যে ৪ কারনে বার্সায় থাকার সম্ভাবনা রয়েছে জোরালো হয়েছে মেসির

পরে অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে। কাতালুনিয়ার দলটির সঙ্গে আর্জেন্টাইন তারকার বর্তমান চুক্তি শেষ হবে আগামী জুনে; জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি।
কিন্তু কীভাবে মেসিকে আটকাবে বার্সা? সেই প্রশ্নের উত্তর তোলা থাকল ভবিষ্যতের জন্য। থাকা না থাকার বিষয়টা পুরোপুরি নির্ভর করছে মেসির ওপর। তবু তিনি চাইলে সিদ্ধান্ত পাল্টানোর কথা একবার ভাবতে পারেন। তাহলেই হয়তো বার্সা সমর্থকদের মনের আশা পূরণ হবে। কিন্তু কেন মেসি বার্সায় থাকবেন? এই প্রশ্নের সম্ভাব্য কয়েকটা উত্তর হতে পারে। যেসব কারণে মেসি বার্সায় থাকতে পারেন এর সম্ভাব্য কারণসমূহ সংক্ষেপে দেখে নেওয়া যাক:
হোসেপ মারিয়া বার্তেমিউর বিদায়: বার্সেলোনাকে মেসি যে চিঠি দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলা হয়েছিল, তৎকালীন প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তেমিউ তার কথা রাখেননি। তাতে মেসি ভীষণ হতাশ হয়েছেন ও ক্ষেপে আগুন হয়েছেন। অধিনায়কের সঙ্গে মনস্তাস্তিক এই দ্বন্দ্বের জের ধরে সরে যেতে হয়েছে বার্তেমিউকে। তার শূন্যস্থানে এসেছেন ক্লাবেরই সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা। তাতে বার্তেমিউ সমস্যার সমাধান হয়েছে।
বার্সেলোনার নেতৃত্ব: নেতৃত্ব দিতে পারা যে কোনো খেলোয়াড়ের অনেক বড় একটা গুণ। চাপমুক্তভাবে কোনো দলকে পথ দেখালে সাফল্যের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ইনিয়েস্তা-জাভি চলে যাওয়ার পর থেকে বার্সার অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেসি। কিন্তু প্রায়সময়ই তাকে চাপে থাকতে দেখা যায়। বার্সার সঙ্গে নতুন চুক্তি করলে আগামী মৌসুম থেকে তাকে নির্ভার রাখা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তা ছাড়া মেসির নেতৃত্ব খুব উপভোগ করেন দলের তরুণ ফুটবলাররা। এদিক থেকে মেসি বার্সায় থাকার বিষয়টা আরেকবার বিবেচনা করতে পারেন।
ক্লাবে নানামুখী প্রভাব: বার্সেলোনার সবচেয়ে ক্ষমতাধর খেলোয়াড় মেসি। অনেকের মতে ক্লাবের ইতিহাসে তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারেননি আর কোনো খেলোয়াড়। শুধু মাঠের বাইরে নন, মাঠেও ভেতরেও মেসির প্রভাব অন্য সব খেলোয়াড়ের চেয়ে বেশি। যা তাকে ক্লাবের ইতিহাসের অংশ বানিয়ে দিয়েছে। ক্লাবের তরুণ খেলোয়াড়দের কাছে তিনি হয়ে উঠেছেন আদর্শের এক নাম। এটা অস্বীকার করার উপায় নেই। এসব প্রভাব মেসিকে সামনে পথ চলতে আরো সহায়তা করতে পারে। আর্জেন্টাইন জাদুকরও তাই নিজের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে পারেন। থাকতে পারেন বার্সায়।
হুয়ান লাপোর্তার আগমন: বার্তেমিউর বিদায়ে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা মেসির। লাপোর্তার আগমনেও সবচেয়ে বেশি তারই খুশি হওয়ার কথা। কারণ দ্বিতীয় মেয়াদে আসা বার্সার এই সভাপতির সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে মেসির। আগের মেয়াদে তার কোনো চাওয়া-পাওয়াকেই অপূর্ণ রাখেননি লাপোর্তা। তাকে নিরাশ করেননি ছয়বারের বর্ষসেরা ফুটবলার। প্রতিশ্রুতি মোতাবেক সাফল্য এনে দিয়েছেন মেসি। পেশাদার সম্পর্কের বাইরেও মেসির সঙ্গে লাপোর্তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। যা মেসি-বার্সার নতুন চুক্তিতে বড় একটা প্রভাবক হতে পারে।
- বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ! এক রাতেই বদলে গেল সৌদির ভিসা নীতিমালা
- চরম দু:সংবাদ : সৌদির কালো তালিকায় বাংলাদেশি
- বাজুসের রাতারাতি সিদ্ধান্তে সোনার দাম তলানিতে,জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম
- তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল, ভিডিও প্রকাশ্যে
- বিমানবন্দরে আটকে দেওয়া হলো পার্থর স্ত্রীকে
- জামায়াত ইসলমীর আপিল শুনানি নিয়ে যে আদেশ দিলো আদালত
- জামায়াত-এনসিপি ‘বন্ধুত্বে’ হঠাৎ ফাটল
- ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল
- প্রকাশিত হলো আইপিএলের নতুন সময়সূচি ও ফাইনাল ম্যাচের সময়
- যে কারনে ‘আলহামদুলিল্লাহ’ বললেন উপদেষ্টা ড. আসিফ নজরুল
- শক্তিশালী ঘূর্ণিঝড় : সর্বশেষ আপডেট
- টাকা ছাপিয়ে বাজেট নয়! চমকে দেওয়া ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা
- আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণায় ভারতের মাথায় হাত
- শেয়ারবাজারে সংকট: সমাধানে বিএমবিএর পাঁচ বছরের পরিকল্পনা
- মুহুর্তেই ভাইরাল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন