| ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যে কারণে দ্রুততম হার্ডহিটার হয়েও বিশ্বকাপ দলে জায়গা হলো না

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৪ মে ০৭ ১১:৫৭:২৬
যে কারণে দ্রুততম হার্ডহিটার হয়েও বিশ্বকাপ দলে জায়গা হলো না

২০২৩-এ অক্টোবরে মাত্র ২৯ বলে শতক হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্ক। তিনি শুধু লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক নয় বরং ফ্রেজার আইপিএলেও এবার ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। তারপরও সুযোগ মেলেনি বিশ্বকাপ দলে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই ক্রিকেটার।

চলমান ‍আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ ম্যাচ খেলে তিনটিতেই ফিফটি তুলে নেন ফ্রেজার। এ ধরনের একজন হার্ডহিটার ব্যাটারকে কেন বিশ্বকাপে দলে নিল না অস্ট্রেলিয়া, তা নিয়ে হতবাক ক্রিকেট বিশ্ব। মূলত, আন্তর্জাতিক পর্যায়ে খেলার তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে দলে নেওয়া হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পান ২২ বছর বয়সী এই ব্যাটার। আজ মঙ্গলবার (৭ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে ফ্রেজারের বক্তব্য তুলে ধরে।

ঘরোয়া ক্রিকেট ও চলমান আইপিএলে ঝড়ো ব্যাটিং করে আলোচনায় আসা এই ক্রিকেটার বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্রসঙ্গে বলেন, ‘বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবিনি। আমার কাছে কখনও মনে হয়নি যে আমি এমন কিছু করেছি, যেটা আমাকে বিশ্বকাপ দলে সুযোগ পাইয়ে দিবে। আসলে আমি এখনও সেই জায়গায় নিজেকে নিতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিশ্বকাপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে।’

আইপিএলে খেললেও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি ফ্রেজারের। হুট করেই বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে এভাবে অভিষেক করিয়ে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, ভবিষ্যতে বড় তারকা হয়ে ওঠার সমস্ত গুনই তার মধ্যে রয়েছে।

ফুটবল

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

৩-১ গোলে শেষ হলো মেসি-সুয়ারেজদের খেলা

চলতি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির দুঃস্বপ্নের পরিণতি ঘটল বৃহস্পতিবার সকালে। দুই লেগ মিলিয়ে ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে