ক্রিকেটের এক অবিশ্বাস্য নতুন ফরমেটের প্রস্তাব রাখলেবন শচীন টেন্ডুলকার

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরমেট হচ্ছে টি-টোয়েন্টি। স্বল্প সময়ে খুব উত্তেজনা সৃষ্টি করে এই ক্রিকেট ফরমেট। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব দিনকে দিন এতো বেড়েছে যে ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব হারানোর পথে। সবাই তো একরকম ভেবে নিয়েছিল যে হারিয়ে যেতে পারে অনডে ক্রিকেট।
পাক সাবেক তারকা ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি থেকে শুরু করে রবি শাস্ত্রী, সবাই অনীহা প্রকাশ করেছিলেন ওয়ানডের বর্তমান খেলার ধরন নিয়ে। ওয়ানডে ৪০ ওভারের ওয়ানডে করা যেন সময়ের দাবি হয়ে উঠেছিল। ভারতের ভারতের কিংবদন্তি সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার যাকে ক্রিকেট ঈশ্বর' বলা হয়। সেই শচীন টেন্ডুলকার অবশ্য টেস্টের আদলে চার ইনিংসের ওয়ানডে ক্রিকেট চান।
পুরো ক্রিকেট দুনিয়া এখন মেতে আছে টি-টোয়েন্টি আর টেস্ট নিয়ে। মাঝ দিয়ে খানিকটা চাপেই পড়ে গেছে ওয়ানডে ক্রিকেট। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন কদিন আগে জানিয়েছিলেন, ৫০ ওভারের ক্রিকেটে এখন আর রোমাঞ্চ অনুভব করেন না। ওয়াসিমের দাবি, ওয়ানডে ক্রিকেট মরে গেছে।
বেশিরভাগ সাবেক ক্রিকেটারই ওয়ানডেকে আকর্ষণীয় করে তুলতে প্রস্তাব দিয়েছিলেন ১০ ওভার কমানোর। যদিও আইসিসি সেই প্রস্তাবে খুব একটা সাড়া দেয়নি। এবার নতুন এক সংস্করণের কথা বললেন শচীন। ওয়ানডেতে ১৮ হাজারের বেশি রান করা ব্যাটার ৪ ভাগের ম্যাচ চান। সেটা কিভাবে খেলা হবে তাও জানিয়েছেন তিনি।
শচীনের মতে, টেস্টের মতো ওয়ানডেতেও প্রতিটি দলের জন্য দুটি করে ইনিংস থাকবে। যেখানে প্রতি ইনিংসে ২৫ ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে দলগুলো। টেস্টে দুই ইনিংসে ২০ উইকেট তুলে নিতে হলেও এখানে শচীনের প্রস্তাব ১০ উইকেটের। প্রথম ২৫ ওভারে কোনো ব্যাটার আউট হলে সে পরের ইনিংস ব্যাটিং করতে পারবে। বর্তমান ফরম্যাট যে বিরক্তিকর হয়ে উঠেছে সেটাও বলেছেন তিনি।
এ প্রসঙ্গে শচীন বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে ২৫ ওভারের ইনিংস চালু করা উচিত। ম্যাচটাকে চার ভাগে ভাগ করে দেওয়া উচিত। ঠিক যেভাবে টেস্ট ক্রিকেট হয়। টেস্ট ক্রিকেটে ২০টি উইকেট তুলতে হয়। এখানে ১০টি উইকেট তুললেই চলবে। যদি কেউ প্রথম ইনিংসে আউট হয়ে যায়, সে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবে না। দুটো ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নিলেই চলবে।’
বর্তমান ফরম্যাট যে বিরক্তিকর হয়ে উঠেছে সেটাও বলেছেন শচীন। তিনি বলেন, ‘এখন খেলাটা খুব প্রত্যাশিত হয়ে যাচ্ছে। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে দারুণ কিছু ঘটছে না। কেউ নজর কাড়তে পারছে না। বিরক্তিকর লাগছে। আমরা কিভাবে শিশির ফ্যাক্টরে ভারসাম্য রাখবো? একজন অধিনায়ক টস হেরে গেলে তাকে পরে ভেজা অবস্থায় বোলিং করতে হয়। এটা আসলে কঠিন হয়ে পড়ে।’
- এইমাত্র পাওয়া : বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি
- জিশান-আফিফের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়লো বাংলাদেশ
- দারুন সুখবর : বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভিসা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৬/৮/২০২৫ তারিখ
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
- ভিসা নিয়ে এইমাত্র পাওয়া গেলো অনেক বড় সুখবর
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- "সংসদ নির্বাচন : বিএনপি-আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা প্রার্থী হতে চান"
- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার ১০টি উপকারিতা
- মায়রোকা বনাম বার্সেলোনা: লা লিগার রোমাঞ্চকর লড়াই ও লাইভ দেখার উপায়
- টপ এন্ড টি–টোয়েন্টি: শেষ হলো বাংলাদেশ এ দলের ম্যাচ
- সকালে খালি পেটে কিশমিশ খেলে বদলে যাবে শরীর ও মন, জানুন ১৪টি অবিশ্বাস্য উপকারিতা
- দাম কমল ৩৩ প্রকার জরুরি ওষুধের, সর্বোচ্চ ছাড় ৫০%
- সকালে খালি পেটে যেসব খাবার খেলে বাড়বে ওজন
- Top-end T-20: বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ লাইভ দেখার সহজ উপায়