| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

জিম্বাবুয়ের মাঠে খেলতে তর সইছে না তাসকিনের

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুলাই ০২ ২১:৫২:৪৮
জিম্বাবুয়ের মাঠে খেলতে তর সইছে না তাসকিনের

এবারই প্রথমবারের মতো সেখানে অনুশীলন করছেন। আছেন মাঠে নামার অপেক্ষায়। নতুন এই অভিজ্ঞতায় ভীষণ রোমাঞ্চিত তাসকিন। মাঠে কখন নামবেন, তার যেন তর সইছে না।

তাসকিন বলেন, ‘আসলে আমি খুবই এক্সাইটেড। খুবই ভালো লাগছে, প্রথমবারের মতো জিম্বাবুয়ে আসলাম। যদিও আমার ডেব্যু হয়েছে ২০১৪-তে। কিন্তু এ ৭ বছরের মধ্যে কখনওই আমার জিম্বাবুয়েতে আসা হয়নি। প্রথমবারের মতো আসলাম। যদিও আমাদের বায়ো-বাবলের মধ্যে যাচ্ছে। তবে ওভারল সব ফ্যাসিলিটিজ মিলিয়ে আমি এনজয় করছি। আমি এক্সাইটেড যে কখন খেলা শুরু হবে।’

হারেরেতে সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে ৭ জুলাই থেকে। তার আগে আগামীকাল (শনিবার) একটি প্র্যাকটিস ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এখন পর্যন্ত দলের যা প্রস্তুতি, তা নিয়ে সন্তুষ্ট তাসকিন।

ডানহাতি এই পেসার বলেন, ‘প্র্যাকটিস সেশন মাশাআল্লাহ্ ভালো হচ্ছে। সবাই সবার... বোলার, ব্যাটসম্যান সবার প্রিপারেশন ওয়াইজ ভালোই প্রিপারেশন নেয়া হচ্ছে। আমরা আগামীকাল প্র্যাকটিস ম্যাচও খেলব। তো প্রিপারেশন ওয়াইজ আশা করি, কোনো কমপ্লেইন থাকবে না ইনশাআল্লাহ্। বাট ইন জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের সাথে খেলাটা সহজ না। আমাদেরকে অনেক টাফ কন্ডিশন ও টাফ অপনেন্ট ফেস করেই খেলতে হবে। কোনো ম্যাচই তো সহজ না। এর মধ্য থেকেই আমাদের সেরাটা দিয়ে বের হয়ে আসতে হবে।’

করোনার কারণে বায়ো-বাবলের বিধিনিষেধে থাকতে হয় প্রতি সিরিজেই। ক্রিকেটারদের জন্য যেটা ভীষণ কঠিন, মনে করেন তাসকিন। তারপরও দেশের জন্য সবকিছু ভুলে জয়ের দিকেই চোখ রাখতে চান এই গতিতারকা।

তিনি বলেন, ‘আসলে বায়ো বাবল লাইফটা নট দ্যাট ইজি। আমরা যখন হোম সিরিজও খেলেছি, ঢাকায় থেকেও ফ্যামিলি থেকে দূরে থাকতে হয় আর এওয়ে সিরিজেও। আসলে হোম-এওয়ে সব সিরিজেই এখন বায়ো বাবলের মধ্যে থাকে। একটা মেন্টালি বেশ স্ট্রেসের মধ্যেই থাকি। তার মধ্যেও খেলার মধ্যেও তো একটা চাপ থাকেই। এটা আসলে তেমন ইজি না। তারপরও যেহেতু আমরা দেশের জন্য খেলি... সবকিছু ছেড়ে নিজের সেরাটা দিয়েই ভালো করতে চাই এবং দেশকে জয় উপহার দিতে চাই।’

এই সফরে প্রথমে টেস্ট, পরে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটা ফরমেট আলাদা, আলাদা প্রস্তুতিই নিতে হবে। তবে আপাতত সামনে যখন টেস্ট তাই লাল বলেই সব মনযোগ তাসকিনের।

তার ভাষায়, ‘সামনে আমাদের টেস্ট ক্রিকেট, তারপর ওডিআই, তারপর টি-২০... একেকটা ফরম্যাটে একেকরকম, নিজেদেরকে ওভাবেই তৈরি করতে হবে। এখন শুধু টেস্ট ক্রিকেটেই ফোকাস করছি।’

জিম্বাবুয়ের সঙ্গে গত কয়েক বছরে পরিষ্কার ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কিছু দেখছেন না তাসকিন, ‘হালকাভাবে নেয়ার কিছু নাই। যদিও জিম্বাবুয়ের সাথে এখনও পর্যন্ত বেশিরভাগ ম্যাচ আমরাই জিতেছি... প্রত্যেকটা ম্যাচই নতুন করে শুরু হয়, প্রত্যেকটা দিনই নতুন। প্রত্যেকবারই নতুনভাবে বল করতে হয়, ব্যাটিং করতে হয়। ইজি হবে না। বাট আমরা কনফিডেন্ট, আমরা ভালো খেললে এবারও ইনশাআল্লাহ্ সিরিজ জয় করব।’

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button