বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দারুন সুখবর, বাড়ছে নতুন ভেন্যু

সাম্প্রতিক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পুনরায় স্বীকৃতি দিয়েছেন বলে জানা গেছে। এমনটা জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। গতকাল ২০ মার্চ সোমবার রাতে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এ এঈ সুখবর জানান।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান।
এছাড়া গতকাল সোমবার নিজ দপ্তরে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত আবেদনও প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। পরে প্রতিমন্ত্রী এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য রাগেবুল আহসান।
সংসদ সদস্য রাগেবুল আহসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, বগুড়াবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পুনরায় স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। রাগেবুল আহসান বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ২ মার্চ শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয় বিসিবি। বিসিবির আকস্মিক এ সিদ্ধান্তে শুধু বগুড়া নয়, গোটা উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমী মানুষ হতাশ হয়ে পড়েন। এ কারণে নিজের দায়িত্ববোধ থেকেই ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেছিলেন।
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও ভেন্যু ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক অবস্থা তুলে ধরেছেন।
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- একলাফে কমলো পেয়াজের দাম
- বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব
- শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. মুহাম্মদ ইউনূস
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- তামিম বিসিবি সভাপতি, মুশফিক-রিয়াদ কোচ, নতুন পরিকল্পনা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা