| ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কোহালিদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জানুয়ারি ২২ ২১:০৯:৩৭
কোহালিদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ভারতের পাটনায় অনুষ্ঠিত ম্যাচটির ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে তারা। এরপর স্নেহ রানা-কোহালিদের নিয়ে গড়া ভারতের ‘বি’ নারী দলকে ১০৩ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ১৪ রানে ফাইনাল জেতে সালমা, জাহানারা আলমরা।

১১৮ রানের লক্ষ্য ভারতের মেয়েদের শুরুতেই চেপে ধরেন জাহানারা এবং সালমা। দুর্দান্ত বোলিংয়ে ২ রানে ভারতের ৩ উইকেট তুলে নেন তাঁরা। চতুর্থ উইকেটে ২৩ রান যোগ করেন স্নেহ রানা এবং তেজাল হাসাবনিস। এই জুটিতে ফাটল ধরান নাহিদা খাতুন। ৭ রান করা স্নেহ রানাকে বোল্ড করেন তিনি।

হাসাবনিস এক প্রান্ত আগলে ধরে রাখেন। অপরপ্রান্ত দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন বাংলাদেশের মেয়েরা। ৩৪ রান করা হাসাবনিসকে আউট করেন খাদিজাতুল কুবরা। শেষদিকে তানুজা কানোয়ার অপরাজিত ২১ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

ওভার শেষ হওয়ার আগে ভারতের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। যেখানে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন জাহানারা এবং সালমা।

আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটা ভারতের তুলনায় ভালো ছিল। দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন ২৫ রানের জুটি গড়েন। ১৩ রান করে রানআউট হয়ে ফেরা শামীমার বিদায়ের পর তিনে নেমে মুর্শিদার সঙ্গে দারুণ জুটি গড়েন সানজিদা খাতুন।

৬০ রানের জুটির পর দুই ব্যাটসম্যান একই ওভারে সাজঘরে ফিরে গেলে ভেঙে পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। নিগার সুলতানার ১৮ রান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।

ভারতের তানুজা কানোয়ার সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুর্দান্ত বোলিং করে দুটি উইকেট নেন নুপুর কোহালি।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ নারী দলঃ ২০ ওভারে ১১৭/৭ (সানজিদা ৩৪, মুর্শিদা ৩৪; কানোয়ার ৩/১৪, কোহালি ২/১৮)।

ভারত 'বি' নারী দলঃ ২০ ওভারে ১০৩/৮ (হাসাবনিস ৩৪, কানোয়ার ২১*; জাহানারা ২/১৭, সালমা ২/১৮)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার রেকর্ড

মঙ্গোলিয়ান দল আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। মাত্র সাত মাস আগে, মঙ্গোলিয়ান জাতীয় দল এশিয়ান গেমসে অভিষেক ...

লিটন যদি এপ্লিকেশন দিয়ে বলে 'আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেন' তারপরও কেন লিটক কে বাদ দিতে পারবে না টিম ম্যানেজমেন্ট!

লিটন যদি এপ্লিকেশন দিয়ে বলে 'আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেন' তারপরও কেন লিটক কে বাদ দিতে পারবে না টিম ম্যানেজমেন্ট!

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড নিয়ে যাওয়ার নিয়ম করেছে আইসিসি সেই অনুযায়ী ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের অবস্থান যত

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের অবস্থান যত

এবার মেসির আর্জেন্টিনাকে পিছনে ফেলে শীর্ষে আসল ব্রাজিল। তবে এটি ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণে। বিশ্বে অনেক ...



রে