সেপ্টেম্বরে নয়, এইচএসসি পরীক্ষা নিয়ে পাওয়া গেলো নতুন খবর

মু. জিয়াউল হক বলেন, ‘এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে এখন আমরা তেমন ভাবছিও না। আমাদের পুরোটা মনোযোগ এখন একাদশ শ্রেণির ভর্তিতে। এইচএসসি আয়োজনের জন্য কিছু রোডম্যাপ করা আছে। করোনা কমে যাওয়ার আগে সেটি বাস্তবায়ন সম্ভব নয়।’
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা হবে। এ বিষয়ে বোর্ড প্রধান বলেন, ‘এটি পুরোপুরি ভুল খবর। সেম্টেম্বরে পরীক্ষা হওয়ার কোনো সুযোগই নেই। সংবাদ প্রকাশের আগে উৎস যাচাই করে নেওয়া জরুরি। আমি যেহেতু বোর্ড প্রধান আমাকেও জিজ্ঞেস করে নেওয়া যেত। এর কোনোটাই না করে খবর প্রকাশ করা হয়েছে। এই খবর পরীক্ষার্থীদের বিচলিত করেছে এবং মানসিক পীড়ার কারণ হয়েছে।’
এদিকে এইচএসসির খবর প্রসঙ্গে কাছাকছি বক্তব্য দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোন সংবাদ বা গুজব আমলে না নেওয়ার জন্যও অনুরোধ করেছেন তারা।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সবকিছু বিশ্লেষণ করেই পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত যথা সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েও দেওয়া হবে।’
চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এ পরীক্ষাসূচি স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় ১২ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পরে।
এদিকে বোর্ডের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেছে, ‘অক্টোবর মাসের কোনো এক তারিখে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে এটি আন্তঃশিক্ষা বোর্ডের প্রাথমিক সিদ্ধান্ত।’
সেক্ষেত্রে করোনা সংক্রমণ না কমলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। সূত্র বলছে, পরীক্ষার কেন্দ্র বাড়িয়ে প্রতি দুই বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানো হবে। এছাড়া সংক্রমণ রোধে মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহারেও কড়াকড়ি আরোপ করা হবে।
তবে সূত্রের এই বক্তব্য পুরোপুরি নাকচ করে দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক মু. জিয়াউল হক। তিনি বলেন, ‘পরীক্ষা অবশ্যই হবে। তবে সেটি কোন মাসে হবে তা এখনও নির্ধারিত হয়নি। যে বা যারা এই তথ্য দিয়েছে, তারা ভুল বলেছে। সঠিক হলো, আজকে যদি করোনা সংক্রমণ কমে যায়, তাহলে পনের দিনের মধ্যে আমার পরীক্ষা আয়োজন করব।’
- আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- হাসনাতের ঘোষণার পর শুরু হলো শাহবাগে
- ৬,৬,৬,৬,৬,৪, ইংল্যান্ডে ঝড়ো ইনিংস খেললেন সাব্বির রহমান
- প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই
- স্বর্ণের দাম কমেছে, এখনই কিনুন
- জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৯ মে ২০২৫)
- পাকিস্থানে হামলা, বড় বিপদ থেকে বাঁচলেন রিশাদ ও নাহিদ
- যে কারনে বন্ধ হয়ে গেলো আইপিএল