
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
প্রবাসীরা সাবধান : মাত্র এক ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭১ অভিবাসী

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে অভিবাসী ধরতে চালানো বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। অভিযানে অংশ নেয় ১৬০ জন অভিজ্ঞ কর্মকর্তা।
কারা কারা আটক হয়েছেন?বাসরি জানান, অভিযানে মোট ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ২৫৪ জন স্থানীয় এবং বাকিরা অভিবাসী। আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
আটক হওয়ার কারণ কী?আটকদের মধ্যে কেউ কেউ ছিলেন অবৈধ অভিবাসী, কারো ভিসার মেয়াদ উত্তীর্ণ, আবার কেউ পরিচয়পত্র ছাড়াই অবস্থান করছিলেন। অনেকে আবার দোকানে ক্রেতা সেজে পালানোর চেষ্টাও করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
সবাইকে এখন সেলাঙ্গরের বারানাং এলাকার অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও অভিযানএর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই এলাকায় বড় আকারে অভিযান চালানো হয়েছিল। আর ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। সেই অভিযানে অংশ নিয়েছিল মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা একেপিএস।
বিশেষ নজরে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' ফ্লাইটমালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা জানায়, বিমানবন্দরে চালানো ৭ ঘণ্টার অভিযানে বিশেষ নজর দেওয়া হয় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইট’-এর যাত্রীদের ওপর। সেই অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর পরিচয়পত্র ও ভ্রমণ নথিপত্র যাচাই করা হয়।
FAQs:
১. কোথায় অভিযান চালানো হয়?মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায়।
২. কতজনকে আটক করা হয়েছে?বাংলাদেশিসহ মোট ১৭১ জন অভিবাসী।
৩. কেন তাদের আটক করা হয়েছে?ভিসার মেয়াদ শেষ, বৈধ কাগজপত্র না থাকা এবং পরিচয়পত্র ছাড়া অবস্থানের কারণে।
৪. কোথায় নেওয়া হয়েছে আটক ব্যক্তিদের?সেলাঙ্গোরের বারানাং ইমিগ্রেশন ডিপোতে।
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- ওয়ানডে ক্রিকেট র্যাংকিংয়ে নতুন চমক
- শাহজালাল বিমানবন্দরে ঘটে গেলো চাঞ্চল্যকর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
- চিরপ্রতিদ্বন্দ্বী দলেই পাড়ি দিচ্ছেন নেইমার
- সবুজ, লাল না কালো আঙুর, কোনটিতে বেশি উপকার, জানলে আপনি অবাক হবেন
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- হারাম থেকে বাঁচতে কি পালিয়ে বিয়ে করা যাবে, যা বলছে ইসলাম
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স: বাঁচা-মরার ম্যাচ আজ, সরাসরি দেখবেন যেভাবে
- ওমানি রিয়ালের আজকের রেট (৩০ জুলাই ২০২৫)
- হঠাৎ বাংলাদেশকে নিয়ে যা বললেন হামজা চৌধুরী
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৯ জুলাই ২০২৫)