| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

হঠাৎ বিসিবির কাছে সাকিব-লিটনের চিঠি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ১৯ ১১:৫৮:১১
হঠাৎ বিসিবির কাছে সাকিব-লিটনের চিঠি

শুধু ভারতে বলে কথা নয় সারা ক্রিকেট বিশ্বের সবথেকে জনপ্রিয় ঘরোয়া আসনগুলোর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্যতম। বিশ্বের বিভিন্ন দলের ক্রিকেটাররা এই ঘরোয়া আসরে খেলার জন্য মুখিয়ে থাকেন। তবে পাকিস্তান ক্রিকেটের এই ঘরোয়া আসরে অংশগ্রহণ করেন না। অন্যদিকে বাংলাদেশের তিন ক্রিকেটার এবারের আসরে খেলার সুযোগ পেয়েছে।

সেই সুবাদে ভারতীয় এই আসর আইপিএল খেলার অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়েছেন টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও দলের অন্যতম সেরা ওপেনার লিটন দাস। যদিও এই চিঠির জবাব এখনও দেয়নি বাংলাদেশ। সাকিব এবং লিটনকে আইপিএলে পাঠালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তাদের সার্ভিস পাবে না বাংলাদেশ।

কয়েকদিন আগেই ক্রিকেটারদের আইপিএলে যাওয়ার ইস্যুতে বেশ শক্ত অবস্থানে ছিল বিসিবি। বাংলাদেশের খেলার সময় জাতীয় দলের ক্রিকেটারদের আইপিএলের জন্য ছাড়তে রাজি ছিল না তারা। তবে সময়ের সঙ্গে কোমল হয়েছে বিসিবির অবস্থান।

সাকিবদের আইপিএলে যাওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি, ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে।'

কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এগুলো নিয়ে এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি তার। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে এই ব্যাপারে ভেবে দেখবে বোর্ড।

এ প্রসঙ্গে পাপন বলেছিলেন, 'এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলব। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি।'

তিনি আরও বলেছিলেন, 'ও (সাকিব) এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।'

যদিও তারও আগে (গত ফেব্রুয়ারিতে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতির কণ্ঠে ছিল ভিন্ন সুর। তিনি তখন জানিয়েছিলেন, জাতীয় দলের সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারকেই আইপিএলে খেলার অনুমতি দেবে না বোর্ড।

পাপন বলেছিলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

জালাল এবং পাপনের সাম্প্রতিক মন্তব্যে বোঝাই যাচ্ছে সাকিবদের আইপিএলে খেলার ব্যাপারে এ কয়দিনে কিছুটা হলেও নমনীয় হয়েছে বোর্ড। আর শেষ পর্যন্ত অনুমতি পেলে দুজনই যাবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে। গত আসরের মতো এবারও মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার কথা রয়েছে।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button