| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আর্লিং হলান্ডে ভর করে উড়ছে ম্যানচেস্টার সিটি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ১৯ ১৩:০৮:৫০
আর্লিং হলান্ডে ভর করে উড়ছে ম্যানচেস্টার সিটি

উড়ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বিশাল স্কোরে একের পর এক দলকে হারিয়ে দিচ্ছেন আরলিং হল্যান্ড। আগের ম্যাচে তারা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব লিপজিগকে ৭-০ গোলে হারিয়েছে। ওই ম্যাচে হল্যান্ড একাই পাঁচ গোল করেছিল। এবার আরেকটি বড় জয়ের রাতে হ্যাটট্রিক করলেন তিনি। এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড ৪২ গোল করেছেন।

শনিবার (১৮ মার্চ) রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলিকে ৬-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হল্যান্ডের পর এই ম্যাচে দুই গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজ। দ্বিতীয় গোলটি করেন কোল পামার।

এদিন ভিন্ন ফরমেশন নিয়ে শিষ্যদের নামিয়েছিলেন গার্দিওলা। ৩-২-৪-১ ফর্মেশনে এদিন হলান্ড ও আলভারেজ নামানোর জুয়াটা কাজেও লেগে যায়। ম্যাচের ৩২ মিনিটে হলান্ডের গোলে শুরু হয় সিটির গোল উৎসব। ৩ মিনিট পর দ্বিতীয় ও ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।

এদিন হলান্ড থামলে বার্নলির ওপর রোলার কোস্টার চালানো শুরু করেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড ৬২ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন। তার দুই গোলের মাঝে একটি গোল করেন সিটির আরেক তরুণ তারকা কোল পালমার। অন্যদিকে পুরো ম্যাচে কোনো স্কোরের দেখা পায়নি বার্নলি। ফলে বড় হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হেয়েছে।

বল মাঠে গড়ানোর আগেই বার্নলি পিছিয়ে থাকলেও ভিন্ন কারণে ম্যাচটি আলোচনায় ছিল। ম্যাচটিকে বলা হচ্ছিল গুরু-শিষ্যের লড়াই। ম্যানসিটির ডাগআউটে পেপ গার্দিওলা, অন্যদিকে বার্নলির ডাগআউটে সিটিরই কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানি। কোচ হিসেবে এই বেলজিয়ানের আদর্শ আবার গার্দিওলা। মাঠের লড়াইয়ে অবশ্য গুরু কোনো ছাড় দেননি শিষ্যকে।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)

আজকের দিনটিতে টিভি পর্দায় জমজমাট খেলার সম্ভার থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব ম্যাচ নিয়ে। ...

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

সিরিজ জয়ের পথে দৃঢ় বাংলাদেশ, সোহান জানালো তার পরবর্তী পদক্ষেপের কথা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠিত ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

দিনের শুরুতে বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়াও বুধবার (৩০ ...



রে