? ৯০% মানুষ এই ভুলটি করে
- হঠাৎ মুস্তাফিজকে নিয়ে যে মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন শ্রীলঙ্কার ক্রিকেটার
- তবে কি ফিরছেন অবহেলিত টাইগার ক্রিকেটার! সিরিজ নির্ধারণী ম্যাচে চমক বাংলাদেশ দলে
- টি-টোয়েন্টিতে নতুন চমক: বুলবুলের মাস্টারপ্ল্যানে সাইফের পর আরেক চমক
- নির্বাচনে যত শতাংশ ভোট পাবে বিএনপি ও জামায়াত, জরিপে উঠে এলো যে তথ্য
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- জানেন এবার এক লাফে কত কমলো ভরি প্রতি স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের ঘুম হারাম
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না
- পেঁয়াজের বাজারে সুখবর
- দেশের ব্যাংক গুলো নিয়ে কঠিন সিদ্ধান্ত, ১২টি গ্রুপে ভাগ করার ঘোষণা দিলো : বাংলাদেশ ব্যাংক
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ জুলাই ২০২৫)