এ বছরটা ভুলে যেতে বললো সাবেক স্বাস্থ্যমন্ত্রী

করোনা মহামারির যেন কোন শেষ নেই। এর অন্ত খুঁজতে এখনো হিমশিম খাচ্ছে পুরো পৃথিবী। আর এ সুযোগে দোর্দ্দন্ড প্রতাপে নতুন নতুন মানবদেহে তার সংক্রমণ অব্যাহত রেখেছে কোভিড নাইন্টিন ভাইরাস। বেড়েই চলেছে মৃত্যুর মিছিল।
দেশ থেকে দেশে থেমে নেই করোনার বিস্তার। কমছে তো নাই, বরং বিস্তৃতি পাচ্ছে নিত্য নতুন উপায়ে।
তাই বলে, থেমে নেই পৃথিবী। ভাইরাসকে হারাতে না পারলেও, দমে যায়নি মানব সভ্যতা। যতটুকু সম্ভব নিজেদের নিরাপত্তা ব্যবস্থা করে, আবার স্বাভাবিক জীবনে ফেরার উপায় খুঁজছে সবাই। স্থবির ক্রীড়া বিশ্বেও লেগেছে সে হাওয়া। দেশে দেশে চলছে লিগ ফেরানোর তোরজোর।
এখানেই সমস্যা ব্রাজিলিয়ান সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। ক'দিন আগেও দেশের স্বাস্থ্য সেবার সর্বোচ্চ পদে আসীন ছিলেন ম্যানডেট্টা। কিন্তু, কোভিড নাইন্টিনের সংক্রমণ রুখতে না পারায় দায়িত্ব ছেড়ে দিতে হয় তাকে। মন্ত্রীর পদ হারালেও, দেশের জন্য দায়িত্ববোধ এখনো ঠিকই রয়েছে তার। আর সেজন্যই, কোপা লিবার্তাদোরেস শুরুর জন্য ক্রীড়া মন্ত্রাণালয়কে তাড়াহুরা না করার পরামর্শ দিয়েছেন লুইজ হ্যানরিক ম্যানডেট্টা। প্রয়োজনে এ বছরটা ভুলে যেতেও বলেন তিনি।
ম্যানডেট্টা বলেন, ব্রাজিলের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা জানিনা, আগামী কয়েক সপ্তাহে এর অবস্থা কি হবে। জুন-জুলাই মাসের দিকে যদি, আবার অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা কি, তাও ঠিক করা হয়নি। এ অবস্থায় মাঠে ফুটবল ফেরানোর চেষ্টা করা বোকামি হবে। লিগ বা জাতীয় দল কাউকেই আপনি বিপদে ফেলতে পারেন না। বিশ্বকাপ বাছাই নিয়েও তাড়াহুরা করার কিছু নেই। সেপ্টেম্বর অনেক দেরি, তবে ম্যাচগুলো হবেই ধরে নেয়া উচিত হবে না। মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে খেলা শুরু করা একতা আত্মঘাতী সিদ্ধান্ত হবে ব্রাজিলের জন্য।
ফিফা এবং কনমেবলের পক্ষ থেকে জার্মানদের উদাহরণ টানা হলেও, সে যুক্তি মেনে নিতে নারাজ সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তার মতে দুটো দেশের আর্থ সামাজিক অবস্থায় অনেক পার্থক্য থাকায়, এ তুলনা একেবারেই অর্থহীন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, জার্মানির অর্থনীতি আর আমাদের অর্থনীতিতে অনেক ফারাক। চাইলেই আপনি দুটো দেশকে তুলনায় নিয়ে আসতে পারেন না। তাদের করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। কোন কারণে খারাপ হলেও, সেটাকে নিয়ন্ত্রণে নেয়ার সামর্থ্য জার্মানদের আছে। কিন্তু, আমরা সে অবস্থায় নেই। আমাদের স্বাস্থ্যকর্মীদের জন্য এখনো পর্যাপ্ত পিপিই দেয়া সম্ভব হয় নি। আইসিইউ, ভেন্টিলেটর সবকিছুই অপ্রতুল আমাদের।
এদিকে, ব্রাজিলের সিদ্ধান্তই যাই হোক, দ্রুততম সময়ে মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছে আরেক ল্যাটিন দেশ কলম্বিয়া। বুন্দেসলিগার আদৌলে, ফুটবলারদের করোনা টেস্ট এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখে খেলায় ফেরার প্রস্তুতি নিতে ক্রীড়া বিভাগকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুকে। প্রয়োজনে দর্শকহীন মাঠেও সমস্যা দেখছেন না তিনি। তবে, স্বাস্থ্যবিভাগের অনুমতি ব্যাতিরেকে কিছুই করা হবে না বলেও নিশ্চিত করেন ডুকে।
ডুকে বলেন, আমরা পুরো বিশ্বের অবস্থাই পর্যবেক্ষণ করছি। এখনই তাই লিগ বাতিলের সিদ্ধান্ত নিতে আমি রাজি নই। আশা করছি ভাইরাসটির প্রকোপ ধীরে ধীরে কমে আসবে। আমরাও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবো। আমি অনেক বড় একজন ফুটবল ফ্যান। এতোদিন ফুটবল না দেখে আমি হতাশ। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মাঠে খেলা ফিরুক। জার্মানদেরকে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। তবে, স্বাস্থ্যবিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত
গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে কলম্বিয়ান লিগ। আর জুন পর্যন্ত অনুশীলনে ফেরার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া আছে সরকারের পক্ষ থেকে।
- আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- সৌদির নতুন নির্দেশনা
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- স্বর্ণের ভরি আজ হঠাৎ কত হলো জানেন
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই
- হাসনাতের ঘোষণার পর শুরু হলো শাহবাগে
- ৬,৬,৬,৬,৬,৪, ইংল্যান্ডে ঝড়ো ইনিংস খেললেন সাব্বির রহমান
- স্বর্ণের দাম কমেছে, এখনই কিনুন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৯ মে ২০২৫)
- সৌদি প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট (১০ মে ২০২৫)
- জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত