পরিত্যক্ত ম্যাচ শেষে মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

গতকাল ২০ মার্চ দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েও জয়ের স্বাদ পাওয়া হয়নি মুশফিকুর রহিমের। ব্যাটিং তাণ্ডবে ৬০ বলে ১০০ রানে অপরাজিত থেকেও দেশের অন্যতম সেরা এই ব্যাটার মাঠ ছেড়েছেন আক্ষেপ নিয়ে। এমন রেকর্ডেও সন্তুষ্ট নন কারণ বেরসিক বৃষ্টিতে পন্ড হয়েছে আয়ারল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।
গতকাল সিরিজ জয়ের লক্ষ্যে নামা বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৪৯ রান তোলার পরই শুরু হয় বৃষ্টি। যা চলে প্রায় ঘন্টা দুইয়েকেরও বেশি। তাই মাঠে নামা নেমেই দু'দল মেনে নেয় ম্যাচ পরিচালকর সিদ্ধান্ত। ১-০'তে এগিয়ে থেকেই এখন শেষ ওয়ানডেতে সিরিজ জিততে নামবে সাকিব-তামিমরা।
ম্যাচ বৃষ্টিতে পন্ড হলেও সাকিব আল হাসান অবশ্য মনে করছেন, জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে ভালো হতো। সঙ্গে দীর্ঘদিন পর এমন ইনিংস খেলা মুশফিকও পেতেন বাড়তি আত্মবিশ্বাস। তবে বৃষ্টিতে যে কারও হাত নেই তা ভালো করেই জানেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, 'জিতে গেলে ভালো হতো অবশ্যই, বিশেষ করে যারা ভালো খেলছে। মুশফিক ভাইয়ের জন্য আরও ভালো হতো আমার মনে হয়। কিন্তু বৃষ্টি তো আমাদের হাতে নেই, এটা হতেই পারে।'
মুশফিকের এমন ইনিংস মনে ধরেছে লিটন দাসেরও। দ্বিতীয় ওয়ানডেতে ৭০ রান করে সাজঘরে ফেরা এই ব্যাটার সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন এমন সেঞ্চুরি তিনি আগে কখনও দেখেননি।
লিটন বলেন, 'ফিলিংস তো অনেক ভালো। সত্যি কথা বলতে আমি যতদিন খেলতেছি বাংলাদেশের কোনো খেলোয়াড় শেষদিকে গিয়ে ১০০ করে নাই। যখন দল থেকে কেউ এরকম একটা সেঞ্চুরি করে, দেখলে অনেক ভালো লাগে। সিনিয়ররা কেউ করলে তো আরও ভালো লাগে।'
ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পাওয়ার দিন ৬ নম্বরে নেমে মুশফিক অপরাজিত ছিলেন ৬০ বলে ১০০ রানে। ১৪ চারের পাশাপাশি ছিল ২টি ছক্কাও। তবে বেসরিক বৃষ্টিতে শেষ পর্যন্ত জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় দেশের অন্যতম সেরা এই ব্যাটারকে।
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- একলাফে কমলো পেয়াজের দাম
- বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব
- শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে কঠোর ব্যবস্থা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে নেই: ড. মুহাম্মদ ইউনূস
- আজকের (১৫ আগস্ট ২০২৫) সর্বশেষ সৌদি রিয়ালের বিনিময় হার
- তামিম বিসিবি সভাপতি, মুশফিক-রিয়াদ কোচ, নতুন পরিকল্পনা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা