| ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রশিদ খানকে নিয়ে মুরালিধরন ভয়াবহ তথ্য দিলেন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ৩০ ০০:২৭:৪৬
 রশিদ খানকে নিয়ে মুরালিধরন ভয়াবহ তথ্য দিলেন

আর দলটির স্পিন কোচের দায়িত্বে রয়েছেন মুরালিধরন। যে কারণে রশিদের সঙ্গে সখ্যতাটা বেশ ভালো শ্রীলঙ্কার কিংবদন্তি এই স্পিনারের। ২০১৭ সালে নেটে বোলিং করার সময় একবার রশিদকে উদ্দেশ্য করে মুরালিধরন বলেনছিলেন, আফগানিস্তানের এই স্পিনার নাকি তাঁর চেয়েও প্রতিভাবান। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন রশিদ নিজেই।

এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘আমার এখনও মনে আছে যে, আমি যখন নেটে বোলিং করছিলাম তখন মুরালি স্যার কাছে এসে আমাকে বলেছিল তুমি কখনই আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করবে না। কারণ শীর্ষ পর্যায়ে খেলার জন্য তোমার সবধরনের দক্ষতা ও প্রতিভা আছে। সে আমাকে এটাও বলেছিল যে আমি তার চেয়েও প্রতিভাবান।’

ডানহাতি এই লেগ স্পিনার আরও বলেন, ‘শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হতে হবে। অনেক সময় সবকিছুই আপনার পক্ষে যাবে না। কিন্তু ওই সময় শক্ত থাকতে হবে। কঠিন সময় আপনাকে যতটা শিক্ষা দেবে অন্য কোন কিছু আপনাকে শেখাতে পারবে না। আমি পর্যায়ক্রমে শেখার চেষ্টা করছি।’

মুরালিধরনের এমন কথা শোনার পর প্রায় ৩-৪ সপ্তাহ শুধু এটা নিয়েই ভেবেছেন রশিদ। তবে শ্রীলঙ্কার কিংবদন্তি এই স্পিনারের এমন মন্তব্য তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে শেন ওয়ার্নের সঙ্গে বোলিং নিয়ে কথার বলার সুযোগ হয়েছে রশিদের।

যেখানে বিগ ব্যাশ চলাকালীন মুরালিথরনের মতো ওয়ার্নও রশিদের প্রতিভা ও দক্ষতার প্রশংসা করেছেন। তাঁদের মতো কিংবদন্তিদের কাছ থেকে এমন প্রশংসাকে বিশেষ কিছু হিসেবে দেখছেন রশিদ। মুরালিধরন ও ওয়ার্নের কথাগুলো কখনই ভুলবেন না বলে জানান তিনি।

রশিদ বলেন, ‘৩-৪ সপ্তাহ আমি শুধু এটাই ভেবেছি যে মুরালি স্যার আমাকে কি বলল। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। সেটা আমার জন্য খুবই গর্বের একটি মুহূর্ত। পরের কয়েক ম্যাচে ভালো করার জন্য এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল।’

তিনি আরও যোগ করেন, ‘বিগ ব্যাশের সময় শেন ওয়ার্নের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন সে আমাকে বলেছিল যে ধরনের প্রতিভা ও দক্ষতা প্রয়োজন সেটা তোমার আছে। মুরালি ও ওয়ার্নের মতো লিজেন্ডেসের কাছে থেকে এমন কথা শুনলে আত্মবিশ্বাস বাড়ে। এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি কখনই এটা ভুলবো না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

বিসিবি নির্বাচন নিয়ে সরকারের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া বোর্ডের (বিসিবি) সংবিধান সংশোধনের কাজ শুরু হলেও, আসন্ন অক্টোবর মাসে ...

শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়

শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়

নিজস্ব প্রতিবেদক : টেস্ট পর্ব শেষ, এবার রঙিন জার্সির যুদ্ধ। একদিকে টেস্টে হারের ক্ষত, অন্যদিকে ...

ফুটবল

বিশ্ব কাপ মাতাতে নেইমার-ভিনিসিয়ুস একসাথে! ব্রাজিলের দল দেখে প্রতিপক্ষের ঘুম উড়ে গেল

বিশ্ব কাপ মাতাতে নেইমার-ভিনিসিয়ুস একসাথে! ব্রাজিলের দল দেখে প্রতিপক্ষের ঘুম উড়ে গেল

নিজস্ব প্রতিবেদক:বিশ্বকাপ মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই উত্তেজনা, প্রতিভা আর জোগো বনিতোর নান্দনিকতা। তবে সাম্প্রতিক ...

আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ

আর্জেন্টিনা বিশ্বকাপ ২০২৬: সম্ভাব্য দল ও চূড়ান্ত একাদশ

নিজস্ব প্রতিবেদক:২০২২ সালের কাতার বিশ্বকাপে জয়ের গৌরব অর্জন করা আর্জেন্টিনা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই ...



রে