ব্রেকিং নিউজঃ পরিবর্তন করা হচ্ছে আইপিএলের নিয়ম

হাতে গোনা আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। বিশ্বের বিভিন্ন নামিদামি ক্রিকেটাররা মুখে থাকে এই আসরে অংশগ্রহণ করার জন্য। তবে পাকিস্তান কোন ক্রিকেটাররা অংশগ্রহণ করেন না কিংবা অংশগ্রহণ করার সুযোগ পান না।
ক্রিকেট বিশ্বের ভক্তকূল আইপিএল দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। তবে এত জনপ্রিয় এই আসরে এবার পরিবর্তন হচ্ছে ক্রিকেটের কিছু নিয়ম কানুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে নতুন নিয়ম যুক্ত হতে চলেছে বলে জানা যায়।
স্টা হল এবার থেকে নির্ধারিত ম্যাচের টসের পর মূল একাদশ নির্বাচন করতে পারবেন অধিনায়কেরা। এতদিন টস করার আগেই মূল একাদশের তালিকায় নিয়ে মাঠে আসতেন অধিনায়কেরা। এরপর টস শেষে তা ঘোষণা করতেন তারা। কিন্তু আইপিএলের এবারের আসর থেকে এই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনা করে একাদশ সাজাতে পারবেন তারা। এটা হলে, খুব বড়সড় পরিবর্তনই আসছে এবারের আইপিএলে। আর দ্রুতই এই নিয়ম চালু হতে যাচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দল যদি প্রথম একাদশে বদল করতে চায়, তাহলে সেটা টসের কিছু সময় পরপরই করে ফেলতে পারবে। এক্ষেত্রে প্রথমে বোলিং নাকি ব্যাটিং করবে, সেটার ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নিতে পারবে দলগুলো। এমনটা হলে সেরা একাদশের পাশাপাশি দলের ইমপ্যাক্ট ক্রিকেটারকেও বেছে নিতে পারবে দলগুলো।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি টুর্নামেন্টে এরই মধ্যে নতুন এই নিয়ম প্রচলন করা হয়েছে। এবার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে আইপিএলে এই নিয়ম চালু হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে টসের আগে দুই দলের অধিনায়ক ১৩ ক্রিকেটারের নাম প্রথমে একটি কাগজে লিখে নিয়ে আসতেন। এরপর টস হয়ে গেলে মূল একাদশের নাম ঘোষণা করতেন অধিনায়কেরা।
যদিও দক্ষিণ আফ্রিকার সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক গ্রায়েম স্মিথের দাবি, এই নিয়মের কারণে টসের গুরুত্ব অনেকাংশে কমে যায়।
তাই এবারের আইপিএলে এই নিয়ম চালু হলে টসে বিজয়ী দল বাড়তি সুবিধাই পেতে যাচ্ছেন। কারণ, ভারতে মাটিতে খেলাতে শিশিরের অনেকটা প্রভাব থাকে। আর ম্যাচগুলো দিবা-রাত্রি হওয়ার কারণে শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে, যে দল পরে ব্যাটিং করবে তাদের অনেকটাই লোকসান হতে পারে। আইপিএলের বিগত পরিসংখ্যানও এমনটাই বলছে।
তবে শুধু নতুন এই নিয়মই না, আরও কিছু পরিবর্তন আসতে পারে এবারের আইপিএলে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ওভার শেষ না হয়, তাহলে ওভারের বাকি সময়ে ৩০ গজের বাইরে মাত্র ৪ জন ক্রিকেটার থাকতে পারবেন। উইকেটকিপার কিংবা ফিল্ডার ভুলভাল মুভমেন্ট করলে ব্যাটিং দল অতিরিক্ত ৫ রান পাবেন, এর সঙ্গে সেই বলটি ডেড বল ঘোষণা করা হবে।
- এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বড় সুখবর
- ওমানে কার্যকর হলো নতুন আইন
- টি-টোয়েন্টি ইতিহাসে এমন ব্যাটিং ইনিংস আগে দেখা যায়নি
- আজকের সকল দেশের টাকার রেট (৮ মে ২০২৫)
- হঠাৎ ভিসা বন্ধের ঘোষণা, বিপাকে হাজারো আবেদনকারী
- বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলো সৌদি আরব
- আজকের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- হত্যা মামলার আসামি হয়েও বিদেশ যাত্রা আলোচনায় সাবেক রাষ্ট্রপতি
- ভারতের ড্রোন হামলায় কাঁপছে স্টেডিয়াম, অনিশ্চিত পিএসএল ম্যাচ
- পাক-ভারত যুদ্ধ নিয়ে মালালার মানবিক বার্তা
- বিয়ের আসরে বরকে যৌতুকে দেওয়া হলো ১৬ কোটি টাকা, ২১০ বিঘা জমি ও পেট্রল পাম্প
- আ.লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত
- আজকের সৌদি রিয়াল রেট (৯ মে ২০২৫)
- ইংল্যান্ডে চলে গেলেন সাব্বির রহমান