টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ নাও পেতে পারেন শামি

এখনও সম্পূর্ণ ফিটনেস ফিরে পাননি শামি। আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে মাঠে নামতে পারবেন। বাংলার জোরে বোলারের নজরে অবশ্য একটি ঘরোয়া প্রতিযোগিতা। এক দিনের বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ শামি। গোড়ালির চোট সম্পূর্ণ ঠিক না হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টেও খেলতে পারবেন না। তাঁর চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। বাংলার জোরে বোলার সরাসরি বলেছেন, কে না বিশ্বকাপ খেলতে চায়।
বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের দলে সুযোগ না পেলে তিনি ছেড়ে কথা বলবেন না। শামিকে মূলত টেস্ট ক্রিকেটের জন্য ভাবা হয়। খুব প্রয়োজন না হলে সাদা বলের ক্রিকেটে তাঁকে ব্যবহার করেন না রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। হার্দিক পাণ্ড্য চোট না পেলে হয়তো গত এক দিনের বিশ্বকাপে খেলাই হত না সর্বোচ্চ উইকেট শিকারির। সুযোগ পেয়ে সাদা বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করেছেন আরও এক বার। বিশ্বকাপে শামির পারফরম্যান্সের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞেরাও। তাঁর চোখ এখন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
চোটের জন্য যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ও খেলছেন না। অর্থাৎ শামির সামনে আর কোনও সাদা বলের আন্তর্জাতিক সূচি নেই। তা হলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন? আশাবাদী বাংলার জোরে বোলার। শামি বলেছেন, ‘‘এখনও অনেক সময় রয়েছে। বিশ্বকাপের আগে আইপিএল রয়েছে। যারা ভাল খেলবে, তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা উচিত।
ভারসাম্যকে গুরুত্ব দিয়ে দল নির্বাচন করা উচিত। তা ছাড়া, কে না বিশ্বকাপ খেলতে চায়!’’ আইপিএলকেই সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাইছেন তিনি। আইপিএলে গুজরাত টাইটান্স এ বারও ভাল ফল করবে বলে মনে করেন শামি। হার্দিক দল ছাড়ায় সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন। গত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি আস্থা রাখছেন নতুন অধিনায়ক শুভমন গিলের উপর।
শামি বলেছেন, ‘‘অধিনায়ক হলে বাড়তি দায়িত্ব নিতেই হবে। চাপ যেমন সামলাতে হবে তেমনই নিজের পারফরম্যান্সের দিকেও খেয়াল রাখতে হবে। এ বার গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চিত ভাবে ওর মাথায় চাপ থাকবে। তবে সবার উপরেই চাপ থাকে। এটাতে ক্রিকেটারেরা অভ্যস্ত। তাই ওর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওকে শুধু ক্রিকেটারদের সামলাতে হবে আর সবার সেরা পারফরম্যান্সটা বের করে আনতে হবে।’’
- আলোচিত মেয়ে বাবা কান্ড, শিফার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
- কমলো সয়াবিন তেলের দাম, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- কোন আইনে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, জানালেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- বঙ্গবন্ধুর লালিত দল নিয়ে হুঁশিয়ারি, যুদ্ধ নিয়েও আশঙ্কা: কাদের সিদ্দিকী
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- ৬৯০ টাকার গ্যাস লুটপাট : স্ত্রীও অস্বীকার করলেন স্বামীকে
- আবারও শুরু হচ্ছে আইপিএল! একদিনে একাধিক ম্যাচ, আসছে নতুন নিয়ম
- আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১২ মে ২০২৫)
- খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, ১৫ জনের মৃত্যু
- হঠাৎ ধস নামলো স্বর্ণের দামে, কারণ জানলে চমকে উঠবেন
- পরপর ৬ উইকেট তুলে নিলো বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর
- কঠোর হুঁশিয়ারি দিলেন ডিআইজি রেজাউল,চালু হচ্ছে Talk to DIG অ্যাপ
- যে কারনে পিনাকি, ইলিয়াস ও কনকদের ভয় পাচ্ছে
- আফগানিস্তানে যে খেলা নিষিদ্ধ করল তালেবান