| ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বিতর্ক শাকিব খান

বিনোদন ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ অক্টোবর ২৮ ২০:০৮:২৬
নতুন বিতর্ক শাকিব খান

তবে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যেমে প্রকাশ করা হচ্ছে ‘একজন সুপারস্টারের পারিশ্রমিক ১০ লাখ’, এমন কি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিতর্ক তৈরি করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

সাংবাদিকদের খসরু বলেন, গুলজার ভাইতো কথার কথা বলেছেন যে একজন শিল্পীর সর্বোচ্চ পারিশ্রমিক হতে পারে ১০ লাখ। সুপারস্টারের মানে শাকিব খানের পারিশ্রমিক তিনি বলেননি। সেখানে শাকিব খানের নামও আসেনি। আসলে আমাদের নীতিমালাকে বিতর্কিত করার জন্যই এমন খবর প্রকাশ করছে কেউ। তা ছাড়া শিল্পীদের পারিশ্রমিক কত সেই বিষয়ে আমাদের নীতিমালায় কিছু বলা হয়নি।

খোরশেদ আলম খসরু আরো বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আমাদের বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতৃত্ব ছিল না। যে কারণে চলচ্চিত্র আজ ধংসের পথে। চলচ্চিত্রকে আবারও সচল করতে আমরা সবাইকে নিয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। আশা করি বিভ্রান্তি না ছড়িয়ে সবাই আমাদের পাশে দাঁড়াবেন।’

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতা কামাল মো. কিবরিয়াকে আহ্বায়ক করে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি কমিটি করা হয়। কমিটির নাম রাখা হয় ‘চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটি’। গত ২১ অক্টোবর এ কমিটি সংবাদ সম্মেলন করে নীতিমালাসমূহ উপস্থাপন করে। সেখানে খোরশেদ আলম খসরু শিল্পীদের হুঁশিয়ার করে বলেন,‘এখন থেকে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গত ২১ অক্টোবর সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক কামাল মো. কিবরিয়া লিপু বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মাসের ১ তারিখ থেকে চলচ্চিত্রের শুটিং হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মাঝখানে এক ঘণ্টা নামাজ ও খাবারের বিরতি। কোনো শিল্পী যদি সময়মতো শুটিংয়ে না আসেন, তবে তাঁকে সেদিনকার শুটিংয়ের ক্ষতিপূরণ দিতে হবে। সকাল ৮টায় শুটিংয়ে উপস্থিত থাকতে হবে শিল্পী ও কলাকুশলীদের।’

লিপু আরো বলেন, ‘এককালীন টাকা নিতে পারবেন না শিল্পীরা। প্রথমে সাইনিং ২৫ শতাংশ। তারপর কাজের অগ্রগতি অনুযায়ী বাকি টাকা পাবেন। পোশাকের জন্য কোনো টাকা পাবেন না শিল্পী। গল্পের চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করবেন প্রযোজক। শিল্পীর পছন্দ হলে কাজের পর টাকার বিনিময়ে তিনি তা নিয়ে নিতে পারবেন।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু সংবাদ সম্মেলনে আক্ষেপ করে বলেছিলেন, দেশে এমন শিল্পীও আছেন, যাঁরা সকাল ১০টায় কল টাইম থাকলেও সেটে যান তিন দিন পর। ওই তিন দিন যে তিনি যাবেন না, সেটিও কাউকে জানানোর প্রয়োজন মনে করেন না।

দীর্ঘ সময় ধরে ঢাকাই চলচ্চিত্র নির্মাণে যে অনিয়ম আর অপচয় হয়ে আসছে, দিন দিন তা বেড়েই চলেছে। এর ফলে চলচ্চিত্রের এই মন্দা অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। সেসব অনিয়ম ও অপচয় রোধে এবার সোচ্চার হয়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

খোরশেদ আলম খসরু আরো বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি আমি, আমার কাজ হচ্ছে প্রযোজক-পরিবেশকদের স্বার্থ রক্ষা করা। চলচ্চিত্র নির্মাণ বা প্রদর্শন পুরো কাজটিই আসলে প্রযোজকের টাকা দিয়ে করা হয়। কেউ এক ঘণ্টা দেরি করে শুটিংয়ে এলে বা ছবিটি মুক্তি পাওয়ার সময় হল থেকে টাকা না পেলে সমস্যা আমাদের। এমনও শুনেছি, কলকাতায় শুটিংয়ের সময় আমাদের দেশের এক নায়ক এক ঘণ্টা দেরি করে গিয়েছিলেন। পরিচালক সেদিন তাঁকে নিয়ে শুটিং করেননি। এর পরেরে দিন নায়ক নাকি ৬টা থেকে সেটে গিয়েছিলেন। এটা সম্ভব হয়েছে নীতিমালার কারণে।’

ক্রিকেট

চেন্নাইয়ের হারে মুস্তাফিজকে নিয়ে যা বললেন সুজন

চেন্নাইয়ের হারে মুস্তাফিজকে নিয়ে যা বললেন সুজন

শেষ ওভারে জিততে লখনউ সুপার জায়ান্টদের দরকার ছিল ১৭ রান। এমন সমীকরণের মুখোমুখি হয়ে মুস্তাফিজুর ...

তামিম ইকবাল বিশ্বকাপ খেলবেন কিনা কেবল একজন ব্যক্তি সেই সিদ্ধান্ত নিতে পারেন

তামিম ইকবাল বিশ্বকাপ খেলবেন কিনা কেবল একজন ব্যক্তি সেই সিদ্ধান্ত নিতে পারেন

তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেটে বড় একটি স্থম্ভের নাম। তিনি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন ...

ফুটবল

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...

ব্রেকিং নিউজ ; বাংলাদেশে আসছেন মেসি

ব্রেকিং নিউজ ; বাংলাদেশে আসছেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বিশ্বকাপজয়ী ফুটবলারের বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের যুব ও ...



রে