হতাশ টাইগার ভক্তরাঃ তাসকিনের অবস্থা সাকিবের চেয়েও খারাপ

আগামীকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। হেরে যাওয়া মানে এই নয় যে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ। তবে সেমিফাইনালের দৌড়ে নিজেদের নাম বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে বাংলাদেশকে। তবে এই ম্যাচের আগেই চোট বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি দলের।
আহত দুই ক্রিকেটার হলেন- অধিনায়ক সাকিব আল হাসান ও খেলোয়াড় তাসকিন আহমেদ। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচে তারা দুজনই খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পাঁচ দিন আগে, ততক্ষণে সাকিব বা তাসকিন সুস্থ হয়ে উঠবেন বলে মনে হচ্ছে। কিন্তু মুম্বাই থেকে বেরিয়ে আসা খবরে এখনও সাকিবকে নিয়ে উদ্বেগ, আরও উদ্বেগ তাসকিনকে নিয়ে। বলাই বাহুল্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন না তাসকিন।
সাকিব কোয়াড্রিসেপে চোটটা পেয়েছিলেন গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিনও অনুশীলনে তাঁকে দেখে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা বেশি বলেই তখন মনে হয়েছিল। কিন্তু পরে স্ক্যান করে বোঝা যায়, এখনো খেলার মতো অবস্থায় আসেননি সাকিব, ভারতের বিপক্ষে তাই খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও সাকিব পুরোপুরি ফিট নন।
আজ মুম্বাইয়ে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। প্রায় দুই ঘণ্টার নেট সেশনে তাঁকে দেখে মনে হয়নি, ব্যাটিংয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে সাকিবের। তবু সাকিবকে নিয়ে শঙ্কা, কারণ সাকিব নেটে বোলিং অনুশীলনটা করেননি। বোলিং করার সময় ব্যথা ফিরে আসে কি না, তা তাই বোঝা যায়নি। ওয়ার্মআপ আর সে সময়ে ফুটবল খেলতে গিয়ে ব্যথা কিছুটা অনুভব করেছেন বলেই মনে হয়েছে।
সাকিবকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের রাতে আবার স্ক্যান শেষে সিদ্ধান্ত নেওয়া হবে সাকিবের ব্যাপারে।
কিন্তু এ তো গেল সাকিবের কথা। তাসকিনের কী অবস্থা? ভারতের বিপক্ষে ম্যাচে হঠাৎ তাসকিনের বাদ পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে পরে জানা গেছে তাঁর পিঠে চোট। এবং তাঁর চোটটা একটু গুরুতর বলেই মনে হচ্ছে। আজ অনুশীলনে গিয়েও কিছু করতে পারেননি তাসকিন। বল হাতে নিলেও বোলিং করেননি। একের পর এক শুধু আলোচনাই চালিয়ে গেছেন তাসকিন, কখনো মেডিক্যাল টিমের সঙ্গে, কখনো ফিজিওর সঙ্গে। চিকিৎসকও তাঁকে বোলিংয়ের জন্য সবুজ সংকেত দেননি বলেই জানা গেছে।
খানিকক্ষণ রানিং অবশ্য করেচেন তাসকিন। এরপর ফিরে গিয়ে জানিয়েছেন, দল থেকে বোলিং করতে নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই তাসকিনের না খেলার সম্ভাবনাই বেশি ধরে নেওয়া যায়। সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো।
- নুরুল হক নুরকে যে দেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- বিসিবি নির্বাচন তামিম বনাম বুলবুল: ক্লাবগুলোর সমর্থনে এগিয়ে আছেন যিনি
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আসল কারন ‘ডিপ স্টেট’ ও তিন মন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল: কী থাকছে পরিকল্পনায়
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে বিএনপি
- রাতেই ঝড়ের আভাস: ৬ অঞ্চলে সতর্কবার্তা
- ভিসা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলো ইতালি
- ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা: কারণ ও সমাধান
- বিএনপি কাউন্সিলে ভোটের ব্যালট ছিনতাই, স্থগিত ফলাফল ঘোষণা
- বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়
- "এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"