‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই, হারার ভয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত’

আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হলেও বাবরআফ্রিদের দেশে খেলতে যাবে না রহিত-কোহলিরা। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবে না ভারত। পাকিস্তানের এই ব্যাটার ইমরান নাজির মনে করেন, "নিরাপত্তার ইস্যু কেবলই অজুহাত। হারার ভয়ে ভারত পাকিস্তানে খেলতে যাবে না।"
এফটিপি অনুযায়ী, চলতি বছর পাকিস্তানে হওয়ার কথা আসন্ন এশিয়া কাপের এবারের আসর। তবে এই আসর শুরু হওয়ার মাস কয়েক আগে বিসিসিআইয়ের সচিব ও এসিসির সভাপতি জানান, "এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ফলে নিরপেক্ষ ভেন্যুতে হবে ৫০ ওভারের টুর্নামেন্টটি।"
যদিও সেই সিদ্ধান্তে খানিকটা বদল এসেছে। ইএসপিন ক্রিকইনফোর দাবি, "পাকিস্তানের মাটিতেই হবে এবারের এশিয়া কাপ। তবে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইংল্যান্ডের মতো নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি ভারত-পাকিস্তানের দ্বৈরথও হতে নিরপেক্ষ ভেন্যুতে।"
এমনটা হলে নিশ্চিতভাবেই পাকিস্তানে যেতে হচ্ছে না ভারতকে। এদিকে পাকিস্তানের মাটিতে যে নিরাপত্তার কোনো নেই সেটার কথা বলেছেন ইমরান। পাকিস্তানের ব্যাটার উদাহরণ দিতে গিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাকিস্তান সফরের কথা বলেছেন। সেই সঙ্গে ভারতকে পাকিস্তানে এসে খেলার আহ্বানও জানিয়েছেন তিনি।
নাদির আলির পডকাস্টে ইমরান বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। আপনি দেখুন, কতগুলো দল পাকিস্তান সফর করেছে। ‘এ’ দলের কথা বাদ দিন। অস্ট্রেলিয়ার মতো দেশ পাকিস্তান সফর করেছে। এসব আসলে কেবলই অজুহাত।’
‘সত্যিটা হচ্ছে, ভারত পাকিস্তানে (এশিয়া কাপ খেলতে) আসবে না কারণ তারা হেরে যাওয়ার ভয় পায়। নিরাপত্তা কেবলই অজুহাত। আপনারা (ভারতকে উদ্দেশ্য করে) আমাদের এখানে আসুন এবং ক্রিকেট খেলুন। আপনি যখন রাজনীতি শুরু করবেন তখন সেখান থেকে ফিরে আসার আর সুযোগ নেই।’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চ আর উত্তেজনার পারদ চরমে ওঠে। এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলে গতবার তিনটি ম্যাচ খেলেছে তারা। যেখানে প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে ঠাসা। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মাঝেই তা শেষ হয়েছে। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও জানিয়েছিল মেলবোর্ন।
যদিও সেই প্রস্তাব ফলপ্রসূ হয়নি। ইমরান মনে করেন সবাই ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে চায়। ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান তিনি। ইমরান বলেন, ‘লোকেরা ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখতে চায়। কারণ এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে। সমগ্র বিশ্ব এটা জানে।’
‘এমন কী আমরা ক্রিকেটার হিসেবে মনে করি যে, ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছানোর জন্য ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া দরকার। আমরা অনেক ক্রিকেট খেলতাম। ওরা এত ভারসাম্যপূর্ণ, তবে ভারত হার সহ্য করতে পারে না। এটা একটা খেলা। আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন ‘
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- একলাফে কমলো পেয়াজের দাম
- বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব
- শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. মুহাম্মদ ইউনূস
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- তামিম বিসিবি সভাপতি, মুশফিক-রিয়াদ কোচ, নতুন পরিকল্পনা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা