| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

‘সাকিব দেশের সম্পদ’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ১৯ ১১:০৯:১০
‘সাকিব দেশের সম্পদ’

খেলার মাঠের থেকে মাঠের বাইরে প্রায়ই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে থাকে নানা বিষয়ে তুমুল আলোচনা-সমালোচনা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে 193 রানের দুর্দান্ত এক ইনিংস খেলা দেখা গেছে পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়তে দেন না এই টাইগার অলরাউন্ডার। কদিন ধরেই সাকিবের দুবাই সফরকে ঘিরে উত্তেজনা বইছে পুরো দেশে।

মাঠে ফিরেই সসফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন সাকিব। এরপর বল হাতে নিয়েছেন একটি উইকেটও। সাকিবকে নিয়ে ঘটা ঘটনাটি ইংল্যান্ড সিরিজের ঠিক পরের। একদিনের জন্য একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন তিনি। সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান আবার পলাতক আসামী।

এদিকে, সাকিবের সেই দুবাই কান্ড নিয়ে এবার মুখ খুলেছে বিসিবি। শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে চলাকালীন গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি সাকিবের দুবাই ইস্যু নিয়ে এখনই কথা বলতে চাচ্ছিলেন না। তবে গণমাধ্যমের পীড়াপীড়িতে জালাল বলেন, ‘এটা নিয়ে এই সিরিজের মাঝখানে আলাপ করতে চাচ্ছিলাম না। কিন্তু যেহেতু আপনি (সাংবাদিক) প্রশ্ন তুলেছেন, আমি বলছি। পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখিছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। বলতে গেলে একদিনের ব্যবধানে এটা হয়েছে।’

জালাল যোগ করেন, ‘একটা সিরিজ শেষ হলো, আরেকটা সিরিজ যখন শুরু হলো; এর ফাঁকেই এটা হয়েছে। যা কিছু ঘটেছে, আমরা যা কিছু দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি। বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন তাদের জিজ্ঞেস করার এখনো সুযোগ হয়নি। সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো। কী ঘটনা ঘটেছে, কী না ঘটেছে, কার ইনভলভমেন্ট কী, এগুলো আমাদের ব্যাপার না। আমরা বোর্ড থেকে দেখবো আমরা কতটুকু এখানে কনসার্ন। সে ব্যাপারটাই বেশি গুরুত্ব দেবো। ’

বিসিবি থেকে আরো ভালোভাবে এসব খেয়াল করা দরকার কি না এমন প্রশ্নে জালাল বলেন, ‘এখানে ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখবো কেন্দ্রীয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে ক্ল্যাশ করে কি না। যদি তেমন কিছু থাকে ডিসিপ্লিনারিতে আমরা রেফার করতে পারি। এজন্য বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।’

জালাল আরও বলেন, ‘এটা নিয়ে যদি হইচই বেশি করি কিছু না জেনে। এটা তার পারফরম্যান্সেও তো একটা সমস্যা হবে। আমার মনে হয় আগে ব্যাপারটা জানি আমরা সবাই। সবারই এখানে সমর্থন দরকার। যদি সে না জেনে থাকে, যেটা বললেন, তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি।’

সাকিবকে দেশের সম্পদ দাবি করে জালাল বলেন, 'সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।’

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শনিবার (১৬ আগস্ট) আফগানিস্তান ...

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি২০ সিরিজের নবম ম্যাচে বাংলাদেশ A দল Nepal A দলের বিপক্ষে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button