| ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের ইতিহাসে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ২৭ ২২:২৩:৫০
বিশ্বকাপের ইতিহাসে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ডবুকে উঠে গেলেন পাকিস্তানের শাদাব খান ও উসামা মীর। তাদের এ রেকর্ড কখনো ভাঙার নয়। আগে থেকেই ক্রিকেটে কনকাশন সাবের নিয়ম চালু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে বিষয়টি কখনোই ব্যবহার হয়নি। কেননা এ নিয়মটি চালু হওয়ার পর এবারই ছিল বিশ্বকাপের প্রথম আসর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাথায় চোট লাগে পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খানের। ডাক্তাররা মাঠে এসে সেবা যত্ন নিলেও তিনি খেলার মতো ফিট ছিলেন। যার ফলে তার পরিবর্তে মাঠে নামেন আরেক লেগ স্পিনার উসামা মীর। কনকাশন সাবের নিয়মানুসারে তিনি শাদাবের পুরো ১০ ওভারই করতে পারবেন। আর এই ঘটনাটিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটলো। সামনে হয়তো আরও ঘটবে কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছেন।

চেন্নাইয়ে এদিন টস জিতে আগে ব্যাট করে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তান। ঘটনাটি ঘটে প্রোটিয়াদের ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ঘটনাটি ঘটে। ইফতিখারের বল ঠেলে দিয়ে রানের জন্য ছুটেছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। মিড অন থেকে ছুটে এসে বল কুড়িয়ে বোলারের প্রান্তের ছোড়েন শাদাব। কিন্তু ভারসাম্য ধরে রাখতে না পেরে তিনি মাটিতে আছাড় খান। মাথা গিয়ে সজোরে বাড়ি খায় মাটির সঙ্গে।

আর সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। মাঠের মধ্যেই বেশ কয়েক মিনিট তার চিকিৎসা চলে। শেষ পর্যন্ত তিনি সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তাকে নিতে মাঠে স্ট্রেচারও আনা হয়েছিল কিন্তু শাদাব হেঁটে হেঁটেই মাঠ ছাড়েন। পরবর্তীতে তিনি মাঠে নামলেও শেষ পর্যন্ত ম্যাচের ১৫তম ওভারে শাদাবের জায়গায় কনকাশন সাব হিসেবে মাঠে নামেন উসামা মীর।

কনকাশন সাবের ক্ষেত্রে আইসিসি-র নিয়ম বলছে যে ক্রিকেটারের পরিবর্ত নামানো হচ্ছে, নতুন ক্রিকেটারকেও একই রকম হতে হয়। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলারই কনকাশন সাব হতে পারেন। সেভাবেই শাদাবের জায়গায় মীরকে নামানো হয়।

ম্যাচে ব্যাট হাতে শাদাব গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। দলের যোগ্য সময়ে ৩৬ বলে তিনি ৪৬ রান করেন। বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার কথা ছিল তার। তবে পরিবর্ত মিরও কম যান। ২৫ ওভারের মধ্যে তিনি চারটি ওভার ইতিমধ্যেই করে ফেলেছেন। একটি দারুণ ক্যাচ নিয়েছেন। বল হাতে ফিরিয়েছেন রাসি ফান ডার ডুসেনকে।

ক্রিকেট

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এশিয়া কাপ নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে দারুণ ফুটবল উপহার দিচ্ছে স্বাগতিক ...

গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল

গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক | দাপুটে ফুটবলের আরেকটি অনন্য উদাহরণ রেখে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ ...

Scroll to top

রে
Close button