| ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

একলাফে কমে গেলো স্বর্ণের দাম

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ ডিসেম্বর ০১ ১৩:১২:২৫
একলাফে কমে গেলো স্বর্ণের দাম

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ শতাংশ। এতে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ দশমিক ২২ ডলার। সদ্যসমাপ্ত নভেম্বর মাসেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। বিশ্লেষকেরা মনে করছেন, স্বর্ণের দাম আরো কমবে।

নভেম্বরের আগে বিগত কয়েক মাসে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুর দাম এক প্রকার আকাশ ছুঁয়ে যায়। আমেরিকা ও চীনের মধ্যকার উত্তেজনা, করোনার দ্বিতীয় তরঙ্গ এবং ডলারের দাম কমায় মানুষ বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণের দিকেই ঝুঁকতে থাকে। এ ছাড়াও স্বর্ণের বাজার অস্থির হওয়ার পেছনে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনও বড় ভূমিকা রাখে।

এসব কারণে স্বর্ণের দাম বাড়তে বাড়তে আগস্ট মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ৭২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত। গত ৭ আগস্ট থেকে কিছুটা কমতে দেখা গেলেও ফের বেড়ে যায়। শেষ পর্যন্ত নভেম্বর মাসে এসে বেশ কমতে শুরু করে স্বর্ণের দাম।

স্বর্ণের দাম কমার পেছনে বেশ কয়েকটি কারণের কথা বলা হচ্ছে। যেমন- বিগত ৯ মাস ধরে বিশ্বকে থমকে কোভিড-১৯ এর একটি ভ্যাকসিন বাজারে আসার প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, এবং চীনের করোনার সংকট কাটিয়ে এগিয়ে যাওয়া।

এ ব্যাপারে ব্রিটেনের সিএমসি মার্কেটসের প্রধান কৌশলবিদ মাইকেল ম্যাকার্থি বলছেন, ভ্যাকসিন আসছে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে- এমন আশাবাদ থেকে মানুষ স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগ থেকে খানিকটা সরে আসছে। পাশাপাশি স্বর্ণের দাম ১ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসায় বিক্রিও কমে যাচ্ছে।

তিনি বলছেন, মার্কিন নির্বাচনে জো বাইডেন বিজয়ী হলে ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্প ঝামেলা করতে পারেন- এমন একটি আশঙ্কা তৈরি হলেও তা বর্তমানে কেটে গেছে। ফলে আমেরিকায় স্থিতিশীলতা বিরাজ করছে। যার একটা প্রভাব স্বর্ণের বাজারে দেখা যাচ্ছে। অন্যদিকে, করোনার সংকট কাটিয়ে টানা তিন মাস ধরে চীনে শিল্পোৎপাদনে প্রবৃদ্ধি হচ্ছে। এতে বিনিয়োগকারীরা ঝুঁকির মনোভাব থেকে সরে আসছেন।

এদিকে, বিশ্ববাজারে নিম্নমুখী হওয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতিও দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে। গত ২৫ নভেম্বর থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয় ৭৩ হাজার ৮৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৭০ হাজার ৬৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৬১ হাজার ৯৩৬ টাকা হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৫১ হাজার ৬১৩ টাকা।

ক্রিকেট

মনে মনে বড় আক্ষেপ রেখেছেন মুস্তাফিজ

মনে মনে বড় আক্ষেপ রেখেছেন মুস্তাফিজ

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে এটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। এই দলেও খেলেছেন ...

মুস্তাফিজ থাকলে ম্যাচ জেতা হোতোনা বেঙ্গালুরুর, চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে একি বললো বিরাট কোহলি

মুস্তাফিজ থাকলে ম্যাচ জেতা হোতোনা বেঙ্গালুরুর, চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে একি বললো বিরাট কোহলি

আইপিএলের ৬৮ তম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের জন্যই কঠিন ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে