করোনা আক্রান্তদের সেবাকারীদের জন্য বিশেষ বিমা

মঙ্গলবার (৭ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।
করোনা আক্রান্তদের সেবায় ভূমিকা পালনকারী চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার বিরুদ্ধে সরকারের যুদ্ধের সম্মুখভাগে থেকে আপনারা ভূমিকা পালন করছেন। সেইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। সবার চেষ্টায় আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘যেসব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী কোভিড ১৯ সংক্রামণের শুরু থেকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন।
পাশাপাশি আমরা তাদের সম্মানী দিতে চাই। তাদের তালিকা তৈরির কাজ চলছে। কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্যা কর্মচারীদের জন্য আমরা একটি বিশেষ ইনসুরেন্সের ব্যবস্থা করবো। এটা নিয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে। দায়িত্ব পালনকালে কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হন তাহলে তার চিকিৎসার সব ব্যবস্থা সরকার নেবে।
তাদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থা আমরা করে দেবো। পদ মর্যাদা অনুযায়ী আমরা ৫-১০ লাখ টাকার বিমা করে দেবো। আল্লাহ না চান কেউ যদি মারা যান তাদের জন্য এই বিমা ৫ গুণ বাড়িয়ে দেওয়া হবে। মনে রাখতে হবে, এটা তাদের জন্য করবো যারা ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এই প্রণোদনাটা শুধু তাদের জন্যই। তবে, যারা কাজ করেননি, নিজেদের সুরক্ষার জন্য পালিয়ে গেছেন, সাধারণ রোগীরা দ্বারে দ্বারে ঘুরে চিকিৎসা পায়নি তাদের জন্য এই প্রণোদনা নয়। তারা এটা পাবেন না।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন যদি শর্ত দেন আমাদের দিলে আমরা আসবো, তাহলে বলবো এটা পেতে হলে- আগামী সময়ে তাদের পর্যবেক্ষণে রাখবো। কীভাবে কাজ করেন তা দেখবো। সত্যিই মানুষের সেবা দিলে তাদের কথা চিন্তা করা হবে। কিন্তু শর্ত দিয়ে আমি কাউকে কাজে আনবো না। কারণ যাদের মধ্যে মানবতা বোধটা নেই, তাদের প্রণোদনা দিয়ে আনার কোনও যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। দরকার হলে বাইরে থেকে ডাক্তার-নার্স নিয়ে আসবো। এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না। চিকিৎসক আমাদের প্রয়োজন আছে তবে, এই মানসিকতা থাকবে কেন? মানবতা বোধ হারাবে কেন? রোগী আসলে চিকিৎসা করাতে হবে। এজন্য নিজের সুরক্ষার ব্যবস্থা করে যেতে পারেন। অ্যাপ্রোন পরে নেন, মাস্ক ব্যবহার করুন। রোগী কেন ফেরত যাবে। রোগী দ্বারে দ্বারে ঘুরে কেন মারা যাবে?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যেকোনোভাবে রোগে আক্রান্ত হয়। কিন্তু সে হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে করাতে পারেনি। এটা সত্যি খুব কষ্টকর, খুব দুঃখজনক। ডাক্তাররা কেন চিকিৎসা করবে না? এই রোগী কোথায় চিকিৎসার জন্য গিয়েছিল সেখানে কোন ডাক্তারের দায়িত্ব ছিলেন? আমি তাদের নামওটা জানতে চাই। তাদের ডাক্তারি বা চাকরি করবার মতো সক্ষমতা নেই। তাদের চাকরি থেকে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এটা ঠিক আমাদের সরকারি চিকিৎসকরা খুবই আন্তরিক। তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।’
তিনি বলেন, ‘এটা সারা বিশ্বের জন্য একটা আতঙ্ক। সবাইকে সুরক্ষিত থাকতে হবে- এটা সত্য। ডাক্তরের সুরক্ষার জন্য যা যা দরকার আমরা তো করে যাচ্ছি। সেখানে আমরা তো কাপর্ণ্য করছি না। দরকার হলে আরও করবো।’
- দেশে একলাফে কমলো স্বর্ণের দাম, জেনেনিন নতুন দাম
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর, যে প্রজ্ঞাপন জারি করল অর্থ মন্ত্রণালয়
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের বাজার
- আপনার যেসব বদঅভ্যাসের কারণেই কমে যাচ্ছে শারীরিক মিলনের চাহিদা
- পাকিস্তানে শক্তিশালী বো.মা বি.স্ফো.র.ণে নিহত.....
- এবার যে ভবিষ্যদ্বাণী স্বর্ণের দাম নিয়ে
- কমলো সয়াবিন তেলের দাম, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- হাসানত আব্দুল্লাহর চমকপ্রদ ঘোষণা: জানালেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম
- স্বর্ণের দাম কমলো, রেকর্ড উচ্চতা থেকে হঠাৎ পতন
- রোমান্সের দৃশ্য ভরপুর, মুহুর্তেই ভাইরাল ভিডিও
- চার ছক্কার ঝড় তুলে শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ,জেনেনিন ফলাফল
- রাতের মধ্যে যেসব জেলায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
- আরও কমলো ব্রয়লার ও সোনালি মুরগির দাম
- অবৈধ প্রবাসীদের জন্য দারুন সুখবর : খুলে গেলো ভাগ্য