| ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

এবার শিরোপা ও মেসিকে নিয়ে মন্তব্য করলেন মামুনুল

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুলাই ০৬ ১০:১৪:২১
এবার শিরোপা ও মেসিকে নিয়ে মন্তব্য করলেন মামুনুল

নতুন খবর হচ্ছে, ইউরোর মতো কোপা আমেরিকারও কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়ে গেছে। দর্শকের মতো রাত জেগে বাংলাদেশ থেকে এ দুটি টুর্নামেন্টে চোখ রাখছেন ফুটবলাররাও। সেই দেখা থেকেই বিশ্লেষণ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম

বিকেলে অনুশীলন থাকায় সকালের ম্যাচগুলো দেখার সুযোগ থাকে না। কোপা আমেরিকার খেলা দেখার জন্য হাইলাইটসের ওপরেই ভরসা করতে হয়। আজ ঘুম থেকে উঠেই আগে মোবাইলে ইন্টারনেটে খবর নিয়েছি আর্জেন্টিনার ম্যাচের কী খবর?

দেখি ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসি গোল করেছেন একটি। ফেসবুকজুড়ে চলছে তাঁর ফ্রি-কিক থেকে করা গোলের প্রশংসা। অমন দৃষ্টিনন্দন গোলের প্রশংসা হওয়াটাই স্বাভাবিক।এক কথায় অসাধারণ গোল। ‘এক্সট্রা অর্ডিনারি’ও বলতে হবে। গোলরক্ষকের সামনে দিয়ে বল গেলেও কিছু করার ছিল না।

কারণ, বলে প্রচণ্ড গতির সঙ্গে ‘সুইং’ ছিল। বলটা একেবারে পকেট পোস্ট দিয়ে ঢুকেছে। বাঁ পায়ে এমন ফ্রি-কিক মেসির কাছে থেকেই প্রত্যাশা করা যায়।মেসি আজ যে জায়গা থেকে গোলটি করেছেন, এমন জায়গা থেকে মেসির ফ্রি-কিক নেওয়া মানে ৭০ থেকে ৮০ ভাগ গোলের সম্ভাবনা। অতীতেও এমন গোল অনেক দেখেছি আমরা।

আমি আগেও বলেছি, এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে যাচ্ছেন মেসি। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন, এ কথা বললেও খুব ভুল হবে না। এখন পর্যন্ত চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। গোল করিয়েছেনও চারটি। আজকের ম্যাচে তিন গোলেই আছে তাঁর অবদান। একটি গোল করার সঙ্গে বাকি দুটি তাঁরই করানো। দুটি গোলে এমন বলের জোগান দিয়েছেন, সেখান থেকে গোল মিস করাই কঠিন।

প্রথম গোলটি করালেন রদ্রিগো দি পলকে দিয়ে। মেসির এক পাসেই ফাঁকা পোস্ট পেয়ে যান রদ্রিগো। লওতারো মার্তিনেজের গোলটিতেও মেসির অনেক অবদান। গোল করা ও করানোর পরেও মেসিকে কিছুটা দুর্ভাগা বলতে হচ্ছে। কারণ, তাঁর একটি শট সাইডপোস্টে লেগে ফিরে এসেছে।

এর আগে দেশের হয়ে ২০১৪ বিশ্বকাপেও মেসির এমন পারফরম্যান্স দেখেছি। গোল করে ও করিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সাত বছর পর সেই একই পারফরম্যান্স ধরে রাখাটা অনেক কঠিন কাজ। মেসি বলেই এটা সম্ভব। তিনি প্রতি ম্যাচেই আমাদের মুগ্ধ করে চলেছেন।

এর শেষ কারও জানা নেই। মেসির বয়স যে ৩৪ হয়েছে, তাঁর খেলা দেখে সেটা বোঝার সাধ্য নেই। এক যুগের বেশি সময় ধরে আমাদের আনন্দ দিয়ে যাচ্ছেন, বসে আছেন শ্রেষ্ঠত্বের আসনে। জাতীয় দলের হয়ে একটি শিরোপা তাঁর প্রাপ্য।

আমাদের দেশের প্রায় সব মানুষই ফুটবল খেলা দেখতে পছন্দ করেন। খেলা বোঝেনও। আর্জেন্টিনা ও পর্তুগালের খেলা হলে সবাই কিন্তু মেসি আর রোনালদোর দিকেই তাকিয়ে থাকেন। এঁরা সমর্থকদের মুগ্ধ করে রাখতে পারেন।

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য বড় চমক রেখেই দল ...

Scroll to top

রে
Close button