| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই, হারার ভয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৪ ১৫:৩৯:১২
‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই, হারার ভয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত’

আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হলেও বাবরআফ্রিদের দেশে খেলতে যাবে না রহিত-কোহলিরা। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবে না ভারত। পাকিস্তানের এই ব্যাটার ইমরান নাজির মনে করেন, "নিরাপত্তার ইস্যু কেবলই অজুহাত। হারার ভয়ে ভারত পাকিস্তানে খেলতে যাবে না।"

এফটিপি অনুযায়ী, চলতি বছর পাকিস্তানে হওয়ার কথা আসন্ন এশিয়া কাপের এবারের আসর। তবে এই আসর শুরু হওয়ার মাস কয়েক আগে বিসিসিআইয়ের সচিব ও এসিসির সভাপতি জানান, "এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ফলে নিরপেক্ষ ভেন্যুতে হবে ৫০ ওভারের টুর্নামেন্টটি।"

যদিও সেই সিদ্ধান্তে খানিকটা বদল এসেছে। ইএসপিন ক্রিকইনফোর দাবি, "পাকিস্তানের মাটিতেই হবে এবারের এশিয়া কাপ। তবে ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইংল্যান্ডের মতো নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি ভারত-পাকিস্তানের দ্বৈরথও হতে নিরপেক্ষ ভেন্যুতে।"

এমনটা হলে নিশ্চিতভাবেই পাকিস্তানে যেতে হচ্ছে না ভারতকে। এদিকে পাকিস্তানের মাটিতে যে নিরাপত্তার কোনো নেই সেটার কথা বলেছেন ইমরান। পাকিস্তানের ব্যাটার উদাহরণ দিতে গিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাকিস্তান সফরের কথা বলেছেন। সেই সঙ্গে ভারতকে পাকিস্তানে এসে খেলার আহ্বানও জানিয়েছেন তিনি।

নাদির আলির পডকাস্টে ইমরান বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। আপনি দেখুন, কতগুলো দল পাকিস্তান সফর করেছে। ‘এ’ দলের কথা বাদ দিন। অস্ট্রেলিয়ার মতো দেশ পাকিস্তান সফর করেছে। এসব আসলে কেবলই অজুহাত।’

‘সত্যিটা হচ্ছে, ভারত পাকিস্তানে (এশিয়া কাপ খেলতে) আসবে না কারণ তারা হেরে যাওয়ার ভয় পায়। নিরাপত্তা কেবলই অজুহাত। আপনারা (ভারতকে উদ্দেশ্য করে) আমাদের এখানে আসুন এবং ক্রিকেট খেলুন। আপনি যখন রাজনীতি শুরু করবেন তখন সেখান থেকে ফিরে আসার আর সুযোগ নেই।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চ আর উত্তেজনার পারদ চরমে ওঠে। এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলে গতবার তিনটি ম্যাচ খেলেছে তারা। যেখানে প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে ঠাসা। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মাঝেই তা শেষ হয়েছে। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও জানিয়েছিল মেলবোর্ন।

যদিও সেই প্রস্তাব ফলপ্রসূ হয়নি। ইমরান মনে করেন সবাই ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে চায়। ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান তিনি। ইমরান বলেন, ‘লোকেরা ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখতে চায়। কারণ এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে। সমগ্র বিশ্ব এটা জানে।’

‘এমন কী আমরা ক্রিকেটার হিসেবে মনে করি যে, ক্রিকেট বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছানোর জন্য ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া দরকার। আমরা অনেক ক্রিকেট খেলতাম। ওরা এত ভারসাম্যপূর্ণ, তবে ভারত হার সহ্য করতে পারে না। এটা একটা খেলা। আপনি কিছু ম্যাচ জিতবেন, কিছু হারবেন ‘

ক্রিকেট

“তামিম সভাপতি হলে বিসিবির খবর আছে”

“তামিম সভাপতি হলে বিসিবির খবর আছে”

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচনের আলোচনা যখন গতি পাচ্ছে, তখনই উঠে ...

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: মাত্র ২১ বছর ৩২৯ দিন বয়সে ইতিহাস গড়ে ফেললেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেট ...

ফুটবল

মেসির ইনজুরি ও মাঠে ফেরা নিয়ে পাওয়া গেলো নতুন খবর

মেসির ইনজুরি ও মাঠে ফেরা নিয়ে পাওয়া গেলো নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি চোট কাটিয়ে ফিরছেন মাঠে। জানা গেছে, তিনি এল এ ...

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৩ সেকেন্ড! এর মধ্যেই গোল পেয়ে গেল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। কোপা ...

Scroll to top

রে
Close button