| ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

এবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় সর্বোচ্চ যতটি স্মার্টফোন আনতে পারবেন প্রবাসীরা

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ এপ্রিল ২৮ ০০:২৬:২৯
এবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় সর্বোচ্চ যতটি স্মার্টফোন আনতে পারবেন প্রবাসীরা

বিদেশ থেকে ফেরার সময় এখন একজন যাত্রী সর্বোচ্চ তিনটি স্মার্টফোন আনতে পারবেন। এর মধ্যে দুটি ব্যবহৃত স্মার্টফোন আনতে পারবেন বিনা শুল্কে এবং একটি নতুন স্মার্টফোন আনতে পারবেন নির্ধারিত শুল্ক–কর পরিশোধ করে।

যাত্রী ব্যাগেজ (ব্যক্তিগত পণ্য) বিধিমালা সংশোধন করে এ নিয়ম চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, বিনা শুল্কে কেবল ব্যবহৃত স্মার্টফোন আনা যাবে, নতুন স্মার্টফোন আনলে নির্ধারিত হারে শুল্ক–কর দিতে হবে। নতুন মোবাইল ফোন আনলে মূল্য ৩০ হাজার টাকার মধ্যে হলে শুল্ক ৫ হাজার টাকা, মূল্য ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে হলে শুল্ক ১০ হাজার টাকা এবং মূল্য ৬০ হাজার টাকার বেশি হলে শুল্ক ২৫ হাজার টাকা পরিশোধ করতে হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে স্মার্টফোন আনার প্রবণতা বাড়ায় নজরদারি আরও কঠোর করেছে কাস্টমস। কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৪২৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার অধিকাংশই আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, তিনটির বেশি মোবাইল ফোন আনতে গিয়ে যাত্রীরা নানা কৌশল অবলম্বন করছেন। কেউ মোবাইল ফোন শরীরে লুকিয়ে, কেউ লাগেজের মধ্যে কিংবা ক্রোকারিজ পণ্যের ভেতরে ঢুকিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে বিদেশ ফেরত একজন যাত্রী দুটি স্মার্টফোন আনতে পারতেন। এই দুটি স্মার্টফোন নতুন নাকি ব্যবহৃত হবে, তা উল্লেখ ছিল না। কাস্টমস আইন ২০২৩ বিধিমালায় বিনা শুল্কে শুধু ব্যবহৃত স্মার্টফোন আনার বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কাস্টমস আইনের নতুন বিধানে বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে- একজন যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করিতে পারিবেন এবং তফসিল-২ অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করিতে পারিবেন। ইহার অতিরিক্ত আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হইবে।’

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, শুল্ক–কর নির্ধারিত করে দেওয়ায় যাত্রীরা সুবিধা পাবেন। কারণ, এখন একজন যাত্রী আইফোনের মতো একটি দামি স্মার্টফোন আনলেও সর্বোচ্চ ২৫ হাজার টাকা শুল্ক–কর দিতে হবে। বাণিজ্যিক ভিত্তিতে দামি স্মার্টফোন আমদানিতে এর দুই থেকে তিন গুণ শুল্ক-কর দিতে হয়।

তিনি আরো জানান, আমরা ঘোষণা দিয়েছি- চোরাচালানের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। অবৈধ পণ্য আনার কোনও সুযোগ নেই। পাশাপাশি শুল্কায়নযোগ্য পণ্যও শুল্ক ছাড়া বিমানবন্দরে থেকে বের হতে পারবে না। সেভাবেই কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

ক্রিকেট

বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন

বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি নিজেদের আর্থিক নিরাপত্তা ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের একটি ...

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর

রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, ও পীরগাছা ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে