ব্রাজিলের বৃহত্তম শহরের স্বাস্থ্যসেবা পতনের মুখে, আক্রান্ত প্রায় আড়াই লাখ

এমন অবস্থায় ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো-র স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে বেডের চাহিদা বাড়ছে। পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা পতনের মুখে দাঁড়িয়েছে। এমনটাই জানিয়েছেন শহরটির মেয়র ব্রুনো কোভাস।
তিনি জানিয়েছেন, সরকারি হাসপাতালের ৯০ শতাংশ এখন পূর্ণ। আগামী দুই সপ্তাহের মধ্যে হাসপাতালগুলোতে আর রোগীর স্থান সংকুলান হবে না। সাও পাওলো ব্রাজিলের অন্যতম করোনাভাইরাসে আক্রান্ত এলাকা। কেবল এ শহরেই তিন হাজারের বেশি মানুষ মারা গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, সরকার আক্রান্ত-মৃতের যে হিসাব দেখাচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। যথাযথ পরীক্ষার অভাবে বহু আক্রান্তকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ইউনিভার্সিটি অব সাও পাওলো মেডিকেল স্কুলের গবেষক ডমিঙ্গো আলভেস তার গবেষণার বরাত দিয়ে বলেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা বর্তমান আক্রান্তের চেয়ে ১৫ গুণ বেশি হতে পারে।
সংক্রমণ রোধে লকডাউনের ঘোরবিরোধী ব্রাজিলের উগ্র-ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তার করোনাভাইরাস মোকাবিলার পদ্ধতি নিয়ে দেশে এবং বিদেশে ব্যাপক সমালোচনা চলছে। প্রেসিডেন্টের নিষ্ক্রিয় পদক্ষেপের কারণেই করোনাভাইরাসের অন্যতম মূল কেন্দ্র (হটস্পট) হয়ে উঠছে ব্রাজিল- এমন অভিযোগ উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানানো হলেও প্রেসিডেন্ট বোলসানারো নিজেই সেসবের ধার ধারছেন না। তার নীতির কারণে বিদ্যমান করোনা মহামারির মধ্যেই মন্ত্রিসভা ছেড়েছেন অন্তত দুই জন মন্ত্রী। শুক্রবার দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রীও বলসোনারো-র কেবিনেট ছেড়ে যান।
উল্লেখ্য ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৪১ হাজার ৮০ জন এবং মারা গেছে ১৬ হাজার একশ ১৮ জন। তার মধ্যে সাও পাওলো শহরে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো সাত হাজার নয়শ ৩৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৪৮৫ জন।
- আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর
- সৌদির নতুন নির্দেশনা
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই
- হাসনাতের ঘোষণার পর শুরু হলো শাহবাগে
- ৬,৬,৬,৬,৬,৪, ইংল্যান্ডে ঝড়ো ইনিংস খেললেন সাব্বির রহমান
- স্বর্ণের দাম কমেছে, এখনই কিনুন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৯ মে ২০২৫)
- বর্তমানে বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তার দায়ে সৌদি নারীর যে শাস্তি হলো
- জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত