শেষ হয়ে গেলো রোহিঙ্গা তরুণীর উচ্চ শিক্ষার স্বপ্ন
সূত্রের তথ্য, ইন্টারনেটে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থায় প্রচারিত দেড় মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী ওরফে খুশির উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে একটি এনজিওর কর্মী হিসেবে তার স্বদেশী রোহিঙ্গাদের সাক্ষাতকার নিচ্ছে। ভিডিওটিতে উল্লেখ করা হয়, ১৯৯২ সালে রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী খুশির পরিবার একইভাবে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল বাংলাদেশে।
সেখানে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের সন্তানরা বৈধভাবে বাংলাদেশের কোন স্কুলে পড়তে পারে না। তাই রোহিঙ্গা পরিচয় লুকিয়ে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুলে ভর্তি হয়েছিল রোহিঙ্গা মেয়ে খুশি।
সূত্রে প্রকাশ, রোহিঙ্গা নারী খুশি কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স পড়ছেন তিনি। এই রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী খুশি, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সংগঠন বন্ধুসভার জেলা কমিটির অর্থ সম্পাদক। এছাড়াও উইমেন লার্নিং সেন্টার, মার্কিন ফাউন্ডেশন কক্সবাজার সরকারী কলেজের স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
সম্প্রতি বার্তা সংস্থা ডয়চে ভেলে খুশির দেড় মিনিটের ভিডিওটি ইন্টারনেটে প্রচার করলে তার রোহিঙ্গা পরিচয় ফাঁস হয়ে যায়। তার সহপাঠীরাও রীতিমতো বিস্মিত খুশি একজন রোহিঙ্গা এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। স্থানীয় রোহিঙ্গা হয়েও খুশির মা মিনারা বেগমসহ তার পরিবারের সবাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কক্সবাজার শহরে বসবাস করছে। তারা রোহিঙ্গা ক্যাম্পেও আশ্রিত রোহিঙ্গা হিসেবে ত্রাণ সুবিধা ভোগ করছে বলে জানা গেছে।
ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করলে তাদের অবস্থাদি দেখে আশ্রিত রোহিঙ্গারাও প্রত্যাবাসন না হয়ে এদেশে থেকে যাবার বিভিন্ন পরিকল্পনা করে থাকে বলে জানা গেছে। তারা শহরে আসলে বাংলাদেশী পোশাক তথা শাড়ি ও সালোয়ার কামিজ আর ক্যাম্পে গেলে থামিসহ ওপারের (বার্মা) পোশাক পরিধান করে থাকে রোহিঙ্গা নারী মিনারা ও তার পরিবারের সদস্যরা।
ফেসবুকে সুজন নামে একজন লিখেছেন, আমি আজ জানতে পেরেছি যে খুশি একজন রোহিঙ্গা। এতদিন জানতাম না বিষয়টি। তাহমিদুল লিখেছেন, ও মাই গড! এই মেয়েটা রোহিঙ্গা! সে বিবিসি মিডিয়া নামে একটা এনজিওতে চাকরি করে সম্ভবত। কয়দিন আগে ছিনতাইকারী পিটিয়ে পেপারে হেডলাইন হয়েছিল। আরিফ শিকদার বাপ্পী লিখেছেন, তথ্যবহুল আলোচিত এটি, আশা করি এর গুণে প্রশংশিত না হয়ে এখনি প্রতিবাদ করা প্রয়োজন। কক্সবাজারসহ দেশের সকল প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্যে লিপ্ত না হয়ে দেশের স্বার্থে কঠোর হওয়া দরকার।
অভিযোগ রয়েছে, কক্সবাজার ছাড়াও চট্টগ্রামের হালি শহরে শত শত রোহিঙ্গা নিজেদের বাংলাদেশী দাবি করে বসবাস করে যাচ্ছে। এ ধরনের রোহিঙ্গা এক নারীর ভুয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সুরক্ষিত সার্ভারে থাকার ঘটনা তদন্ত করতে গিয়ে গঠিত তদন্ত কমিটি আরও ৪৬টি ভুয়া এনআইডির তথ্য ইসির সার্ভারে পেয়েছে বলে জানা গেছে।
- এবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় সর্বোচ্চ যতটি স্মার্টফোন আনতে পারবেন প্রবাসীরা
- ভারতের সঙ্গে উত্তেজনা : পাকিস্তানকে যে ঘোষণা দিলো চীন
- পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ , ৫৪ জনের মৃত্যু
- ভারতের জন্য নতুন দু:সংবাদ : বাংলাদেশে চালু হচ্ছে আরও ৭টি
- কয়েক মিনিটের কালবৈশাখীতে লন্ডভন্ড পুরো জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে
- বড় সুখবর দেশি পেঁয়াজের দাম নিয়ে
- পিএসএলে দুঃসংবাদ নেমে এলো রিশাদের জীবনে, একি বললেন শাহীন শাহ আফ্রিদি
- ভারতীয় বিমানবাহিনীর হাস্যকর কান্ড, নিজেরাই ধংস করলো নিজের এলাকা
- মেয়েদের ইচ্ছা সপ্তাহের কোন দিনে সবচেয়ে তীব্র হয়, জেনে নিন চমকপ্রদ তথ্য
- পাসপোর্ট ইস্যুতে আসছে বড় পরিবর্তন, মিলবে সুখবর
- ভারতের ঘুম হারাম করে ছাড়লো ড. ইউনূস
- চলন্ত প্রাইভেটকার থেকে নারীর ভ্যানিটিব্যাগে টান, অতঃপর যা ঘটলো
- ৩ দিন বৃষ্টি হতে পারে যে ৬ বিভাগে
- শোকের ছায়া : মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস