প্রতিপক্ষ ফুটবলারকে সন্তান হারানো সান্ত্বনা দিলেন এমবাপে

ফুটবল বিশ্বে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিরোপা জেতার নজির গড়েছেন ফরাসিয়ান তারকা কিলিয়ান এমবাপে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারলেও এঈ তারকা ফুটবলার পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। কম বয়সেই এত কীর্তি গড়া এই ফরাসি স্ট্রাইকারের অবশ্য একটা দুর্নামও ছিল।
সিনিয়র খেলোয়াড়দের প্রাপ্য সম্মান না দেওয়া এবং এঈ ফুটবলারের আচরণজনিত বিষয়ের জন্য সমালোচিত হতে হয় এমবাপেকে। তবে এবার মানবিক কাজেই দেখা গেল এই স্ট্রাইকারকে। সম্প্রতি লিগ ওয়ানের ম্যাচে জয়ের পর প্রতিপক্ষ দলের সন্তান হারানো এক ফুটবলারকে সান্ত্বনা দিয়েছেন তিনি।
ক্লাবের খেলাতে লিওনেল মেসি ও এমবাপের নৈপুণ্যে গত শনিবার রাতে নঁতেকে ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচে এমবাপে ক্লাবটির জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন। তবে তার এই অর্জনে উদযাপন করলেও নঁতের স্ট্রাইকার ইগনাসিয়াস গানাগোর পাশে দাঁড়াতে ভোলেননি।
দু’সপ্তাহ আগে নিজের পাঁচ বছরের মেয়ে ক্লোয়িকে হারিয়েছেন গানাগো। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ক্লোয়ির। তার পরেও গানাগো পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন। ৩৮ মিনিটে পিএসজির বিরুদ্ধে গোলও করেছেন তিনি। তাতে অবশ্য দলের হার বাঁচাতে পারেননি তিনি।
ম্যাচ শেষে নঁতের ড্রেসিং রুমে যান এমবাপে। সেখানে গিয়ে তিনি গানাগোকে নিজের জার্সি উপহার দেন। পরে তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে এমবাপেকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। সন্তানহারা বাবাকে হয়তো সান্ত্বনা দিচ্ছিলেন এই ফরাসি তারকা।
নঁতের বিপক্ষের ম্যাচটিতে এক গোল করে এমবাপে সবচেয়ে কম বয়সে (২৪ বছর) ক্লাবের হয়ে ২০১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পেছনে ফেলেছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানিকে। ২০১৭ সালে এমবাপে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। ক্লাবে আসার পর এখন পর্যন্ত ৪ বার ফরাসি লিগ জিতেছে পিএসজি। এছাড়া লিগে ৫ বার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে।
- বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি: নতুন সিরিজে মাঠে নামছে টাইগাররা
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (৫ মে ২০২৫)
- বাংলাদেশের ভয়ংকর বোলিং তাণ্ডবে নিউজিল্যান্ড ‘এ’ দলের লজ্জার হার
- মোটরসাইকেল স্টার্ট দিতে গিয়ে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন
- আজ ৫/৫/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হঠাৎ পতন জ্বালানি তেলের বাজারে
- ১৯ বছর পর আবারও ইতিহাসের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ
- আদালতে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি, ফের বিতর্কে হাজী সেলিম
- হায়দ্রাবাদ দলে বিশাল বড় ধাক্কা ,ছিটকে গেলো তারকা ক্রিকেটার
- আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ
- প্রতিপক্ষের জালে আটকে গেল বাংলাদেশের জয়ের স্বপ্ন
- ইতালি যেতে আগ্রহীদের জন্য সুখবর, লিগ্যাল পথে নিচ্ছে আরও শ্রমিক
- জাতীয় দল নয়, আইপিএলকেই বেছে নিলেন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজ দলে চমক
- বিকাশ গ্রাহকদের জন্য সুখবর
- গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে জেনেনিন