| ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মেসিকে নিয়ে নতুন দুশ্চিন্তা, নামলেনই না অনুশীলনে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ ডিসেম্বর ১৬ ১১:৪১:০৭
মেসিকে নিয়ে নতুন দুশ্চিন্তা, নামলেনই না অনুশীলনে

ফ্রান্স ম্যাচের প্রস্তুতি শুরু করায় হঠাৎ করেই উদ্বেগ বাড়তে শুরু করে দিয়েছে। অনুশীলন করেননি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে খেলা অধিকাংশ ফুটবলারও। তা নিয়ে অবশ্য কারও মাথাব্যথা নেই। সকলের চিন্তা মেসিকে নিয়েই।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেই দেখা গিয়েছিল বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন মেসি। তখন থেকেই উদ্বেগ বাড়তে শুরু করে শিবিরে। দলের তরফে এই ব্যাপারে কিছু জানানো না হলেও আর্জেন্টিনীয় সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য ফুটবলারদের বুধবার বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। কিন্তু মেসি দীর্ঘ ক্ষণ সময় কাটান ফিজ়িয়োথেরাপিস্টের সঙ্গে। বৃহস্পতিবার তিনি অনুশীলনে না নামায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের তরফে এ দিনও দাবি করা হয়েছে, মেসি সম্পূর্ণ সুস্থই রয়েছেন। টানা ম্যাচ খেলে যে হেতু ক্লান্ত, তাই মাঠে নামেননি অনুশীলন করতে। কাতার বিশ্ববিদ্যালয়ের জিমেই ফ্রান্স ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্দরমহলের খবর, হ্যামস্ট্রিংয়ে যে হেতু চোট রয়েছে, তাই মাঠে নেমে অনুশীলনের ঝুঁকি নিতে মেসিকে বারণ করে দিয়েছিলেন চিকিৎসকরা। তাঁদের মতে, আর্জেন্টিনা অধিনায়কের চোট গুরুতর নয় ঠিকই, কিন্তু অনুশীলন করতে গিয়ে ফের যদি আঘাত পান, সমস্যা বাড়বে।

সন্ধেয় মেসিকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও বৃহস্পতিবার সকালে আর্জেন্টিনা শিবিরে ছিল ফুরফুরে আবহ। ফুটবলারদের প্রাতঃরাশের সময় দলের কিট ম্যানেজার ডাইনিংরুমে ঘোষণা করেন, ১৯৭৮ ও ১৯৮৬-র বিশ্বকাপে আর্জেন্টিনা যে ঐতিহ্যশালী নীল-সাদা জার্সি পরে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল, রবিবার ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালেও তা পরবেন মেসিরা। জানিয়েছে ফিফা।

আর্জেন্টিনার সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দলের সকলে এই খবর শুনে উচ্ছ্বসিত হয়ে উঠলেও মেসি ও কোচ লিয়োনেল স্কালোনি নির্লিপ্ত ছিলেন। দু’জনের কেউ-ই নাকি কী জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা, তা নিয়ে আগ্রহী নন। দু’জনেরই পাখির চোখ ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পরে বিশ্বকাপ জেতা। রবিবার লুসেল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল তো শুধুমাত্র আর্জেন্টিনা বনাম ফ্রান্স দ্বৈরথ নয়। শেষ বারের মতো বিশ্বকাপ জেতার সুযোগ মেসির কাছে। দিয়েগো মারাদোনার নজির স্পর্শ করার হাতছানি। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায়ের বদলা নেওয়ার লড়াই। আরও একবার ইউরোপকে হারিয়ে লাতিন আমেরিকার ফুটবল শিল্পকে বিশ্বসেরা করার সংকল্প।

ফাইনালের জন্য মেসি কী ভাবে নিজেকে প্রস্তুত করছেন, তা দেখতেই বৃহস্পতিবার সন্ধেয় কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে সংবাদমাধ্যমের ভিড় উপচে পড়েছিল। অ্যাঙ্খেল দি’মারিয়া, লাওতারো মার্তিনেসরা একে একে মাঠে নামলেও সকলেই অপেক্ষা করছিলেন মেসিকে দেখার জন্যই। শেষ পর্যন্ত সেই আশা অপূর্ণই থেকে গেল। আর্জেন্টিনার সাংবাদিকদের কেউ কেউ বললেন, ‘‘মনে হচ্ছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বেরিয়ে গেলে মেসি অনুশীলনে নামবেন। ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক নিজেকে গুটিয়ে রাখতে চান। তাই সকলের সামনে অনুশীলন করলেন না।’’

মেসিকে নিয়ে ধোঁয়াশার মধ্যেই তাঁর এক ভক্তের আশ্চর্য কাহিনি শোনা গেল। দোহার মুশারেফে ইতালীয় এক রেস্তঁরা আবিষ্কার করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের পরে নৈশভোজ সারতে ঢুকেছিলেন আর্জেন্টিনীয় দম্পতি মার্তিনা ও আমানসিয়ো। খাওয়া শেষ করে তাঁরা যখন বিল মেটাতে গেলেন, কিছুতেই টাকা নেবেন না রেস্তঁরার মালিক রদ্রিগো। কেন? রদ্রিগোর বাবা ইতালীয়। মা আর্জেন্টিনার। ইটালির নেপলসে জন্ম ও বড় হয়ে ওঠা তাঁর। তাই আর্জেন্টিনীয় দম্পতির কাছ থেকে খাওয়ার অর্থ নেবেন না। দিয়েগো মারাদোনার ভক্ত রদ্রিগো বছর দশেক আগে দোহা চলে এসেছিলেন। কাতারের এক বন্ধুর সঙ্গে যৌথ ভাবে মুশারেফ মেট্রো স্টেশনের কাছে ইতালীয় রেস্তঁরা খুলে ব্যবসা শুরু করেন। ক্রোয়েশিয়াকে হারিয়ে আট বছর পরে আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দে সেখানেই গিয়েছিলেন মার্তিনা ও আমানসিয়ো। আপ্লুত আর্জেন্টিনীয় দম্পতির কথায়, ‘‘রদ্রিগো কিছুতেই আমাদের কাছ থেকে নৈশভোজের দাম নিলেন না। বললেন, আমার শরীরেও আর্জেন্টিনার রক্ত বইছে।’’ সেই রাতেই মার্তিনা ও আমানসিয়োকে রদ্রিগো আমন্ত্রণ জানিয়ে রেখেছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে একসঙ্গে নৈশভোজ করার জন্য।

ক্রিকেট

এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার ঘোষণা

এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার ঘোষণা

আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার দিনই বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দিল্লির ...

প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই

প্রথমে দেশ, তারপর সবকিছু...', IPL স্থগিত হতেই সেনাবাহিনীকে যা করলো চেন্নাই

ভারত-পাকিস্তান সীমান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট নিয়ে একটি ...

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে