ভারতীয় মুসলিম নেতাদের প্রতি বিশেষ আহ্বান

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতা শুরু হওয়া এই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে কলকাতা, মেঘালয়, ত্রিপুরা এবং আসামে। রাজধানী নয়াদিল্লির একট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত সংখ্যালঘু মুসলিমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আইন নিজের হাতে না তুলে নিয়ে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন ভারতীয় মুসলিমরা।
ফুরফুরা শরিফের পীর ত্বহা সিদ্দিকী বলেছেন, ‘কেন্দ্রের নাগরিকত্ব আইন মানুষ মেনে নিতে পারছেন না। তাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কিন্তু শুক্রবার থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় যে পদ্ধতিতে ট্রেনে পাথর ছোড়া, স্টেশন মাস্টারের ঘর থেকে শুরু করে বাসে আগুন জ্বালানো হয়েছে তা মেনে নেয়া যায় না।’
‘আন্দোলন অবশ্যই করুন। কিন্তু দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না। এমন হিংসাত্মক আন্দোলন করলে যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে সেই রাজনৈতিক দলই সুবিধা পাবে।’
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের পশ্চিমবঙ্গের সভাপতি ফজলুর রহমান বলেছেন, ‘কারও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করুন। না হলে আন্দোলনের গতি নষ্ট হবে।’
জামায়াতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি মাওলানা আবদুর রফিক বলেছেন, ‘এই আইনের বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে হবে। দীর্ঘমেয়াদে আন্দোলনে সহিংসতার আশ্রয় নিলে কখনও ভালো ফল আসতে পারে না।’
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া বলেছেন, ‘বিজেপি সরকারের ধর্মীয় বিভাজনের নতুন আইনের বিরোধিতা করে মানুষ রাস্তায় নেমেছেন। কিন্তু আন্দোলন করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা আন্দোলনের গতি বদলে দেবে। আমাদের সতর্ক থাকতে হবে।’
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য কমিটির সদস্য মাওলানা নিজামুদ্দিম কাশেমি বলেন, ‘নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছেন, তারা ঠিক করছেন না। আমাদের দল এই ধরনের আন্দোলনের অনুমতি দেয়নি। আইন নিজের হাতে তুলে নিয়ে আন্দোলন করবেন না কেউ।’
কলকাতার প্রবীণ অধ্যাপক ওসমান গনির পর্যবেক্ষণ, ‘ভারতীয় মুসলিমদের এই করুণ পরিণতি দেখে আমার ঘুম নষ্ট হয়েছে। মানুষ অনেক কষ্টে, যন্ত্রণায় নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। কিন্তু আন্দোলনকারীদের প্রতি আবেদন, শান্তির সঙ্গে গঠনমূলক আন্দোলনের পথ বেছে নিন। আন্দোলনের গতি নষ্ট হলে আন্দোলনকারীদেরই ক্ষতি হবে।’ আনন্দাবাজার।
- অভিনেতা সিদ্দিককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করল ছাত্রদল
- যাদের ওপর কোরবানি ওয়াজিব, জানুন ইসলামী বিধান অনুযায়ী
- নুসরাত-অপু-নিপুণ-জায়েদ—হত্যাচেষ্টা মামলায় যুক্ত ১৭ শোবিজ তারকা
- চিকিৎসা শেষে দেশে আসছেন খালেদা জিয়া, রাজনীতি নিয়ে জল্পনা তুঙ্গে
- সৌদি থেকে নিঃস্ব হয়ে ফিরেছেন শতাধিক প্রবাসী
- ৮ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা
- সহজ শর্তে সর্বোচ্চ যত টাকা ঋণ পাওয়ার সুযোগ প্রবাসীদের
- মিরাজের ব্যাটে জ্বলছে টাইগাররা, লিড ১২৬
- পাকিস্তানের এক সিদ্ধান্তেই চরম ক্ষতির মুখে ভারত
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- বেড়েছে আজকের সিঙ্গাপুরের ডলার রেট
- ৯ দাবিতে কোরিয়ান ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন, বোয়েসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা