পুরুষ্কার পাওয়ার খবরই খেলোয়ারকে জানালো না বাফুফে

এমনকি এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বীকৃতির বিষয়টি তাঁকে জানানোর প্রয়োজন বোধও করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিন ম্যাচ খেলে টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র গোলদাতাকে খবরটি শুনতে হয়েছে বড় ভাইয়ের মুখ থেকে। স্বাভাবিকভাবে এতে কষ্ট পেয়েছেন উদীয়মান এই ফুটবলার।
গতকাল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক যখন সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বিপলুর নাম ঘোষণা করেন, বিপলু তখন সিলেটে। কারণ সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন সেটা তো জানেনই না। ভাইয়ের মুখ থেকে জেনেছেন পরে।
একে তো বড় স্বীকৃতির কথা জানতে পারেননি সময়মতো, সে সঙ্গে যোগ হয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে না পারার কষ্ট, ‘আমার ভাই টিভিতে আমার নাম শুনে বলেছে, তুই পুরস্কার নিতে যাসনি কেন। কিন্তু নিজেই জানি না সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছি আমি। আমাকে ফেডারেশন থেকে জানানো উচিত ছিল। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ হাতছাড়া হলো। এই সুযোগ তো বারবার আসে না।’
প্রধানমন্ত্রীর হাত থেকে বিপলুর পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম। অথচ আজও তাঁকে জানানো হয়নি স্বীকৃতির কথা। বিপলুর কষ্টটা তাই বেড়েছে আরও, ‘গতকাল জানানো হয়নি পুরস্কার নিতে আসার কথা। এখন পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি পুরস্কার পেয়েছি।’ বিস্ময় জাগতেই পারে বিপলুর কথা শুনে।
সিলেটের মাঠে লাওসকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। ম্যাচে জয়সূচক গোলটি ছাড়াও দুর্দান্ত খেলেছিলেন সিলেটের ছেলে। এ ছাড়া গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ও সেমিফাইনালে ফিলিস্তিনির বিপক্ষে বাংলাদেশ হারলেও দুর্দান্ত খেলেছিলেন ২০ বছর বয়সী এই উইঙ্গার। যা তাঁকে সেরা উদীয়মানের স্বীকৃতি এনে দিয়েছে। কিন্তু পরিশ্রমের পুরস্কারটা হাতে নিতে না পারার কষ্টটা তাঁকে পোড়াচ্ছে।
শেষ সময়ে নিশ্চিত হওয়ায় বিপলুকে ঢাকা আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘ফাইনাল খেলা শেষে বিষয়টি নিশ্চিত হওয়ায় বিপলুকে সিলেট থেকে ঢাকা আনা সম্ভব হয়নি। কিন্তু তাঁকে ফেডারেশন থেকে জানানো হয়েছে।’ তবে বিপলুর ভাষ্য মতে, তাঁর সঙ্গে পুরস্কার পাওয়ার ব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রকার যোগাযোগই করা হয়নি।-প্রথমআলো।
- এবার বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় সর্বোচ্চ যতটি স্মার্টফোন আনতে পারবেন প্রবাসীরা
- ভারতের সঙ্গে উত্তেজনা : পাকিস্তানকে যে ঘোষণা দিলো চীন
- পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ , ৫৪ জনের মৃত্যু
- ভারতের জন্য নতুন দু:সংবাদ : বাংলাদেশে চালু হচ্ছে আরও ৭টি
- কয়েক মিনিটের কালবৈশাখীতে লন্ডভন্ড পুরো জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে
- বড় সুখবর দেশি পেঁয়াজের দাম নিয়ে
- পিএসএলে দুঃসংবাদ নেমে এলো রিশাদের জীবনে, একি বললেন শাহীন শাহ আফ্রিদি
- ভারতীয় বিমানবাহিনীর হাস্যকর কান্ড, নিজেরাই ধংস করলো নিজের এলাকা
- মেয়েদের ইচ্ছা সপ্তাহের কোন দিনে সবচেয়ে তীব্র হয়, জেনে নিন চমকপ্রদ তথ্য
- পাসপোর্ট ইস্যুতে আসছে বড় পরিবর্তন, মিলবে সুখবর
- ভারতের ঘুম হারাম করে ছাড়লো ড. ইউনূস
- চলন্ত প্রাইভেটকার থেকে নারীর ভ্যানিটিব্যাগে টান, অতঃপর যা ঘটলো
- ৩ দিন বৃষ্টি হতে পারে যে ৬ বিভাগে
- শোকের ছায়া : মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস