ফুটবলে ১৬ বছর এর মধ্যে আগে কখনো ঘটেনি
মেসি-রোনালদো এখনও বুটজোড়া তুলে রাখেননি। তবে, নিয়তির অমোঘ বিধান মানতে বাধ্য হচ্ছেন। ২০০৪-০৫ মৌসুমের পর এই প্রথম মেসি এবং রোনালদোকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। সত্যি সত্যি, সময় যে বয়ে যাচ্ছে- এটা তো তারই প্রমাণ।
এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ছিটকে পড়েছে মেসির বার্সেলোনা এবং রোনালদোর জুভেন্টাস। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে নিজেদের মাঠে ৩-২ গোলে হারালেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে পৌঁছে যায় পোর্তো। বিদায় নেয় জুভেন্টাস।
বার্সেলোনার ভাগ্যেও একই পরিণতি লেখা ছিল প্রায়। কারণ, নিজেদের মাঠে ৪-১ গোলে হারের পর পিএসজির মাঠে ৪ গোলের ব্যবধান- এটা ছিল মোটামুটি অসম্ভব ব্যাপার। পিএসজির মাঠে ১-১ গোলে ড্র করলেও কোনো লাভ হয়নি। দুই লেগে ৫-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বার্সা।
জুভেন্টাসের জন্য গল্পটা আরও করুণ। গত বছরও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। অলিম্পিক লিওঁর বিপক্ষে ঘরের মাঠে জিতলেও অ্যাওয়ে গোলের ব্যবধানে বিদায় নিতে হয় জুভদের। এ নিয়ে টানা দ্বিতীয়বার শেষ ষোল থেকে বিদায় নিলো তারা। নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন ঘটনা এর আগে আর কখনও ঘটেনি।
২০০৬-০৭ মৌসুমের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালেও উঠতে ব্যর্থ হলো বার্সেলোনা। টানা ১৩ বছর কোয়ার্টার ফাইনাল খেলার পর অবশেষে তাদের থামতে হলো। এটা আবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ডও বটে যে, একটি দল টানা ১৩ বছর কোয়ার্টার ফাইনাল খেলেছে।
পিএসজির বিপক্ষে সমতাসূচক গোল করেছিলেন মেসি। বক্সের বাইরে থেকে শট করে গোল করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ২০০৪ সালে অভিষেক হওয়ার পর বক্সের বাইরে থেকে এ নিয়ে ১৯তম গোল করলেন বার্সা অধিনায়ক। শুধুমাত্র রোনালদোই তার চেয়ে এগিয়ে। বক্সের বাইরে থেকে শট করে তিনি গোল করেছিলেন ২০টি।
অন্যদিকে পিএসজি তারকা কিলিয়ান এমবাপে বার্সার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে একাই করলেন ৪ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নির্দিষ্ট এক মৌসুমে সর্বোচ্চ ৪টি গোল করার রেকর্ড গড়েন এমবাপে।
শুধু তাই নয়, মাত্র ২২ বছর ৮০ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম গোল করলেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে ২৫ গোল করার রেকর্ড এটি। এর আগের রেকর্ড লিওনেল মেসির দখলে। তিনি এই উচ্চতায় পৌঁছেছিলেন ২২ বছর ২৮৬দিন বয়সে।
- বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ! এক রাতেই বদলে গেল সৌদির ভিসা নীতিমালা
- চরম দু:সংবাদ : সৌদির কালো তালিকায় বাংলাদেশি
- ১ বা ৩ কোটিতে নয় আকাশ ছোয়া মুল্যে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
- মুস্তাফিজের পর দল পেলো সাকিব
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর পাঠালো যে দুই দেশ
- ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল
- সুখবর প্রবাসীদের জন্য : নতুন ভিসা চালু করল আমিরাত
- প্রকাশিত হলো আইপিএলের নতুন সময়সূচি ও ফাইনাল ম্যাচের সময়
- ১০ বলে ২৭ রান , ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের নাটক
- আবারও পাল্টে গেলো সোনার দাম
- বাংলাদেশি শ্রমিকের মরদেহ আটকে রাখলেন সৌদি মালিক
- বড় সুখবর পেঁয়াজের বাজারে
- আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণায় ভারতের মাথায় হাত
- প্রবাসীদের জন্য দারুন সুখবর ঘোষণা
- সাম্যকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন উপদেষ্টা আসিফ