| ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ নভেম্বর ১৪ ২১:৩৮:৩৩
গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

এ সময় নৌকা মার্কা প্রত্যাশী নেতারা বলেন, দলীয় প্রধানের নির্দেশনার বাইরে যাবেন না তারা। পরে ধানমন্ডিতে ওবায়দুল কাদের জানান, কেন্দ্রের নির্দেশনা না মানলে আজীবন বহিষ্কার করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে ৩০০ আসনে এবার মনোনয়ন ফরম তুলেছেন দেশের চার হাজারেরও বেশি নেতা।

বুধবার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী নেতারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার কথা থাকলেও জনসমাগম বেড়ে যাওয়ায়, শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নেতাকর্মীরা ভিড় করেন গণভবনে।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাক্ষাৎ পর্ব হয় গণভবনে। সেখানে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, প্রার্থী যেই হোক না কেনো বঙ্গবন্ধু কন্যার নির্দেশের বাইরে যাবেন না তারা।

মনোনয়ন প্রত্যাশীরা বলেন, ‘আমরা জননেত্রী শেখ হাসিনাকে কথা দিয়ে এসেছি, যাকেই নৌকা প্রতীক দেওয়া হোক আমরা তার পক্ষেই কাজ করব। নৌকার জয় আনবো। আজ এটাই নেত্রীর কাছে ছিল আমাদের শপথ।’

তরুণ মনোনয়ন প্রত্যাশীরা বলেন, ‘নেত্রীকে আবার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। জননেত্রীর ভিশন আমরা সফল করব।’

'অনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ আর হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা তার বাকি কাজ সমাপ্ত করার জন্যে আমাদের সকলের সহযোগিতা চেয়েছেন।’

এদিকে গণভবনের আনুষ্ঠানিকতা শেষে ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ধানমন্ডিতে স্থান সংকুলান হয় নি তাই- আয়োজন হয়েছে গণভবনে।

ওবায়দুল কাদের বলেন, 'কেন্দ্রের নির্দেশনা না মেনে ভোটের মাঠে কেউ বিরোধিতা করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে তাদের।'

তিনি বলেন, '৪ হাজার মনোনয়ন প্রার্থীর এখানে জায়গা দেয়া সম্ভব না। এজন্য আমরা তাদেরকে গণভবনে স্থানান্তর করেছি। নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উপজেলার চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান তারা একাদশ নির্বাচনে মনোনয়ন চাইবে না। আমরা তাদেরকে দেব না।’

এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ শরিক দলগুলোর জন্য ৭০ টির বেশি আসন ছাড়বে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ৬৫-৭০টির বেশি আসন ছাড়বো না।’

ক্রিকেট

বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন

বিসিবির ২৫০ কোটি টাকার গোপন চাল! কোথায় গেল এত টাকা, জানলে চমকে যাবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি নিজেদের আর্থিক নিরাপত্তা ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের একটি ...

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড রংপুর

রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, ও পীরগাছা ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে