আমি অনেকদিন ধরে খেলছি না, অবশ্য এটা নিয়ে চিন্তিত নই: তাইজুল

একটা সময় শুধু টেস্টের জন্যই বিবেচনায় আসা তাইজুল সম্প্রতি কয়েক বছরে রঙিন পোশাকেও কিছু ম্যাচ খেলেছেন। গত জিম্বাবুয়ে সফর থেকে দলের সঙ্গে আছেন তাইজুল। জিম্বাবুয়ে সিরিজের টেস্ট স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। জৈব-সুরক্ষা বলয় না ভাঙতে দলের সঙ্গেই রাখা হয় তাকে।
জিম্বাবুয়ে থেকে ফিরে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তাইজুল ওই সিরিজের স্কোয়াডে ছিলেন। কিন্তু সুযোগ মিলেনি এক ম্যাচও। নিউজিল্যান্ড সিরিজের দলেও আছেন তিনি। কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, তাইজুলের মাঠে নামা হয়নি।
অর্থাৎ দলের সঙ্গেই থাকা তাইজুল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছেন প্রায় চার মাস আগে। তাইজুল মনে মনে বলতেই পারেন 'আছি, তবু আমি কতোদূর'! এসবে অবশ্য আক্ষেপ নেই অভিজ্ঞ এই স্পিনারের। দল ভালো করছে, তার বদলে স্পিন বিভাগে সুযোগ পাওয়া অন্যরা ভালো করছেন- এসব দেখে না খেলতে পারলেও খুশি তাইজুল।
শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তাইজুল বলছিলেন, 'আমি অনেকদিন ধরেই ম্যাচ খেলছি না। তিন-চার মাস হয়ে গেছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। টিম কম্বিনেশনের কারণেই হোক কিংবা যেকোনো কারণে, ম্যাচগুলোতে আমার খেলা হয়নি। আমি অবশ্য এটা নিয়ে চিন্তিত নই। সুযোগ আসলে ইনশাআল্লাহ আমি কাজে লাগানোর চেষ্টা করব। আমি আমার কাজগুলো যথাযথভাবে নিজের সাধ্যমতো করে যাচ্ছি।'
খেলা না হলেও দলের সঙ্গে থাকাটাকেও বড় সুযোগ বলছেন তাইজুল, 'দলের বাইরে থাকলে আমি এই আবহটা পেতাম না। এখানে থাকায় আমি কোচদের; রঙ্গনা হেরাথ আছে, ব্যাটিং কোচ আছে এবং সাপোর্ট স্টাফের যারাই আছে, তারা আমাকে অনেকভাবেই সহযোগিতা করছেন। যখন যেটা চাচ্ছি, সহজেই সেটা পাচ্ছি।
আমার মনে হয়, সামনের দিনের প্রস্তুতির জন্য এটা খুব ভালো হচ্ছে। আসলে নিজের থেকে দলের স্বার্থকেই আমি অনেক বড় করে দেখি। দল ভালো করছে, এটা অনেক ভালো লাগার বিষয়। আমার যারা প্রতিদ্বন্দ্বী তারা অনেক ভালো করছে। আশা করি, সামনেও তারা অনেক ভালো করবে। আর আমি যখনই সুযোগ পাব, ভালো করার চেষ্টা করব, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার
চেষ্টা করব ইনশাআল্লাহ।
সম্প্রতি দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। সর্বশেষ দশ টি-টোয়েন্টির আটটিতেই জিতেছে মাহমু্দউল্লাহ রিয়াদের দল। তাইজুল বলছেন আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্সের কারণেই সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ, 'বাংলাদেশের সাফল্যের পেছনে কাজ করছে আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স।
আমার কাছে মনে হয় আমাদের সফল হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ফিল্ডার্স বলেন সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং টিম হিসেবে খেলতেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই নিজের দায়িত্বটা নিজের মত করে পালন করছে।'
- আফগান ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন আফগানিস্থানের ক্রিকেটার
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: এক লাফে বাড়ল বিশেষ সুবিধা, বাড়তি টাকা পাবেন যারা
- সৌদিতে কড়াকড়ি! পাসপোর্ট আইন ভাঙলেই জেল-জরিমানা, প্রবাসীদের ফেরত পাঠানো শুরু
- লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন মুল্ডার! কারণ জানলে আপনিও শ্রদ্ধায় নত হবেন…
- যাদের সিম বন্ধ হয়ে যাবে: নতুন সিদ্ধান্তে বিপাকে ২৬ লাখ গ্রাহক
- "বিশ্বসেরা বোলার এখন তাসকিন, রাবাদা-হ্যাজলউডকেও ছাড়িয়ে গড়লেন যে রেকর্ড
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৮ জুলাই ২০২৫)
- চরম উত্তেজনায় এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার, সিরিজ জয়ের ম্যাচ
- মাঠেই প্রতিপক্ষকে বল ছুঁড়ে আঘাত, আইসিসির কড়া শাস্তির মুখে পেসার
- কমলো স্বর্ণের দাম, জেনে নিন ২২ ক্যারেট সেনার আজকের হালনাগাদ রেট
- ৭-১: গোলের পরাজয় ব্রাজিলের, এটা যেন এক জাতির কান্না
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৮ জুলাই ২০২৫)
- জানেন স্বর্ণ আজ কত দামে বিক্রি হচ্ছে
- সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্টে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখেনিন কে কে আছে দলে