| ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সৌদি যাওয়ার পথে গুরুতর হয়ে দুবাই হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

জাতীয় ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৫ জানুয়ারি ৩১ ১১:০২:৫৪
সৌদি যাওয়ার পথে গুরুতর হয়ে দুবাই হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে অসুস্থ হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থতা ও হাসপাতালে ভর্তিবিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে রওনা হন বাবর। তার সঙ্গে ছিলেন স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে লাবিব। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিমানটি দুবাই বিমানবন্দরে পৌঁছানোর আগেই বাবর বুকে ব্যথা অনুভব করেন। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দুবাই হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার চিকিৎসা চলমান। বাবরের স্ত্রী ও দুই মেয়ে ইতিমধ্যে সৌদি আরব পৌঁছেছেন। তবে ছেলে লাবিব বাবরের সঙ্গেই রয়েছেন। জাকির হোসেন জানান, বাবর সুস্থ হলে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করবেন। এরপর সপরিবারে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

কারামুক্তি ও পূর্বের অসুস্থতাদীর্ঘ ১৭ বছরের কারাবাসের পর গত ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি খালাস পান।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে ১০ ট্রাক অবৈধ অস্ত্রের চালান জব্দ করা হয়। এ ঘটনায় করা দুটি মামলায় ২০০৭ সালে গ্রেফতার হন বাবর। দীর্ঘ শুনানি শেষে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে মামলাগুলোর আপিল শুনানিতে একে একে খালাস পান তিনি।

কারামুক্তির পর শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন বাবর। গত ১৯ জানুয়ারি কারাগার থেকে মুক্তির তিন দিন পরই তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনাদুবাইয়ে চিকিৎসা শেষে বাবর সৌদি আরবে ওমরাহ পালন করবেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর সপরিবারে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে। বাবরের এই অসুস্থতার খবরে বিএনপির নেতা-কর্মী ও তার শুভানুধ্যায়ীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো

মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার আবারও চোটের কবলে ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন

আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বে আবারও জমে উঠছে লড়াই। লাতিন আমেরিকার দুই পরিচিত দল আর্জেন্টিনা ও ...

Scroll to top

রে
Close button