| ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সুয়ারেজের জন্য বার্সার মতে বিপক্ষে দাঁড়াল মেসি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ ডিসেম্বর ২৯ ১২:৫২:০৬
সুয়ারেজের জন্য বার্সার মতে বিপক্ষে দাঁড়াল মেসি

স্প্যানিশ গণমাধ্যম ‘এল ডেসমার্কের’ দাবি অন্তত সে রকমই। পত্রিকাটির দাবি, লাওতারো মার্টিনেজকে কেনার কথা ভাবছে বার্সেলোনা। কিন্তু অধিনায়ক মেসি বার্সেলোনার কর্তাদের স্পষ্টই বলে দিয়েছেন মার্টিনেজকে না কিনতে।

‘এল ডেসমার্ক’-এর দাবি, লুইস সুয়ারেজের বিকল্প হিসেবেই মার্টিনেজকে কেনার পরিকল্পনা করছিল বার্সেলোনার কর্তারা। সুয়ারেজের বয়স হয়ে গেছে ৩২। পারফরম্যান্সেও ভাটার টান। বার্সা কর্তারা তাই সুয়ারেজের জায়গায় মার্টিনেজকে ভাবতে শুরু করেছে। এমনকি ইন্টারমিলানের এই আর্জেন্টাইন তারকাকে কেনার জন্য প্রাথমিক পরিকল্পনাও সেরে ফেলেছিল বার্সেলোনা। কিন্তু মেসি সরাসরিই ক্লাব কর্তাদের মানা করে দিয়েছেন মার্টিনেজের সঙ্গে চুক্তি না করার জন্য।

‘এল ডেসমার্ক’-এর এটাও দাবি করেছে, মেসি ক্লাব কর্তাদের এটাও বলে দিয়েছেন তার আক্রমণ জুটি হিসেবে সুয়ারেজই পারফেক্ট। এই উরুগুইয়ান তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই খেলতে চান তিনি। তাই কর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুয়ারেজের বিকল্পের চিন্তা না করতে।

ক্লাব বার্সেলোনায় মেসির সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুটির নাম সুয়ারেজ। উরুগুইয়ান তারকার সঙ্গে মেসির গলায় গলায় ভাব। খেলা-অনুশীলন তো বটেই, মাঠের বাইরের ব্যক্তিগত জীবনেও তারা সবকিছু করেন এক সঙ্গে। খাওয়া-দাওয়া, আড্ডা, ঘুরে বেড়ানো, এমনকি শপিংও করেন তারা একসঙ্গে। সময়-সুযোগ পেলেই একে অন্যের বাসায় আয়োজন করেন পার্টি। স্ত্রী-সন্তানদের নিয়ে মজা করেন একসঙ্গে।

প্রিয় সেই বন্ধুকে বেঁচে দিয়ে অন্য একজনকে কিনবে বার্সা, সেই একজন তার স্বদেশি মার্টিনেজ হলেও মেসি তা চান না। তাই তিনি মার্টিনেজের সঙ্গে চুক্তির ব্যাপারে ক্লাব কর্তাদের আগেভাগেই ‘না’ রায় শুনিয়ে দিয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে খেললেও ক্লাব বার্সেলোনায় সুয়ারেজই মেসির প্রিয় সঙ্গী।

তবে মেসির এই মানা বার্সেলোনার কর্তারা শুনবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছেই। কারণ, ২২ বছর বয়সী মার্টিনেজকে খুবই পছন্দ বার্সেলোনার কর্তাদের। ২০১৮ বিশ্বকাপ ব্যর্থতার পর আর্জেন্টিনা জাতীয় দলের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন তরুণ মার্টিনেজ। এমনকি মেসির চেয়েও মার্টিনেজকে ঘিরে আর্জেন্টাইনদের প্রত্যাশা এখন বেশি।

ক্লাব ইন্টারমিলানের আক্রমণভাগেরও সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছেন। ইন্টারের হয়েও সময়টা দারুণ কাটছে মার্টিনেজের। এ মৌসুমে সব মিলে ২১ করেছেন ১৩ গোল। বয়স মাত্র ২২। মানে সামনে তার অবারিত ভবিষ্যত। ভবিষ্যতের কথা ভেবেই বার্সা কর্তারা মার্টিনেজের দিকে ঝুকে পড়েছেন। হয়তো মার্টিনেজও স্বপ্নের বার্সায় যোগ দিতে বিভোর। কিন্তু মার্টিনেজের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ালেন তারই স্বদেশি মেসি।-পরিবর্তন

ক্রিকেট

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা ...

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে