| ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এইমাত্র পাওয়া : আ:লীগের আরও এক প্রভাবশালী সাবেক মন্ত্রী গ্রে ফ তা র

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জানুয়ারি ০৫ ১৭:৪০:৫১
এইমাত্র পাওয়া : আ:লীগের আরও এক প্রভাবশালী সাবেক মন্ত্রী গ্রে ফ তা র

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টায় বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করে বলেন, "যৌথ বাহিনী অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বা আটক করার সময় কি কি উদ্ধার হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।"

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। যদিও ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন, তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হলেও, তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৫ সালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেওয়া হয়।

সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত বেশ আলোচিত হয়।

তবে তাকে কেন আটক করা হয়েছে বা এর পেছনে কোনো বিশেষ রাজনৈতিক বা আইনি কারণ রয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। যৌথ বাহিনীর অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে সবাই।

এ ঘটনার মাধ্যমে সিরাজগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

ক্রিকেট

ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড

ভেঙ্গে গেল ১২৬ বছরের পুরোনো সেই রেকর্ড

১২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো ইংলিশ কাউন্টি ক্লাব সারে। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানডের ...

মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন

মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের আজ অভিষেক হচ্ছে। শ্রীলঙ্কার ...

ফুটবল

৭গোলে শেষ হলো ম্যানসিটি ও আল-হিলালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ

৭গোলে শেষ হলো ম্যানসিটি ও আল-হিলালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ

রাতের ম্যাচে ব্রাজিলীয় ক্লাবের কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। সকালের ...

শেষ আটে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল ও পিএসজি, দেখেনিন সূচি

শেষ আটে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল ও পিএসজি, দেখেনিন সূচি

নানা নাটকীয়তা ও অঘটনের মধ্য দিয়ে শেষ হলো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। এই পর্বে ...



রে