ভারতীয় আতিথ্যের যা বললেন শাদাব খান

বিশ্বকাপ খেলতে কি ভারতে আসবে পাকিস্তানি দল? একসময় এই প্রশ্নের উত্তর খুঁজতে দেখা গেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। ভারত যেমন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়, পাকিস্তানও এর বিনিময়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। কিন্তু পরে, পিসিবি তার সাইট থেকে প্রত্যাহার করে নেয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে আসার সবুজ সংকেত রয়েছে। দল ঘোষণায় বিলম্বের কারণে বাবর আজমের ভারতে আসতে ভিসা পেতে কিছু জটিলতা দেখা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়নি। গত ২৭ তারিখ ভোরে লাহোর থেকে দুবাই গিয়েছিলেন ক্রিকেটাররা। একই দিন সন্ধ্যায় ভারতের মাটিতে পাক ক্রিকেটারদের ফ্লাইট অবতরণ করে।
হায়দ্রাবাদে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানি দল। বিশ্বকাপের মূল মঞ্চেও তাদের প্রথম ম্যাচ। বর্তমানে প্রতিবেশী দেশের ক্রিকেটাররা নিজামে অবস্থান করছেন। সাত বছর পর ভারতে এসেছে পাকিস্তানি দল। রাজনৈতিক দূরত্ব নির্বিশেষে, স্থানীয় ভক্তরা ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
বিমানবন্দরে বাবর রিজওয়ানের জন্য উল্লাস শুনেছি। বর্তমানে পার্ক হায়াত হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে রাস্তার দুপাশে উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভারতীয় আতিথেয়তায় খুশি পাকিস্তানি ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ভাইস ক্যাপ্টেন শাদাব খান হায়দরাবাদের জনগণকে ধন্যবাদ জানান। তিনি অকপটে স্বীকার করেছেন যে তিনি তার ভারত সফর উপভোগ করেছেন।
বিশ্বকাপ বাবর-শাহীনদের জন্যও গরুর মাংসের কোনো পদ থাকবে না আগামী দেড় মাস। বরং অন্যান্য নানাবিধ খাবার-দাবার। বিফের বদলে হোটেলে তাদের জন্য থাকছে চিকেন, মটনের ব্যবস্থা। থাকছে রকমারী মাছের পদ’ও। সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে হায়দ্রাবাদের হোটেলে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের পাতে পড়তে চলেছে গ্রিলড ল্যাম চপ, মাটন কারি, বাটার চিকেন, গ্রিলড ফিশের মত সব পদ। এছাড়া কার্বোহাইড্রেড জাতীয় খাদ্যের মধ্যে থাকছে বোলোনেজ সসে তৈরি স্প্যাগেটি এবং ভেজিটেবল পোলাও-এর মত সব খাবারদাবার। জগৎ বিখ্যাত হায়দ্রাবাদী বিরিয়ানিও পাতে পড়ছে পাকিস্তান দলের।
পছন্দের ‘বিফ’ না মিললেও আশাহত নন পাকিস্তানের ক্রিকেটাররা। ইতিমধ্যেই সতীর্থদের সাথে চায়ের আড্ডার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবর আজম। সাংবাদিক সম্মেলনে এসে সহ-অধিনায়ক শাদাব খান’ও জানালেন দিব্যি রয়েছেন তাঁরা। সুযোগসুবিধার কোনো অভাব হচ্ছে না তাঁদের। ভারতীয় খাবারদাবারে রীতিমত মোহিত তিনি এবং তাঁর সতীর্থরা। মজা করে শাদাব বলেন, “ভয় হচ্ছে ওজন না বেড়ে যায়।” পাকিস্তান দলের সঙ্গে রয়েছেন কোচ মিকি আর্থার, বোলিং পরামর্শদাতা মর্নি মর্কেলের মত সাপোর্ট স্টাফেরা। শাদাব জানান, “আমাদের দলের শ্বেতাঙ্গরাও তো খাবারের প্রেমে পড়ে গিয়েছে।”
ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। যদিও ফলাফল আশানুরূপ হয় নি তাদের। হেরেই শুরু করতে হয়েছে অভিযান। ভারতের পরিবেশ কেমন মনে হলো? সাংবাদিকের প্রশ্নের জবাবে শাদাব বলেন, “প্রায় পাকিস্তানেরই মত। অনেকটা আমাদের রাওয়ালপিন্ডির মত মনে হচ্ছিলো-পাটা পিচ আর ছোট বাউন্ডারি। বাকিটা পরের ম্যাচে বোঝা যাবে।” নিজের ফর্ম নিয়ে তিনি যে খুশি নন, তাও ব্যক্ত করেছেন শাদাব। জানান, “আমার সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো নয়। যখন আপনি পারফর্ম করেন না, তখন মানসিক ভাবে ভেঙে পড়েন। যদিও দক্ষতা একই থাকে। আমি মনে করি যে বিশ্রাম আমি পেয়েছি তা কাজে আসবে। আগে যা হয়েছে তা অতীতের খাতাতেই থাকবে।” রানের মধ্যে নেই ফখর জামান’ও । তা বিশেষ ভাবাচ্ছে না শাদাব খান’কে।
আগামী ৬ তারিখ নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের মূলপর্বের অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান। তবে দলের ভাবনায় যে এখন থেকেই রয়েছে আগামী ১৪ তারিখের ভারত-পাকিস্তান ম্যাচ, তা বুঝিয়ে দিয়েছেন শাদাব। প্রথমেই বলেন, “হায়দ্রাবাদে আমরা খুব উপভোগ করছি। আশা করছি আহমেদাবাদেও এমন পরিবেশ থাকবে।” এরপর ভারতীয় দল থেকে নিজের পছন্দের ক্রিকেটার বেছে নেন তিনি। শাদাব বলেন, “আমি রোহিত শর্মাকে খুব পছন্দ করি। একবার ও থিতু হয়ে গেলে ওকে আউট করা খুব মুশকিল। বোলারদের মধ্যে-আমি নিজে লেগ স্পিনার…কুলদীপ যাদব দুর্দান্ত ছন্দে রয়েছে। পাটা উইকেটে স্পিনার হওয়া বেশ কঠিন। যেমনটা বলেছিলাম, যাদের বোলিং ভালো, বিশ্বকাপ জিতবে তারাই। (আমার পছন্দ) কুলদীপ আর রোহিত শর্মা।”
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি
- ভারতের ড্রোন হামলায় কাঁপছে স্টেডিয়াম, অনিশ্চিত পিএসএল ম্যাচ
- পাক-ভারত যুদ্ধ নিয়ে মালালার মানবিক বার্তা
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- ইংল্যান্ডে চলে গেলেন সাব্বির রহমান