| ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শুধুমাত্র নিজেদের নয় গ্রামবাসীর কথা চিন্তা করে যে সিদ্ধান্ত নিলো এই ৯ যুবক

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ০৩ ১৩:৫৭:৪৩
শুধুমাত্র নিজেদের নয় গ্রামবাসীর কথা চিন্তা করে যে সিদ্ধান্ত নিলো এই ৯ যুবক

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ৯ যুবক মালদহে তাদের নিজ গ্রামে ফিরেছেন। কিন্তু করোনা ছড়াতে পারে এ আশঙ্কায় বাড়িতে ঢোকেননি তারা। এলাকার কালিন্দ্রী নদীর তীরের আমবাগানে নিজেরাই তৈরি করেছেন কোয়ারেন্টিন কেন্দ্র। ত্রিপলের ছাউনি দেওয়া অস্থায়ী সেই শিবিরে পরিবার, গ্রামবাসীর থেকে দূরে দিন কাটাচ্ছেন মালদহের ইংরেজবাজার ব্লকের সতীচড়া গ্রামের এ ৯ বাসিন্দা।

আমবাগানে কোয়ারেন্টিনে থাকতে তাদেরকে স্থানীয় ক্লাব ও জনগণ সহায়তা করছে। এরাই এ শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছে।

জানা যায়, হাওড়ায় থেকে শ্রমিকের কাজ করতেন সতীচড়া গ্রামের ওই ৯ যুবক। লকডাউনে কাজ হারিয়ে বিপাকে পড়েন তারা। হাওড়াতে ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলেন তারা। নিজেদের কাছে থাকা টাকা ফুরিয়ে যাওয়ায় ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা।

পরে নীহাররঞ্জন ঘোষের উদ্যোগে গত ২৫ এপ্রিল গ্রামে ফেরেন চিন্টু হালদার, সিন্টু হালদারসহ নয় শ্রমিক। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে তারা স্বাস্থ্যপরীক্ষা করান। হাসপাতাল কর্তৃপক্ষই তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। কিন্তু বাড়িতেও তাদের ঘর সংখ্যা পর্যাপ্ত নয়।

একেক জনের বাড়িতে যে দুই-একটা ঘর আছে তাতে কোয়ারেন্টিনের নিয়ম মেনে চলা সম্ভব নয়। তাই বাড়িতে না ঢুকে কালিন্দ্রী নদীর ধারে আমবাগানে তাঁবু গেড়েছেন সিন্টুরা। বাঁশ, ত্রিপল দিয়ে তৈরি করেন ছাউনি। গ্রামবাসী প্রত্যেক শ্রমিকের জন্য চৌকি ও মশারির ব্যবস্থা করে দেন। রান্নার জন্য দেওয়া হয় গ্যাস ও চুলা। দেওয়া হয় খাদ্যসামগ্রীও।

সিন্টু হালদার বলেন, ‘পরিবার, গ্রামের মানুষের কথা ভেবে স্বেচ্ছায় বাগানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আরও সপ্তাহখানেক থাকার পর ফের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বাড়ি ফিরব।’

নীহাররঞ্জন ঘোষ বলেন, ‘ওই যুবকদের সচেতনতা সত্যিই প্রশংসনীয়। তবে সরকারি কোয়ারেন্টিনে রাখার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ভারতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩২৩ জন।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে