হাথুরুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সৌম্য

এর আগেও সৌম্য সরকার কেন জাতীয় দলে, তা নিয়ে ক্রিকেট মহলে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের ফেভারিট হওয়ায় তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, এ বিষয়টি ওপেন সিক্রেট। হাথুরুর সামনে এমন প্রসঙ্গ উঠলে তিনি যথাযথ জবাব দেননি। আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ইনিংস খেলার পর বিষয়টি নিয়ে কথা বলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
প্রায় ৫ বছর পর সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতকের পর নিজেকে প্রায় হারিয়ে খুঁজেছেন এই ওপেনিং ব্যাটার। সেই খরা আজ ঘুচলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে ১৬৯ রানের ম্যারাথন এক ইনিংস খেলেছেন সৌম্য।
এমন ইনিংস খেলার পর তার কাছে জানতে চাওয়া হয়— পুরোনো সৌম্য কি আবার ফিরে এসেছে কি না। একইসঙ্গে জানতে চাওয়া হয় কোচ হাথুরুর বিষয়ে। জবাবে সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘সৌম্য সৌম্যই ছিলাম। হয়তো সে (হাথুরু) আমাকে ভালো বুঝে, এজন্য ছোট একটা জিনিস বলেছে, যা আমার জন্য ক্লিক করেছে। আমরা কীভাবে দেখি সেটা বড় বিষয়। একটা মানুষ হেঁটে গেলেও তার মধ্যে অনেক নেগেটিভিটি পাবেন। আপনি যদি কেবল নেগেটিভিটি দেখতে চান নেগেটিভিটিই দেখবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়তো উনি পজেটিভ জিনিসটাই চিন্তা করে।’
খারাপ খেললে সমালোচনা হবে এটাও মানেন সৌম্য, ‘আমি তো খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। ভালো খেললে হয়তো ভালোটা নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ লিখবেন। এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা। এগুলো নিয়ে ভাবা হয়নি। ভাবলে হয়তো নিজের ওপর চাপ আসত। আমি কেবল নিজের খেলার ওপর বিশ্বাস রেখেছিলাম, আমার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার ওপর আস্থা ছিল।’
তবে সমালোচনা নিয়ে খারাপ লাগাও আছে সৌম্যের, বিষয়টি তিনি সামলেছেন নিজস্ব কৌশলে, ‘একটা সময় হয়তোবা (সমালোচনার খবর) দেখতাম। কিন্তু সত্যি বলতে, প্রায় এক বছর আমার ফোনে এ ধরনের কোনো সংবাদ আসেনি। আমার ফেসবুক বন্ধু বা অন্যরা ক্রিকেট নিয়ে কোনো কথা বললে আমি তার সঙ্গে থাকি না। যে ইতিবাচক কথা বলে, আমি তার সঙ্গেই থাকি এবং ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবি। ভালো-খারাপ দুটোই থাকবে। কিন্তু খারাপ করলে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারব না। ক্রিকেটের জন্যই এত দূর আসতে পেরেছি, ক্রিকেটের জন্যই এত পরিশ্রম করছি।’
- মিশা সওদাগরকে রাস্তায় মারধর, ভাইরাল ভিডিওর আসল রহস্য ফাঁস করলেন জায়েদ খান
- দাম কমলো জ্বালানি তেলের
- ১ বা ৩ কোটিতে নয় আকাশ ছোয়া মুল্যে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
- ৩ ম্যাচে খেলবেন মুস্তাফিজ, প্রতি ম্যাচের জন্য যত টাকা করে দিবে দিল্লি ক্যাপিটালস
- মুস্তাফিজের পর দল পেলো সাকিব
- সুখবর প্রবাসীদের জন্য : নতুন ভিসা চালু করল আমিরাত
- এবার হঠাৎ কেন লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম, যা জানা গেল
- বাংলাদেশি শ্রমিকের মরদেহ আটকে রাখলেন সৌদি মালিক
- বড় সুখবর! হঠাৎ কমে গেল পেঁয়াজ-আলুর দাম, বাজারে ফিরছে স্বস্তি
- ১০ বলে ২৭ রান , ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের নাটক
- প্রবাসীদের জন্য দারুন সুখবর ঘোষণা
- আরব আমিরাত থেকে সরাসরি আইপিএলে মুস্তাফিজের খেলতে যাওয়া নিয়ে যা বলছে বিসিবি
- ৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- ডেসটিনির বিনিয়োগকারীরা কীভাবে টাকা ফেরত পাবেন, জানালেন রফিকুল আমীন
- হঠাৎ সোনার গহনা বেচাকেনায় হিড়িক