
MD: Maruf Hosen
Senior Reporter
শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ,পাল্টে গেলো অধিনায়ক, জেনেনিন সময়

নিজস্ব প্রতিবেদক : টেস্ট পর্ব শেষ, এবার রঙিন জার্সির যুদ্ধ। একদিকে টেস্টে হারের ক্ষত, অন্যদিকে নতুন নেতৃত্বে আশার আলো—সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। আগামীকাল (বুধবার, ২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
সন্ধ্যা ৩টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
মিরাজের নতুন মিশন, শান্তর ছায়া পেরিয়ে নেতৃত্বে উদীয়মানএই সিরিজ দিয়েই মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো স্থায়ীভাবে ওয়ানডে দলের অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন। সদ্য নেতৃত্ব হারানো নাজমুল হোসেন শান্ত এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন। ফলে চাপের মধ্যেই নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিচ্ছেন তরুণ মিরাজ।
পরিসংখ্যান বলছে, ইতিহাসে এগিয়ে শ্রীলঙ্কা—কিন্তু টাইগারদের সাম্প্রতিক রেকর্ড শক্তিশালীবাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১০টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে।
এর মধ্যে ৬টি জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ জিতেছে মাত্র ২টি, আর ২টি ড্র।
কিন্তু গত দুই সিরিজেই জিতেছে বাংলাদেশ, আর সর্বশেষ ৯ ম্যাচে ৫টি জিতেছে টাইগাররা।
বিশ্বকাপের টাইমড আউট কাণ্ড এখনো স্মরণে থাকলেও এবার ভেন্যু বদল, চ্যালেঞ্জটা শ্রীলঙ্কার হোমগ্রাউন্ডে।
ম্যাচ সূচি:
প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সকাল ৩টা (বাংলাদেশ সময়)
লাইভ: টি স্পোর্টস
প্রথম ওয়ানডে: ২ জুলাই
দ্বিতীয় ওয়ানডে: ৫ জুলাই
তৃতীয় ওয়ানডে: ৭ জুলাই
বাংলাদেশের স্কোয়াড:মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, নাঈম শেখ, শান্ত, হৃদয়, লিটন, জাকের, শামীম, রিশাদ, তানভীর, মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার স্কোয়াড:চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশাঙ্কা, আভিস্কা, মাদুশকা, কুশল মেন্ডিস, সামারাবিক্রমা, কামিন্দু, লিয়ানাগে, ওয়াল্লালাগে, হাসারাঙ্গা, থিকশানা, ভ্যান্ডারসে, মাদুশঙ্কা, আসিথা, এসান মালিঙ্গা।
অতীত ও বর্তমানের দ্বৈরথ: কারা এগিয়ে?বাংলাদেশ যদিও সাম্প্রতিক ওয়ানডেতে সফল, তবে কলম্বোতে শ্রীলঙ্কা বরাবরই ভয়ঙ্কর। মিরাজের নেতৃত্বে টাইগাররা কি পারবে সেই ভয়কে জয় করতে?
সিরিজের ফল শুধু র্যাঙ্কিং বা সম্মানের প্রশ্ন নয়—এটা হতে পারে টাইগারদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।
সিরিজ নিয়ে বিশ্লেষণ, লাইভ আপডেট, স্কোরবোর্ড ও ম্যাচ-পরবর্তী প্রতিবেদন পেতে চোখ রাখুন:
www.sportshour24.com
- দেশে আরেকটি বড় আন্দোলনের আভাস
- হঠাৎ পাল্টে গেলো ব্রয়লার মুরগির দাম
- শাহজালাল সহ তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে
- দারুণ সুখবর : নতুন ভিসা চালু করল আমিরাত
- গ্যাসের সমস্যা দূর করার সহজ উপায়: আপনার বাড়িতে
- সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ
- যে অপরাধে ওমানে দুই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার
- ম্যানচেস্টার সিটি বনাম আল-হিলাল: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- ছেলেদের জন্য স্কিন কেয়ার রুটিন: আত্মবিশ্বাস বাড়ানোর উপায়
- ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স: বাংলাদেশ থেকে ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে পারলো না ফায়ার সার্ভিস কর্মীরাও
- স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওমান প্রবাসীর একি কান্ড
- রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাসের ম্যাচটি বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে