স্ত্রী শেলীকে নিয়ে পূরণ হয়নি মান্নার শেষ ইচ্ছা
চিত্রনায়িকা চম্পা তার একাল-সেকাল নিয়ে কথা বলেন বিডি২৪লাইভ’র স্টাফ করেসপন্ডেন্ট আরেফিন সোহাগের সাথে। দীর্ঘ আলোচনায় জানিয়েছেন তার জীবনের নানান গল্প।
চম্পার পারিবারিক জীবন নিয়ে বিডি২৪লাইভকে বলেন, ‘বর্তমানে আমি পরিবার নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। পরিবারের বাইরে কিছু ভাবছি না। এক সময় পর্দায় সময় দিয়েছি, আর সেই কারণে পরিবারকে সময় দিতে পারিনি। এখন হাতে কাজ কম থাকায় ওই দূরত্বটাকে মানিয়ে নিচ্ছি। বলতে পারেন এখন আমার সময় শুধু মাত্র পরিবারের জন্য। পরিবারকে সময় দিতে পেরে খুব ভালো লাগে। আমার দুইটা নাতি রয়েছে আপনারা জানেন, আর তাদের নিয়ে খেলতে আড্ডা দিতে সময় চলে যায়।’
তিনি বলেন, ‘অভিনয় দিয়ে নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করেছি। শিল্পীর শেষ বলে কিছু নেই। শিল্পীর কোন বয়স নেই। আমি চলচ্চিত্রের সাথে রয়েছি এবং থাকবো। তবে এখন আর সেই সিনেমা তৈরি হয় না। বছর শেষে একটা দুইটা সিনেমার কাজ করছি।’
নিজের শখ এবং ভালোবাসা সর্ম্পকে চম্পা বলেন, ‘রান্না করাটা আমার কাছে খুভ লোভনীয়। রান্না করে কৃতিত্ব নিতে খুব ভালো লাগে। আমার রান্নার প্রসংশা করলে খুব খুশি লাগে। অন্যদিকে আমি আমার পোষাক নিজেই ডিজাইন করি। আর এই ডিজাইন দেখে যদি কেউ বাহবা দেয় সেটাও খুব ভালো লাগে। আমার ফুলের বাগানের প্রতি খুব লোভ। আমি অবসয় সময় যতটুকু পাই সেটা ওই বাগানের জন্য রাখি।’
নিজের ছোট বেলা নিয়ে তিনি বলেন, ‘আমি চোখ বন্ধ করলেই ছোট বেলা দেখতে পাই। দাদা-দাদীর কোলে বসে গল্প শোনা। বড়দের হাত ধরে ঘুরে বেড়ানো। হৈ-চৈ করে খেলা করা। এই সময়ে এসে খুব মিস করি। সেই দিন গুলো কতই না মধুর ছিল।’
সিনেমা জগতের স্মৃতি নিয়ে চম্পা বলেন, ‘বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফরইকবাল। দূর থেকে দেখলেই মনে হতো একটা হিরো হেঁটে আসছে। যা বর্তমান কোন হিরোর মধ্যে পাওয়া যায় না। অন্যদিকে মান্নার সাথে তো আমার অনেক স্মৃতি রয়েছে। মান্না-চম্পা মানেই দর্শকের চোখে অন্য রকম এক আমেজ ছিল।’
মান্না সর্ম্পকে চম্পা বলেন, মান্নার সাথে পর্দার সময়টা খুবই মনে পড়ে। মান্নাকে আমি খুব মিস করি। মান্না শুধু একজন হিরো ছিল না। সে খুব হেল্পফুল একটা মানুষ ছিল। মান্নার মধ্যে দেখিছি অভিনয়ের প্রতি ভালোবাসা। তিনি শুধু একজন হিরো ছিলেন না, একজন আদর্শ বাবাও ছিলেন। তার ছেলের প্রতি তার দায়িত্ব দেখেছি আমি খুব কাছ থেকে। আর পর্দায় মান্নার থেকে যতটুকু পেয়েছি তার থেকে বেশিই ওকে আমি দিয়েছি। মান্না একটু সেলফিস ছিল, কাজের বাইরে কিছু বুঝতো না। কাজ শেষ তাকে আর খুঁজে পাওয়া যেতো না।
মান্নার সাথে শেষ দেখাতেয় মান্না আমাকে বলেছিল, ‘ম্যাডাম অনেক দিন আপনার সাথে কাজ হয় না। এবার আপনাকে সামনে রেখে কাজ করবো। মান্নার একটা ইচ্ছাও সেইদিন আমাকে বলেছিল, সেটা হচ্ছে, মান্নার স্ত্রী শেলী ও আমাকে নিয়ে একটা সিনেমা করবে। এটাই ছিল আমাকে নিয়ে মান্নার শেষ ইচ্ছা। কিন্তু দুঃখের বিষয় ইচ্ছাটা পূরণ করতে পারেনি। অকালে আমাদের ছেড়ে চলে গেলেন মান্না। সত্যি আমি মান্নাকে মনে করি।
- ভারতের সঙ্গে উত্তেজনা : পাকিস্তানকে যে ঘোষণা দিলো চীন
- পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ , ৫৪ জনের মৃত্যু
- আজ হঠাৎ পাল্টে গেলো ডিমের দাম
- ভারতের জন্য নতুন দু:সংবাদ : বাংলাদেশে চালু হচ্ছে আরও ৭টি
- ব্যাপক হারে কমলো ব্রয়লার ও সোনালি মুরগির দাম
- কয়েক মিনিটের কালবৈশাখীতে লন্ডভন্ড পুরো জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে
- বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন
- প্রবাসীদের ভিসার জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও
- বড় সুখবর দেশি পেঁয়াজের দাম নিয়ে
- ভারতীয় বিমানবাহিনীর হাস্যকর কান্ড, নিজেরাই ধংস করলো নিজের এলাকা
- মেয়েদের ইচ্ছা সপ্তাহের কোন দিনে সবচেয়ে তীব্র হয়, জেনে নিন চমকপ্রদ তথ্য
- এবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় সর্বোচ্চ যতটি স্মার্টফোন আনতে পারবেন প্রবাসীরা
- তবে কী ৫ লাখ ছাড়াবে স্বর্ণের দাম, যে ভবিষ্যদ্বাণী
- পাসপোর্ট ইস্যুতে আসছে বড় পরিবর্তন, মিলবে সুখবর
- ভারতের ঘুম হারাম করে ছাড়লো ড. ইউনূস