ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই দুর্দান্ত ইনিংসের পর প্রশংসায় ভাসছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স থেকে শুরু করে সতীর্থরা পর্যন্ত ব্রেভিসকে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা আখ্যা দিয়েছেন।
ডি ভিলিয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “আইপিএল নিলামে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নেয়ার জন্য অসাধারণ সুযোগ ছিল। সবাই হাতছাড়া করেছে। সিএসকে হয়তো ভাগ্যবান বা তারা ইতিহাসের সেরা মাস্টারস্ট্রোক দিয়েছে। ছেলেটি খেলতে জানে।”
দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসিও এই ইনিংসকে অবিশ্বাস্য আখ্যা দিয়ে বলেছেন, “ও মেশিনের মতো খেলছে। এই ধরণের ব্যাটিংয়ে কখনও সফলতা আসবে, কখনও ব্যর্থতা—কিন্তু আমাদের সবসময় তাকে সমর্থন দিতে হবে।”
ইতিহাস গড়া ইনিংসব্রেভিস তার নবম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই ১০০ রান পূর্ণ করেছেন মাত্র ৪১ বলে—যা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম শতক। এই তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড মিলার (৩৫ বলে শতক বনাম বাংলাদেশ, ২০১৭)।
দক্ষিণ আফ্রিকার দ্রুততম টি-টোয়েন্টি শতক:
ডেভিড মিলার – ৩৫ বলে বনাম বাংলাদেশ (২০১৭)
ডেওয়াল্ড ব্রেভিস – ৪১ বলে বনাম অস্ট্রেলিয়া (২০২৫)
কুইন্টন ডি কক – ৪৩ বলে বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২৩)
এই ইনিংসে ব্রেভিস ভেঙেছেন হাশিম আমলার অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। পাশাপাশি, তিনি হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান যিনি এক ইনিংসে ৫টির বেশি ছক্কা হাঁকিয়েছেন।
ইনিংসের ঝলকচারে নেমে ব্রেভিস প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছেন। মাত্র তৃতীয় বলেই বাউন্ডারি, সপ্তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে প্রথম ছক্কা। এরপর সেই ওভারেই ৫ বলে ২৩ রান নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা—যা ছিল পাওয়ার হিটিংয়ের এক নিখুঁত প্রদর্শনী।
এই দুর্দান্ত পারফরম্যান্সে তিনি শুধু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন অধ্যায়ই লিখলেন না, বরং আইপিএলে সিএসকের হয়ে নিজের নামও উজ্জ্বল করে তুললেন। নিলামে অবিক্রীত থাকা ব্রেভিস সিএসকে-তে রিপ্লেসমেন্ট হিসেবে সুযোগ পান এবং ৬ ম্যাচে ২২৫ রান করে এবারের মৌসুমে দলের অন্যতম উজ্জ্বল পারফর্মার হয়ে উঠেন।
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- নেদারল্যান্ডের বিপক্ষে টি–20 সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
- প্রবাসীদের ১২ দফা দাবি: দেখেনিন দাবি গুলো কি কি
- ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় টাইগাররা,দেখেনিন তালিকা
- ওমানে ৩ বছরের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ভারত,কে হারালো সৌদি আরব
- ব্যালন ডি'অর নিয়ে মুখ খুললেন লাপোর্তা, জানালেন আসল মূল্য
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ব্যালন ডি'অর নিয়ে মুখ খুললেন লাপোর্তা, জানালেন আসল মূল্য
- শরীরের শক্তি বাড়াতে নিয়মিত খান এসব সুস্বাস্থ্যকর খাবার
- দীর্ঘদিন বন্ধ আমিরাতের শ্রম ভিসা, অনিশ্চয়তায় লাখো বাংলাদেশি প্রবাসী
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ