| ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লকডাউন তোলার দাবিতে জনতার সশস্ত্র বিক্ষোভ

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ মে ০২ ১১:১৩:২৫
লকডাউন তোলার দাবিতে জনতার সশস্ত্র বিক্ষোভ

মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশ নেয়া মানুষের একাংশ আইনসভা-কক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ারও চেষ্টা করেন। পুলিশ তাদের প্রতিহত করে।

অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্রেটচেন হোয়াইটমার সম্প্রতি ওই অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই ‘আমেরিকা’স প্যাট্রিয়ট র‍্যালি’ নামে মিশিগান ইউনাইটেড ফর লিবার্টির ব্যানারে এ বিক্ষোভ প্রদর্শিত হয়।

মিশিগানে ৩ হাজার ৮৬৬ জন মানুষ এরইমধ্যে করোনাভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই মুখে মাস্ক ছিল না। এদের একাংশ সশস্ত্র ছিল।

আইনসভায় বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করা যায়। তবে বিক্ষোভকারীদের একাংশ একেবারে সভাকক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ার চেষ্টা করেন। সে সময় পুলিশ তাদের নিরস্ত করে। বিক্ষোভকারীদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হয়।

১ মে’র মধ্যে লকডাউন তুলে নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৬৫ হাজার ৭৬৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ২৮০ জন। শনিবার (২ মে) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৫৬২ জন। বিশ্বের মোট মৃত্যুর ১ চতুর্থাংশের বেশিই হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মহামারি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৩ জনের। অবশ্য এ সংখ্যা আগের তিন দিনের তুলনায় বেশ কম। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু ছিল ২ হাজার ৫৩ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ২ হাজার ৫০২ জনের, মঙ্গলবার ২ হাজার ২০৭ জনের।

আক্রান্তের তালিকাতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সারাবিশ্বে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৮২৯ জনের শরীরে। সবশেষ তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে সেখানেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২২২ এবং মারা গেছে ২৪ হাজার ৬৯ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৯০ এবং মৃত্যু ৭ হাজার ৫৩৮।

অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৩১১ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৭১৫ জনের, ইলিনয়েসে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৬৫ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪৫৭ জনের।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১৯৭। ওই অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ১৩৪ জন।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে