| ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাকিব-রিয়াদ ব্যবহারে কষ্ট পেয়ে আম্পায়ারিং ছেড়ে দিলেন মুনিরুজ্জামান

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ০১ ১১:১৯:৪২
সাকিব-রিয়াদ ব্যবহারে কষ্ট পেয়ে আম্পায়ারিং ছেড়ে দিলেন মুনিরুজ্জামান

সাকিব ও রিয়াদের ঘটনা আম্পায়ারদের মধ্যে কতটা বিরূপ প্রভাব ফেলেছে, তা স্পষ্ট হয়ে উঠল মুনিরুজ্জামান আম্পায়ারিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর। এমন কিছু হবে জানলে হয়ত সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ এভাবে প্রতিক্রিয়া দেখাতেন না!

মুনিরুজ্জামান জানান, কেন এই কঠিন সিদ্ধান্ত, ‘এটা অপমানজনক। আমার সহকর্মীদের সাথে এমন হয়েছে মানে আমার সাথেও হয়েছে। যে ম্যাচে সাকিব লাথি মেরেছে, ঐ ম্যাচে কিন্তু তার হাতে একটা কাগজ দেওয়া হয়েছিল, যেটাকে ক্যাপ্টেন’স রিপোর্ট বলা হয়। সেই রিপোর্টে সে কিন্তু আম্পায়ারদের নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে, খারাপ কিছু লিখেনি।’‘পুরো ক্রিকেটকে হয়ত একটা বার্তা দিতে চেয়েছে, এটা সাকিব বলতে পারবে, আমি বলতে পারব না।

আমার গায়ে লেগেছে ব্যাপারটা আমার কমিউনিটির জন্য অপমানজনক বলে। আমি যে জায়গাকে ধারণ করি সেখানে আঘাত লেগেছে, আমার কষ্টের জায়গা এটাই।’সাকিবের মত ক্রিকেটার, যিনি দেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য, তিনি যখন আম্পায়ারদের প্রতি শ্রদ্ধা হারান নিশ্চয়ই তা হাজার হাজার তরুণের কাছেও অনুকরণীয় হবে। মুনিরুজ্জামানের ভয় এই জায়গাতেই।

সাকিবের পথ মাড়িয়ে রিয়াদও আম্পায়ারিং নিয়ে মাঠে বসে অসন্তোষ জানানোর পর ভবিষ্যতে দেশের তরুণরা আম্পায়ারদের প্রতি আস্থা হারাতে পারেন, এমন শঙ্কা তার।মুনিরুজ্জামান বলেন, ‘সাকিব নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার। আমিও তাকে সম্মান করি। সে আমাদের জাতিকে বড় কিছু দিয়েছে। ব্যক্তিগতভাবে তো তার সাথে আমার কোনো শত্রুতা নেই। এটা সোজাসাপ্টা কথা।

বরং আমি ওর প্রশংসা করি। ওর অ্যাকশন অনেক প্রভাব ফেলে। পুরো মিডিয়া ও ক্রিকেটে তার বিচরণ আছে।’‘সাকিব একজন ন্যাশনাল হিরো, রিয়াদ একজন ন্যাশনাল হিরো, তারা যদি এরকম করতে থাকে; আর ওদের দেখাদেখি স্কুল ক্রিকেটের ছেলেরাও একই আচরণ করতে থাকে; আমার মনে হয় না এটা আগামীর ক্রিকেটকে ভালো কিছু দিবে।

নতুন যে খেলোয়াড়রা তৈরি হচ্ছে তারা সাকিবকে অনেক ভালোবাসে, অনুসরণ করে। তাকে দেখে নতুনরা যদি এরকম ঘটনা ঘটাতে থাকে- এটা ভেবেই আমার সরে আসার সিদ্ধান্ত।’বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড

ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড

১২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো ইংলিশ কাউন্টি ক্লাব সারে। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানডের ...

শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন যে টাইগার ক্রিকেটার

শ্রীলঙ্কা সিরিজেও বাংলাদেশের ট্রাম্পকার্ড হতে পারেন যে টাইগার ক্রিকেটার

দেশের জার্সিতে অন্যতম সফল মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ সমাদৃত। শ্রীলঙ্কা সিরিজেও তিনি হতে পারেন ...

ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার (০২ জুলাই) গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দলের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে ...

আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ

আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ

নিজস্ব প্রতিবেদক:২০২২ সালের কাতার বিশ্বকাপে জয়ের গৌরব অর্জন করা আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ...



রে