| ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

পাকিস্তান দলে জায়গায় পাচ্ছে না রিজওয়ান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ৩০ ১৫:০১:০০
পাকিস্তান দলে জায়গায় পাচ্ছে না রিজওয়ান

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ক্রিকেটে এক অবিচ্ছেদ্য অংশই হয়ে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটের পেছনে তার জোড়া হাত বারবারই ভরসা জুগিয়েছে পাকিস্তানের ভক্তদের। সেইসঙ্গে ব্যাট হাতেও দলের সবচেয়ে বড় ভরসার একজন রিজওয়ান।

এবারের বিশ্বকাপেই তার ব্যাটে ভর করে বেশ কিছু ম্যাচে লড়াই করেছিল পাকিস্তান। তবে লাল বলের ক্রিকেটে রিজওয়ানকে নিয়ে সন্দেহ ছিল আগে থেকেই। অনেকবারই টেস্টে রিজওয়ানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

টেস্ট ক্রিকেটে রিজওয়ানের চেয়ে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকেই এগিয়ে রাখেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ক্রমাগত চাপের মুখে বাদও পড়েছিলেন রিজওয়ান। এবার অস্ট্রেলিয়া সফরেও তার জায়গা পাওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বেশ বড় রকমের পরিবর্তন এসেছে। অধিনায়ক বাবর আজম দায়িত্ব ছেড়েছেন।

শান মাসুদ এসেছেন অধিনায়কের চেয়ারে। ডিরেক্টর কাম কোচের পদে এসেছেন মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে নিয়োগ দেওয়া হয়েছে আলাদা ব্যাটিং কোচ। এত পরিবর্তনের মাঝে প্রশ্ন মোহাম্মদ রিজওয়ানের জায়গা ঠিক থাকবে কিনা।

বলা হতো, বন্ধু বাবর আজমের সুবাদেই নাকি উইকেটের পেছনে টিকে ছিলেন রিজওয়ান। তবে শান মাসুদ কি সেই সুযোগ দেবেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকবেন তো এই ক্রিকেটার? উত্তরে শান মাসুদ পরিস্কার বক্তব্য না দিলেও ইতিবাচক আভাস দিয়েছেন সরফরাজের পক্ষে। তার কণ্ঠে অবশ্য রিজওয়ান নিয়েও প্রশংসা শোনা গেল।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কন্ডিশন দেখার পক্ষে শান, ‘সরফরাজ একজন অভিজ্ঞ এবং জাতীয় দলে থিতু হওয়া উইকেটরক্ষক। আর অস্ট্রেলিয়ায় রিজওয়ানের অতীত রেকর্ড প্রশংসার যোগ্য। তাই মূল একাদশে কারা সুযোগ পাবে, তা দেখতে আমরা প্রথমে কন্ডিশনের মূল্যায়ন করব।’ এবারের সিরিজটায় ভক্তদের মনটাই যেন জয় করতে চান শান, ‘আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যেটি আমাদের সমর্থকেরা উপভোগ করতে পারে।

আমাদের সমর্থকেরা প্রচেষ্টা ও লড়াই চায় আমাদের কাছ থেকে এবং প্রতিদিনের ফলের চেয়ে সেটিই বেশি গ্রহণযোগ্য তাদের কাছে। আমাদের সমর্থকদের চাহিদার সঙ্গে যায় এমন ব্র্যান্ড ও স্টাইলের ক্রিকেট খেলতে চাই। তেমন করতে পারলে ফল আসবে।’

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য বড় চমক রেখেই দল ...

Scroll to top

রে
Close button