| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

রশিদ খানকে নিয়ে মুরালিধরন ভয়াবহ তথ্য দিলেন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ জুন ৩০ ০০:২৭:৪৬
 রশিদ খানকে নিয়ে মুরালিধরন ভয়াবহ তথ্য দিলেন

আর দলটির স্পিন কোচের দায়িত্বে রয়েছেন মুরালিধরন। যে কারণে রশিদের সঙ্গে সখ্যতাটা বেশ ভালো শ্রীলঙ্কার কিংবদন্তি এই স্পিনারের। ২০১৭ সালে নেটে বোলিং করার সময় একবার রশিদকে উদ্দেশ্য করে মুরালিধরন বলেনছিলেন, আফগানিস্তানের এই স্পিনার নাকি তাঁর চেয়েও প্রতিভাবান। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন রশিদ নিজেই।

এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘আমার এখনও মনে আছে যে, আমি যখন নেটে বোলিং করছিলাম তখন মুরালি স্যার কাছে এসে আমাকে বলেছিল তুমি কখনই আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করবে না। কারণ শীর্ষ পর্যায়ে খেলার জন্য তোমার সবধরনের দক্ষতা ও প্রতিভা আছে। সে আমাকে এটাও বলেছিল যে আমি তার চেয়েও প্রতিভাবান।’

ডানহাতি এই লেগ স্পিনার আরও বলেন, ‘শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হতে হবে। অনেক সময় সবকিছুই আপনার পক্ষে যাবে না। কিন্তু ওই সময় শক্ত থাকতে হবে। কঠিন সময় আপনাকে যতটা শিক্ষা দেবে অন্য কোন কিছু আপনাকে শেখাতে পারবে না। আমি পর্যায়ক্রমে শেখার চেষ্টা করছি।’

মুরালিধরনের এমন কথা শোনার পর প্রায় ৩-৪ সপ্তাহ শুধু এটা নিয়েই ভেবেছেন রশিদ। তবে শ্রীলঙ্কার কিংবদন্তি এই স্পিনারের এমন মন্তব্য তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে শেন ওয়ার্নের সঙ্গে বোলিং নিয়ে কথার বলার সুযোগ হয়েছে রশিদের।

যেখানে বিগ ব্যাশ চলাকালীন মুরালিথরনের মতো ওয়ার্নও রশিদের প্রতিভা ও দক্ষতার প্রশংসা করেছেন। তাঁদের মতো কিংবদন্তিদের কাছ থেকে এমন প্রশংসাকে বিশেষ কিছু হিসেবে দেখছেন রশিদ। মুরালিধরন ও ওয়ার্নের কথাগুলো কখনই ভুলবেন না বলে জানান তিনি।

রশিদ বলেন, ‘৩-৪ সপ্তাহ আমি শুধু এটাই ভেবেছি যে মুরালি স্যার আমাকে কি বলল। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। সেটা আমার জন্য খুবই গর্বের একটি মুহূর্ত। পরের কয়েক ম্যাচে ভালো করার জন্য এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল।’

তিনি আরও যোগ করেন, ‘বিগ ব্যাশের সময় শেন ওয়ার্নের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন সে আমাকে বলেছিল যে ধরনের প্রতিভা ও দক্ষতা প্রয়োজন সেটা তোমার আছে। মুরালি ও ওয়ার্নের মতো লিজেন্ডেসের কাছে থেকে এমন কথা শুনলে আত্মবিশ্বাস বাড়ে। এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি কখনই এটা ভুলবো না।’

ক্রিকেট

“তামিম সভাপতি হলে বিসিবির খবর আছে”

“তামিম সভাপতি হলে বিসিবির খবর আছে”

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচনের আলোচনা যখন গতি পাচ্ছে, তখনই উঠে ...

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: মাত্র ২১ বছর ৩২৯ দিন বয়সে ইতিহাস গড়ে ফেললেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেট ...

ফুটবল

মেসির ইনজুরি ও মাঠে ফেরা নিয়ে পাওয়া গেলো নতুন খবর

মেসির ইনজুরি ও মাঠে ফেরা নিয়ে পাওয়া গেলো নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি চোট কাটিয়ে ফিরছেন মাঠে। জানা গেছে, তিনি এল এ ...

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৩ সেকেন্ড! এর মধ্যেই গোল পেয়ে গেল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। কোপা ...

Scroll to top

রে
Close button