সোহানের বলে নতুন কিছু শিখলেন কিপার মুশফিক

সংবাদমাধ্যম কর্মীদেরও সীমাবদ্ধতা নির্দিষ্ট বেষ্টনীর মধ্যে। আজকের (শনিবার) অনুশীলকে ঘিরে ছিল বাড়তি উৎকণ্ঠা। কোয়ারেন্টাইন শেষে একদিন পর সাকিব আল হাসান অনুশীলনে ফিরবেন বলে কথা!
যথারীতি নির্দিষ্ট সময়ের আগে অনুশীলনে ব্যাট হাতে নেমে পড়লেন মুশফিকুর রহিম। একে একে মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলামরা ড্রেসিংরুম থেকে বের হয়ে শের-ই-বাংলার সবুজ গালিচায় পা রাখতে শুরু করেন। তবে যার জন্য অপেক্ষায় শতশত ক্যামেরার লেন্স, সেই সাকিব মাঠে প্রবেশ করলেন বেশ খানিকটা সময় নিয়ে। ততক্ষণে কানাঘুষা চললো, সাকিব কি কোয়ারেন্টাইন শেষ করে আজও ফিরছেন না?
সাকিব ফিরলেন, টিম মিটিং শুরু হলো মাহমুদউল্লাহ রিয়াদদের। সেখানে কি পরিল্পনা হলো দলের? ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের ভাষায়, ‘আমরা ভাবনা ভাগাভাগি করেছি। যেমন মুশফিক, লিটনরা এই কন্ডিশনে অভিজ্ঞ, ওরা অস্ট্রেলিয়া সিরিজে খেলেনি। ওদের সঙ্গে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে কি কি জিনিস কাজে এসেছে আর আমরা কোথায় উন্নতি করতে পারি, এসব নিয়ে কথা হয়েছে।’
ওপেনিংয়ে যে লিটন ফিরছেন সেটি স্পষ্ট করে দিয়েছেন প্রিন্স। তবে তার সঙ্গী কে হবেন সে নিয়ে আছে দ্বিধা। দ্বিধা আছে আরও একটি জায়গায়, ১৯ সদস্যের দলে তিনজন নিয়মিত উইকেটরক্ষক। মূল ম্যাচে এই দায়িত্ব সামলেন কে? লিটন অবশ্য এদিকে খানিক পিছনে পড়ে গেছেন। দ্বিতীয় দিনের অনুশীলনে পুরো মনোযোগ দিলেন ব্যাটিংয়ে।
নেটে লিটনের ব্যাটিং পেতেও করতে হয় অপেক্ষা। ইনডোরের আউটারে তখন তিন নেটে ব্যাটিং করছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। মাঝেমাঝে সবার সঙ্গে অদলবদল করে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন শেখ মেহেদী হাসান। সাকিব ফিরেই ‘লফটেড’ শটে মনোযোগী। রিয়াদ ব্যাটিং পরামর্শকের বাহবা কুড়াচ্ছিলেন ‘স্টেট ড্রাইভ’ খেলে।
পাক্কা ৪৫ মিনিট ব্যাট-প্যাড পরে চেয়ারে বসে অপেক্ষায় লিটন। বারবার হেড কোচের দিয়ে ইঙ্গিত করে বোঝাতে চাইছিলেন, আর কতক্ষণ চলবে এই অপেক্ষা পর্ব। কখন ব্যাটিংয়ের সুযোগ পাবেন তিনি? পাশেই ব্যাট-প্যাডে প্রস্তুতি ছিলেন আরেক ওপেমার নাঈম শেখ। তবে সৌম্য সরকার অনুশীলনের প্রথম ঘণ্টা পার করেন তার বোলিং স্কিল প্রদর্শনীতে।
সবাই যখন ইনডোরে তখন শের-ই-বাংলার মূল মাঠে নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিম। শুরুতে দুজনই আলাদা প্রান্তে গ্লাভস হাতে কিপিং ঝালিয়ে নেন। এরপর মেলে সেই কাঙ্ক্ষিত দৃশ্যের দেখা। বাংলাদেশ দলের ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লির সঙ্গে কিপিং অনুশীলন করছিলেন মুশফিক। সেখানে যোগ দেন সোহান। নিক লি উইকেটের সামনে। পেছনে মুশফিক। সোহান বল থ্রো করে অনুশীলন করাচ্ছেন মুশফিককে!
দুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোহানকে নিয়ে বলেন, ‘সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, যে কিপিং, এটা ওয়ার্ল্ড ক্লাস। ও বাংলাদেশের সেরা উইকেটরক্ষক, এখন পর্যন্ত আমি যেটা দেখেছি।’ কিন্তু সমস্যাটা মধুর! সাদা বলে উইকেটের পিছনে নিয়মিতভাবে দায়িত্ব পালন করেন মুশফিক। নিউজিল্যান্ড সিরিজের ফলে ফিরেছেন তিনি। সোহান হয়তো ম্যানেজমেন্ট থেকে বার্তাটা পেয়ে গেছেন, কিউইদের বিপক্ষে এই পদে বহাল থাকা হচ্ছে না তার!
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- আফগান ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন আফগানিস্থানের ক্রিকেটার
- সিগারেটের বাংলা অর্থ কী, অনেকেই বলতে পারেন না, না জানলে জেনেনিন আপনিও
- অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
- নির্বাচনে যত শতাংশ ভোট পাবে বিএনপি ও জামায়াত, জরিপে উঠে এলো যে তথ্য
- লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও থেমে গেলেন মুল্ডার! কারণ জানলে আপনিও শ্রদ্ধায় নত হবেন…
- সুখবর! এই দুই দেশে যেতে বাংলাদেশিদের আর ভিসা লাগবে না
- তুমুল সংঘর্ষে ভারতে পালাল চার হাজার মানুষ
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ জুলাই ২০২৫)
- যাদের সিম বন্ধ হয়ে যাবে: নতুন সিদ্ধান্তে বিপাকে ২৬ লাখ গ্রাহক
- হিজড়াদের ৩টি জিনিসে ভুলেও হাত দেবেন না
- একলাফে কমলো সোনার দাম
- পেঁয়াজের বাজারে সুখবর
- দেশের ব্যাংক গুলো নিয়ে কঠিন সিদ্ধান্ত, ১২টি গ্রুপে ভাগ করার ঘোষণা দিলো : বাংলাদেশ ব্যাংক
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট